সম্প্রতি, Real pubg By Palestine শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ) এবং পোস্ট (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন পোস্ট (আর্কাইভ)
যা দাবি করা হচ্ছে
ভিডিওটির মাধ্যমে দাবি করা হচ্ছে, গত শনিবার ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হামাসের অতর্কিত হামলার পর আকাশপথে তাদের যোদ্ধারা দেশটিতে প্রবেশ করছে। যেটিকে তারা প্লেয়ারআননোওন’স ব্যাটলগ্রাউন্ড বা পাবজি ভিডিও গেমটির সাথে তুলনা করছেন। গেমটিতে উক্ত প্রক্রিয়ায় যোদ্ধাদের যুদ্ধক্ষেত্রে নামানো হয়ে থাকে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি ফিলিস্তিনি স্বাধীনতাকামী দল হামাসের যোদ্ধাদের প্যারাসুটের মাধ্যমে ইসরায়েলে প্রবেশের নয়। বরং মিশরের মিলিটারি ট্রেনিং একাডেমির একটি পুরোনো ভিডিওকে ইসরায়েলে হামাসের প্রবেশের ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ahmedsaied41 নামের একটি টিকটক আইডিতে গত ২৪ সেপ্টেম্বর প্রচারিত আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির হুবহু মিল রয়েছে।
পরবর্তীতে উক্ত ভিডিওটি শেয়ারকারী ব্যক্তির টিকটক আইডি পর্যালোচনা করে দেখা যায় তিনি একটি সামরিক বাহিনীর সদস্য। যদিও সে বিষয়ে তার আইডিতে কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তার আইডিতে গত ২১ সেপ্টেম্বর #egypt শীর্ষক শিরোনামে প্রচারিত আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত ভিডিওর স্থানের সাথে আলোচিত ভিডিওটির স্থানের মিল রয়েছে। উক্ত ভিডিওটিতে প্যারােসুটের মাধ্যমে সৈনিকদের অবতরণ করতে দেখা না গেলেও বেশকিছু সামরিক হেলিকপ্টার এবং বিমানকে সামরিক মহড়া দিতে দেখা যায়।
পরবর্তীতে ভিডিওটির স্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্যে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে অনুসন্ধান চালায় রিউমর স্ক্যানার টিম। কিন্তু তাতে কোনো ফলাফল না পাওয়া গেলে উক্ত ভিডিওতে দেখতে পাওয়া বিল্ডিংটির গায়ের লেখা অনুবাদের মাধ্যমে অনুসন্ধানের চেষ্টা করা হয়।
অনুসন্ধানে ভিডিওটির একটি কী-ফ্রেম নিয়ে গুগল লেন্সের সহায়তায় উক্ত বিল্ডিংয়ের গায়ের লেখা অনুবাদের মাধ্যমে Military College শীর্ষক তথ্যটি পাওয়া যায়।
পরবর্তী অনুসন্ধানে #egypt এবং Military College তথ্য দুটির সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মিশরের মিলিটারি একাডেমির বেশকিছু ছবি খুঁজে পাওয়া যায়।
প্রাপ্ত ছবিগুলোর সাথে আলোচিত ভিডিওটির স্থানের তুলনামূলক বিশ্লেষণ করে রিউমর স্ক্যানার টিম। এতে আলোচিত ভিডিওর স্থানের সাথে মিশরের মিলিটারি একাডেমির ছবির হুবহু মিল খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ, ইসরায়েলে হামাসের যোদ্ধাদের অবতরেণ ভিডিও দাবিতে প্রাচরিত ভিডিওটি আসলে মিশরের।
মূলত, গত ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েলে আকস্মিক এবং নজিরবিহীন মিসাইল হামলা চালায় হামাস। এরপর ইসরায়েল সীমানা অতিক্রম করে দেশটিতে প্রবেশ করে অসংখ্য ফিলিস্তিনি নাগরিক। যার পর থেকে ইসরায়েলে হামাসের প্রবেশ নিয়ে ব্যাপক আলোচনার উৎপত্তি হয়। তারই পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী দল হামাসের যোদ্ধারা ভিডিও গেমসের আদলে আকাশ থেকে প্যারাসুটের মাধ্যম ইসরায়েলে অবতরণ করছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচারিত হয়। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, উক্ত ভিডিওটির সাথে হামাস কিংবা ফিলিস্তিনের কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে মিশরের মিলিটারি একাডেমির একটি পুরোনো ভিডিওকে হামাসের ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
সুতরাং, মিশরের মিলিটারি একাডেমির একটি পুরোনো ভিডিওকে ইসরায়েলে হামাসের যোদ্ধাদের প্যারাসুটের মাধ্যমে অবতরণের ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Ahmedsaied41 Tiktok Account: #egypt | TikTok
- Ahmedsaied41 Tiktok Account: بوشنكي فرع الشيرتون | مسلسل بوشنكي | TikTok
- Rumor Scanner’s Own Analysis
হালনাগাদ/ Update
৩১ জানুয়ারি, ২০২৪ : এই প্রতিবেদন প্রকাশ পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একই দাবি সম্বলিত ভিডিও আমাদের নজরে আসার প্রেক্ষিতে একটি টিকটক পোস্টকে প্রতিবেদনে দাবি হিসেবে যুক্ত করা হলো।