সম্প্রতি, সৌদি আরবে ক্রেন ভেঙে পড়ে অনেক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সৌদি আরবের কোনো ঘটনার নয় বরং, মিশরের মেনুফিয়া প্রদেশের সাদাত সিটিতে ঘটে যাওয়া দুর্ঘটনার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। তাছাড়া, উক্ত ঘটনায় আহত বা নিহতের মধ্যে বাংলাদেশি থাকার কোনো তথ্য পাওয়া যায়নি।
এই বিষয়ে অনুসন্ধানে ‘Nadia Elmoghazy’ নামক ফেসবুক অ্যাকাউন্টে গত ৩০ এপ্রিল প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।
ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, সাদাত শহরের একটি কারখানায় দুর্ঘটনার দৃশ্য এটি। জানা যায়, নির্মাণস্থানে একটি ধাতব বা লোহার কাঠামো উড়ে গিয়ে শ্রমিকদের ওপর পড়ে।

উল্লেখ্য, সাদাত হলো মিশরের মেনুফিয়া গভর্নরেট বা প্রদেশের একটি শহর।
এছাড়াও, অন্যন্য ফেসবুক অ্যাকাউন্ট/পেজে (১, ২) এবং ইউটিউব চ্যানেলে প্রচারিত (১) ভিডিও থেকে জানা যায়, ঘটনাটি মিশরের সাদাত সিটিতে একটি নির্মাণাধীন কারখানায় ঘটেছে। দুর্ঘটনার কারণ হিসেবে জানা যায়, ঝড় বা বালুঝড়ের কারণে ক্রেন বা ক্রেনের সাপোর্টিং কাঠামো শ্রমিকদের ওপর ভেঙে পড়েছে।
পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে মিশরের সরকারি তথ্য সেবা সংস্থা স্টেট ইনফরমেশন সার্ভিস (State Information Service – SIS) এর অফিশিয়াল ওয়েবসাইটে গত ১ মে ‘Labour Minister Orders Swift Compensation for Victims of Menoufia Accident’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ৩০ এপ্রিল মিশরের মেনুফিয়া প্রদেশের সাদাত সিটি ডেভেলপারস এরিয়াতে একটি নির্মাণাধীন কারখানায় শেড ধসে দুর্ঘটনা ঘটে। জানা যায়, উক্ত ঘটনায় ওয়ালিদ সালাহ আবদেল-মোয়াতি আবু কোরা (২৭) এবং হোসাম আল-দেসুকে আবদেল-মোনিম (২০) নামে দুজন শ্রমিক নিহত এবং মাহমুদ রমজান সরুর (২০) শ্রমিক আহত হন। তারা মেনুফিয়ার শুহাদা জেলার জাওয়িয়াত আল-বকলি গ্রামের বাসিন্দা।
তবে, প্রতিবেদনটিতে ঘটনার কোনো ছবি ব্যবহার করা হয়নি।
সুতরাং, মিশরের মেনুফিয়া প্রদেশের সাদাত সিটির দুর্ঘটনার ভিডিওকে সৌদি আরবে ক্রেন ভেঙে পড়ে অনেক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু শীর্ষক দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Nadia Elmoghazy: Facebook Post
- امجد عامر: Facebook Post
- اللهم ارزقنا حسن الخاتمه: Facebook Post
- Mohamed Mahmoud محمد محمود: YouTube Video
- Drilling HSE: Sadat City Site Incident: Lives Lost Due to Crane Failure
- Egypt State Information Service – SIS: Labour Minister Orders Swift Compensation for Victims of Menoufia Accident