ড. ইউনূসকে স্বৈরাচার আখ্যা দিয়ে এক্সে পোস্ট করেননি ট্রাম্প

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘Donald J. Trump🇺🇲 Update’’ নামের ভেরিফাইড টিক চিহ্ন সম্বলিত একটি এক্স অ্যাকাউন্টের পোস্টের স্ক্রিনশট প্রচার করা হয়। দাবি করা হয় যে, উক্ত পোস্টটি বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছেন। প্রচারিত উক্ত এক্স পোস্টের স্ক্রিনশটটিতে লেখা দেখতে পাওয়া যায়, “ তিনি হলেন মোহাম্মদ ইউনুস, বাংলাদেশের নতুন স্বৈরশাসক। তিনি কখনো কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। তিনি কখনো ছাত্র নেতা ছিলেন না। তিনি কখনো বিরোধী দলের নেতা ছিলেন না। তিনি কখনো কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন না। তাহলে তিনি হঠাৎ করে কীভাবে স্বৈরশাসক হয়ে গেলেন? বাইডেন প্রশাসন তাকে নোবেল শান্তি পুরস্কার পাইয়ে দেয়, আর জর্জ সোরোসের অর্থায়নে বাংলাদেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে দুর্বৃত্তরা হামলা চালায় এবং তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। এরপর বাইডেনের পুতুলকে বাংলাদেশের শাসনভার দেওয়া হয়। ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের জন্য সহায়তা বন্ধ করে দেওয়ার পরও, সোরোসের ছেলে তার সঙ্গে দেখা করতে যায় এবং ভবিষ্যতে আরও সহায়তার প্রতিশ্রুতি নিয়ে ফিরে আসে।” (অনূদিত)

উক্ত পোস্টটি ডোনাল্ড ট্রাম্প করেছে শীর্ষক দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত পোস্টের এক্স অ্যাকাউন্টটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অফিশিয়াল কোনো অ্যাকাউন্ট নয় বরং অ্যাকাউন্টে দেওয়া তথ্য অনুযায়ী, এটি একটি ব্যক্তিগত প্রোফাইল যা একজন সাধারণ নাগরিক পরিচালনা করেন। প্রকৃতপক্ষে ড. ইউনূসকে নিয়ে সম্প্রতি ট্রাম্প কোনো মন্তব্য করেননি।

এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত পোস্টগুলোতে থাকা এক্স অ্যাকাউন্টের পোস্টের স্ক্রিনশট সূত্রে এক্সে ‘Donald J. Trump🇺🇲 Update’ নামক উক্ত এক্স অ্যাকাউন্ট ও উক্ত এক্স পোস্টটি খুঁজে পায় রিউমর স্ক্যানার। 

Screenshot: X

উক্ত এক্স অ্যাকাউন্টটির বায়োতে লেখা পরিচিতি থেকে জানা যাচ্ছে, এটি অফিসিয়াল কোনো অ্যাকাউন্ট নয়। এর বায়ো অনুযায়ী, এটি একটি ব্যক্তিগত প্রোফাইল যা একজন সাধারণ নাগরিক পরিচালনা করেন। অ্যাকাউন্টটি সর্বশেষ খবর গুলো পোস্ট করে থাকে। 

অ্যাকাউন্টটির নামের পাশে ভেরিফাইড চিহ্ন থাকলেও এটি এক্স প্ল্যাটফর্মের পেইড সাবস্ক্রিপশন মডেলের মাধ্যমে অর্জিত। ২০২১ সালে চালু হওয়া এই মডেলে নির্দিষ্ট একটি মাসিক ফি প্রদান করে যেকোনো ব্যবহারকারী ব্লু টিক ভেরিফিকেশন পেতে পারেন। তাই ভেরিফাইড চিহ্ন থাকলেও এটি কোনো সরকারি বা অফিসিয়াল সংস্থার প্রতিনিধিত্ব করে না। এছাড়া, ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টেও উক্ত দাবিতে কোনো তথ্য পাওয়া যায়নি।

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবিটির পক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, একজন ব্যক্তিগত ব্যবহারকারীর এক্স প্রোফাইলে প্রচারিত পোস্টকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অফিশিয়াল পোস্ট দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

  • Donald J. Trump🇺🇲 Update – X Bio
  • Donald J. Trump – X account

আরও পড়ুন

spot_img