জামায়াত নয়, ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া এই ব্যক্তি একজন যুবদল নেতা

সম্প্রতি ‘ঘুরতে আসা তরুণীদের তুলে নিয়ে রাতবর ধর্ষণ, জামাত নেতা গ্রেফতার।’ শীর্ষক শিরোনামে ‘Daily Morning 24’ নামক ফেসবুক পেজের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি উক্ত দাবিতে  ফেসবুকে সর্বাধিক ভাইরাল পোস্টটিতে প্রায় ২৬ হাজার প্রতিক্রিয়া ও ৬ হাজার মন্তব্য দেখা গিয়েছে এবং এটি প্রায় ৮ হাজার ২০০ বার শেয়ার করা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ঘুরতে আসা তরুণীদের তুলে নিয়ে রাতভর ধর্ষণের অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার দাবিতে ডেইলি মর্নিং টুয়েন্টি ফোর কোনো ফটোকার্ড প্রকাশ করেনি বরং, একই অভিযোগে যুবদল নেতার গ্রেফতার সম্পর্কিত খবরের ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে উক্ত ফটোকার্ডটি তৈরি করে প্রচার করা হয়েছে। এছাড়া, ঘুরতে আসা তরুণীদের তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতা গ্রেফতারের এমন কোনো ঘটনাও ঘটেনি।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে Daily Morning 24 এর নাম এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ২১ নভেম্বর, ২০২৪ উল্লেখ করা রয়েছে।

উক্ত তথ্যের সূত্র ধরে ডেইলি মর্নিং টুয়েন্টি ফোর নামক ফেসবুক পেজটি পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সম্বলিত কোনো ফটোকার্ড বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। তবে, উক্ত ফেসবুক পেজে গত ২১ নভেম্বর প্রকাশিত ভিন্ন শিরোনামে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির অনুরূপ একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। তবে এতে শিরোনাম হিসেবে  ‘ঘুরতে আসা তরুণীকে তুলে নিয়ে রাতভর ধ’র্ষণ, যুবদল নেতা গ্রেপ্তার’ বাক্য যুক্ত থাকতে দেখা যায়। 

Comparison: Rumor Scanner 

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় মূল ফটোকার্ডটির শিরোনামের স্থলে ‘ঘুরতে আসা তরুণীদের তুলে নিয়ে রাতবর ধর্ষণ, জামাত নেতা গ্রেফতার।’ প্রতিস্থাপন করার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে৷ 

এছাড়া, ডেইলি মর্নিং টুয়েন্টি ফোর কর্তৃক প্রকাশিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্য রয়েছে।

তাছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট কোনো নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবি সমর্থিত কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।

উল্লেখ্য, তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গত ২০ নভেম্বর বরিশাল নগরীর রূপাতলী এলাকা থেকে। ইমরান আলী শোভন (৩৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি রুপাতলি নতুন আবাসিক এলাকার মৃত ইউসুব আলীর ছেলে। ইমরান ২৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে ওয়ার্ড যুবদলের পদপ্রত্যাশী।

সুতরাং, ‘ঘুরতে আসা তরুণীদের তুলে নিয়ে রাতবর ধর্ষণ, জামাত নেতা গ্রেফতার।’ শীর্ষক দাবিটি মিথ্যা এবং  ডেইলি মর্নিং টুয়েন্টি ফোর এর নামে প্রচারিত ফটোকার্ডটি এডিটেড বা সম্পাদিত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img