বাজপাখির ৪২ দিনে ১০ হাজার কিলোমিটার পথ পাড়ি দেওয়ার তথ্যটি গুজব

সম্প্রতি ‘একটা বাজপাখি সাউথ-আফ্রিকা থেকে ফিনল্যান্ডে উড়ে যাওয়ার সময় তার শরীরে কিছু ইকুইপমেন্ট বসানো হয়, আর এই ছবিতে দেখা যাচ্ছে স্যাটেলাইট থেকে তার যাত্রাপথ।’ শীর্ষক শিরোনামে একটি ছবি ও তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

বাজপাখির

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দক্ষিণ আফ্রিকা থেকে ফিনল্যান্ডে উড়ে যাওয়ার সময় বাজপাখির যাত্রাপথ দাবিতে প্রচারিত তথ্য ও ছবিটি সঠিক নয় বরং কোনো ধরণের নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই দীর্ঘদিন ধরে ইন্টারনেটে এই তথ্যটি প্রচার হয়ে আসছে। 

মূলত, ইন্টারনেটে দীর্ঘদিন ধরেই একটি বাজপাখির দক্ষিণ আফ্রিকা থেকে ফিনল্যান্ডে ৪২ দিনে ১০ হাজার কিলোমিটার পথ উড়ে যাওয়ার সময়ের যাত্রাপথ দাবিতে একটি ছবি ও তথ্য প্রচার হয়ে আসছে। তবে রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে যে, আলোচিত দাবিতে প্রচারিত ছবি ও তথ্যটি কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই দীর্ঘদিন ধরে বিভিন্ন ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়ে আসছে। উপরন্তু অনুসন্ধানে আরও দেখা যায়, একই ছবি ইতোপূর্বে দক্ষিণ আফ্রিকা থেকে ফিনল্যান্ড পর্যন্ত সোমালি টেকটনিক প্লেটের একটি ফল্টলাইনের বিচ্যুতি নির্দেশ করতেও ব্যবহার করা হয়েছে। তবে সার্বিক অনুসন্ধানে কোনো দাবির পক্ষেই নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

উল্লেখ্য, পূর্বেও একই দাবিতে আলোচিত ছবি ও তথ্যটি ইন্টারনেটে প্রচার করা হলে সেসময় বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার। 

আরও পড়ুন

spot_img