বিমানবন্দরে প্রবাসীর আর্তনাদের সাম্প্রতিক দৃশ্য দাবিতে পুরোনো ভিডিও প্রচার  

সম্প্রতি, “শাহজালাল (র:) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের দেয়া হচ্ছে মহাজনের ভিভিআইপি সেবা” শিরোনামে প্রবাসীর আর্তনাদের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। 

পোস্টগুলোতে ঘটনাটির নির্দিষ্ট কোনো সময় উল্লেখ না করায় ভিডিওটি সাম্প্রতিক সময়ের বলেই ধরে নিচ্ছেন নেটিজেনরা। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

একই দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিমানবন্দরে প্রবাসীর আর্তনাদের ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং, অন্তত ২০২২ সালের জানুয়ারি মাস থেকে ইন্টারনেটে ভিডিওটির অস্তিত্ব রয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে ‘Rabiulhaque24’ নামক একটি ফেসবুক পেজে ২০২২ সালের ০৫ জানুয়ারিতে “একজন প্রবাসীর লাগেজ চুরি স্বর্ণসহ মাটিতে লুটিয়ে পড়ছে প্রবাসী” শিরোনামে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওতে থাকা ব্যক্তি এবং দৃশ্যের সাথে আলোচিত ভিডিওতে থাকা ব্যক্তি এবং দৃশ্যের মিল রয়েছে। 

Video Comparison by Rumor Scanner 

পরবর্তীতে অনুসন্ধানে ‘সিঙ্গাপুরে আমরা প্রবাসী বাংলাদেশী’ নামক আরেকটি ফেসবুক পেজে ২০২২ সালের ০৬ জানুয়ারি প্রকাশিত একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ক্যাপশনে এটি টিকটক থেকে সংগৃহীত ভিডিও এবং আর্তনাদ করা ব্যক্তি সৌদি আরব প্রবাসী বলে জানানো হয়। সেসময় বিমানবন্দরে ঐ প্রবাসী তার স্বর্ণসহ লাগেজ চুরির অভিযোগ করেছিলেন বলেও দাবি করা হয়।

উক্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে ‘Mamun’ নামের user706359821 শীর্ষক টিকটক অ্যাকাউন্টে ২০২২ সালের ০৫ জানুয়ারিতে প্রকাশিত একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়। 

অর্থাৎ, এটি নিশ্চিতভাবে বলা যায় যে, বিমানবন্দরে প্রবাসীর আর্তনাদের দৃশ্যটি সাম্প্রতিক সময়ের নয়। 

উল্লেখ্য, গত ০৩ জুন দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন যাত্রীর হট্টগোল, গালিগালাজ ও উত্তেজনার একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়। যদিও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দাবি ঐ ভিডিওতে বিভ্রান্তিকর ও অসম্পূর্ণ তথ্য উপস্থাপিত হয়েছে।

সুতরাং, অন্তত ২০২২ সালের জানুয়ারি মাস থেকে ইন্টারনেটে বিদ্যমান বিমানবন্দরের একটি ভিডিওকে সাম্প্রতিক সময়ে বিমানবন্দরে প্রবাসীর আর্তনাদের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র 

  • Rabiulhaque24: Facebook Video 
  • সিঙ্গাপুরে আমরা প্রবাসী বাংলাদেশী: Facebook Video  
  • Mamun: TikTok Video 

আরও পড়ুন

spot_img