সম্প্রতি “আগস্টের শেষে ফেসবুক স্টোরিতে মিউজিক ফিচার বন্ধ হয়ে যাবে” এমন একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে , এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আগস্টের শেষে ফেসবুক স্টোরিতে মিউজিক ফিচার বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি সত্য নয় বরং নির্ভরযোগ্য কোনো তথ্যসূত্র ব্যতিত উক্ত তথ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
অনুসন্ধানে দেখা যায়, গত ১০ আগস্ট পাপের সমুদ্রে ভাসছে যারা নামের একটি ফেসবুক পেজ থেকে এই বিষয়ে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে উল্লেখ করা হয়, “আগস্টের শেষে আবার স্টোরিতে মিউজিক ফিচার বন্ধ হয়ে যাবে তা মাত্র জানা আমি।”
মূলত এই পোস্টের পরই পরই উক্ত তথ্যটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।
রিউমর স্ক্যানার টিমের পক্ষ থেকে উক্ত পেজের এডমিনের সাথে যোগাযোগ করা হয়। তথ্যের সূত্র সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আসল সূত্র জানা নেই। সবাই এই ব্যাপারে চর্চা করছে তাই দেওয়া।”
বিষয়টির সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে দেখা যায়, ফেসবুক কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো তথ্য জানায় নি। ফেসবুক সাধারণত ব্লগপোস্ট, মেটা বিজনেস হেল্প সেন্টার এবং নিউজরুমের মাধ্যমে প্লাটফর্মটির বিভিন্ন ঘোষণা দিয়ে থাকে। কিন্তু উক্ত মাধ্যমগুলোয় এ সংক্রান্ত তথ্য পাওয়া যায় নি। কিওয়ার্ড সার্চের মাধ্যমেও আন্তর্জাতিক কোনো গণমাধ্যমেও এই বিষয়ের কোনো খবর খুঁজে পাওয়া যায় নি।
সাম্প্রতিক সময়ে ফেসবুকের দুইটি ঘোষণা নিয়ে সামাজিক মাধ্যমটির ব্যবহারকারীদের মধ্যে আলোচনা হচ্ছে। গত ২৫ জুলাই ফেসবুক নিউজরুমে প্রকাশিত এক প্রতিবেদনে ফেসবুক কর্তৃপক্ষ ঘোষণা দেয়, এখন থেকে তারা সংশ্লিষ্ট ব্যবহারকারীদের সাথে মিউজিক রেভেনিউ শেয়ার করবে। এর ফলে এখন থেকে ব্যবহারকারীরা লাইসেন্সকৃত গান ব্যবহার করা হয়েছে এমন ভিডিওর মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবেন। তবে এই প্রতিবেদনে ফেসবুকের স্টোরিতে মিউজিক ফিচার বন্ধ করার বিষয়ে কিছু বলা হয় নি।
আগস্টের শুরুতে ফেসবুক আরেক প্রতিবেদনে জানায়, তারা লাইভ শপিং ফিচারটি বন্ধ করে দিচ্ছে পহেলা অক্টোবর থেকে। ফেসবুক লাইভ শপিং ফিচারটি প্রথম চালু করেছিল ২০১৮ সালে। ‘রিলস’ ফিচারে জোর দিতেই অনলাইনে কেনাকাটার ফিচারটি বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিশ্বের বৃহত্তম সামাজিক মাধ্যম। এই প্রতিবেদনেও ফেসবুকের স্টোরিতে মিউজিক ফিচার বন্ধ করার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় নি।
ফেসবুক নিউজ অপশনের Stories ক্যাটাগরিতেও ২০১৯ সালের পর নতুন কোনো ঘোষণা দেওয়া হয় নি।
অধিকরতর অনুসন্ধানে রিউমর স্ক্যানার টিমের পক্ষ থেকে ফেসবুকের পণ্য, মিউজিক এবং অধিকার বিষয়ক প্রধান ফ্রেড বেটেইলি (Fred Beteille) এবং ফেসবুকের মিউজিক বিজনেস ডেভেলপমেন্ট এবং পার্টনারশিপ বিষয়ক প্রধান তামারা রিভনেকের (Tamara Hrivnak) সাথে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত কেউই সাড়া দেন নি।
উল্লেখ্য, ২০১৮ সালে স্টোরিতে মিউজিক ফিচার সুবিধা নিয়ে আসে ফেসবুক। শুরুতে নির্দিষ্ট কয়েকটি দেশে এই সুবিধা থাকলেও পরের বছরগুলোয় বিভিন্ন দেশের ব্যবহারকারীদের জন্য এটি উন্মুক্ত করা হয়। সেই ধারাবাহিকতায় সম্প্রতি বাংলাদেশেও এই ফিচার চালু করা হয়েছে।
মূলত, কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ব্যতীত “আগস্টের শেষে স্টোরিতে মিউজিক ফিচার বন্ধ হয়ে যাবে” শীর্ষক একটি তথ্য ভিত্তিহীনভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, লাইভ ফিচার শপিং ফিচারটি বন্ধের ঘোষণার পর এই তথ্যটিও বিভ্রান্তিকরভাবে ছড়িয়ে পড়েছে। কিন্তু রিউমর স্ক্যানারের অনুসন্ধানে এই তথ্যের কোনো সত্যতা খুঁজে পাওয়া যায় নি।
সুতরাং, আগস্টের শেষে স্টোরিতে মিউজিক ফিচার বন্ধ হয়ে যাবে শীর্ষক দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- Facebook : Music Revenue Sharing: A New Way For Creators to Earn Money Through Facebook Videos
- Facebook : Facebook Live Shopping will be going away on October 1, 2022
- Facebook : Stories
- CNI : Now the facility of listening to music on Facebook-Instagram has been launched in Bangladesh
Facebook : More Ways to Share and Connect With Music on Facebook