সম্প্রতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলছেন ‘গ্রামীণ ব্যাংক থেকে লোন নাও, কিস্তির টাকা শোধ করবা করতে না পারলে সমস্যা নেই। ঘর বাড়ি জায়গা জমি আমাদের নামে লিখে দিলা। তারপর রাস্তাঘাঠে থাকবা সুন্দরভাবে। এইটা হলো সংস্কার।’ এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘গ্রামীণ ব্যাংক থেকে লোন নাও, কিস্তির টাকা শোধ করবা করতে না পারলে সমস্যা নেই। ঘর বাড়ি জায়গা জমি আমাদের নামে লিখে দিলা। তারপর রাস্তাঘাঠে থাকবা সুন্দরভাবে। এইটা হলো সংস্কার।’ শীর্ষক মন্তব্য করেননি। বরং ভিন্ন ভিডিও তথ্যপ্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে কৃত্রিমভাবে অডিও যুক্ত করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে৷
এ বিষয়ে অনুসন্ধানে মূল ধারার গণমাধ্যম চ্যানেল২৪ এর ইউটিউব চ্যানেলে গত ১২ ফেব্রুয়ারী প্রকাশিত ‘আয়নাঘরের বিভিন্ন ভার্সন দেশজুড়ে রয়েছে: প্রধান উপদেষ্টা’ শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ৫৩ সেকেন্ডের অংশ হতে আলোচিত ভিডিওটির মিল পাওয়া যায়। তবে ভিন্ন অডিও শুনতে পাওয়া যায়।

ভিডিওটি থেকে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা মন্ডলী, কয়েকজন ভুক্তভোগী এবং সাংবাদিকসহ আয়নাঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন। ভিডিওতে প্রধান উপদেষ্টাকে বলতে শোনা যায়,“বীভৎস দৃশ্য। নৃশংস জিনিস হয়েছে এখানে।’ তিনি বলেন, ‘যতটাই শুনি মনে হয়, অবিশ্বাস্য, এটা কি আমাদেরই জগৎ, আমাদের সমাজ? যাঁরা নিগৃহীত হয়েছেন, তাঁরাও আমাদের সমাজেই আছেন। তাঁদের মুখ থেকে শুনলাম। কী হয়েছে, কোনো ব্যাখ্যা নেই।”
একাধিক জাতীয় গনমাধ্যম থেকে আয়নাঘর পরিদর্শন শেষে ড. মুহাম্মদ ইউনূসের প্রেস ব্রিফিং এর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে (দেখুন এখানে, এখানে)। এছাড়া উক্ত প্রেস ব্রিফিংয়ে ড. মুহাম্মদ ইউনূস গ্রামীন ব্যাংক নিয়ে কোনো কথা বলেননি।
তাছাড়া কোনো গণমাধ্যম সূত্রেও দাবিটির কোনো সত্যতা পাওয়া যায়নি।
অর্থাৎ, আলোচিত ভিডিওটি প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে।
সুতরাং, প্রধান উপদেষ্টা ড. ইউনূস ‘গ্রামীণ ব্যাংক থেকে লোন নাও, কিস্তির টাকা শোধ করবা করতে না পারলে সমস্যা নেই। ঘর বাড়ি জায়গা জমি আমাদের নামে লিখে দিলা। তারপর রাস্তাঘাঠে থাকবা সুন্দরভাবে। এইটা হলো সংস্কার।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পাদিত।