বিভিন্ন সময়ে “একটি জাহাজ তীরে সর্বদা নিরাপদ, তবে সর্বদা তীরে থাকার জন্য এটি নির্মিত নয়। আলবার্ট আইনস্টাইন” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হয়ে আসছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলবার্ট আইনস্টাইনের নামে “একটি জাহাজ তীরে সর্বদা নিরাপদ, তবে সর্বদা তীরে থাকার জন্য এটি নির্মিত নয়” শীর্ষক দাবিতে প্রচারিত উক্তিটি তার নয় বরং এটি ১৯২৮ সালে জন এ. শেড নামের এক ব্যক্তি তার বই “Salt from My Attic” এ প্রকাশ করেছিলেন।
কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে ‘Quote Investigator’ নামের একটি ওয়েবসাইটে “A Ship in Harbor Is Safe, But that Is Not What Ships Are Built For” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, ১৯২৮ সালে জন ‘এ. শেড’ নামের এক ব্যক্তি “Salt from My Attic” নামে একটি উক্তির বই প্রকাশ করে। সেখানে জনপ্রিয় এই উক্তিটি অন্তর্ভুক্ত করা হয়।
পরবর্তীতে গ্রেস এম. হুপার নামে এক নারী এটিকে জনপ্রিয় করে তুলেন৷ এই উক্তিটির সাথে আলবার্ট আইনস্টাইনের সংযোগ পাওয়া যায় অনেক পরে।
প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান বারনারদিনো নামে একজন লেখক ১৯৯৫ সালে এই উক্তিটি আলবার্ট আইনস্টাইনের নামে প্রথম ব্যবহার করেন।
পরবর্তীতে আমেরিকান ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ‘Snopes’ এ চলতি বছরের ২৯ অক্টোবর “Did Einstein Say This About Boats Being Safe at Shore?” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটিতে জন এ. শেডের “Salt from My Attic” বইটিকে উদ্ধৃত করে বলা হয়, এই উক্তিটি মূলত বইটির লেখক জন এ. শেডের। তিনি ১৯২৮ সালে প্রকাশিত তার এই বইয়ে উক্তিটি অন্তর্ভুক্ত করেন৷
প্রতিবেদনটিতে আরও বলা হয়, এই উক্তির সাথে বা সমজাতীয় কোনো উক্তির সাথে আলবার্ট আইনস্টাইনের সম্পৃক্ততা পাওয়া যায়নি।
মূলত, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলবার্ট আইনস্টাইনের নামে “একটি জাহাজ তীরে সর্বদা নিরাপদ, তবে সর্বদা তীরে থাকার জন্য এটি নির্মিত নয়,,,” ছড়িয়ে আসা উক্তিটি তার নয়৷ প্রকৃতপক্ষে এই উক্তিটি ১৯২৮ সালে জন এ. শেড নামের এক ব্যক্তি তার বই “Salt from My Attic” এ প্রকাশ করেছিলেন। রিউমর স্ক্যানারের অনুসন্ধানে এই উক্তির সাথে আলবার্ট আইনস্টাইনের সম্পৃক্ততা পাওয়া যায়নি। বরং দেখা যায়, এই উক্তিটি আলবার্ট আইনস্টাইনের মৃত্যুর বহু বছর পরে ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান বারনারদিনো নামের একজন লেখক আইনস্টাইনের নামে প্রচার করে।
সুতরাং, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলবার্ট আইনস্টাইনের নামে “একটি জাহাজ তীরে সর্বদা নিরাপদ, তবে সর্বদা তীরে থাকার জন্য এটি নির্মিত নয়।” ছড়িয়ে আসা উক্তিটি সম্পূর্ণ মিথ্যা।