সম্প্রতি, ‘ইন্ডিয়ান মঞ্চে সেরা রাজনীতির গজল। আমি গাইবো না গান রাজনীতি নিয়ে করবো না রাজনীতি’ শীর্ষক শিরোনামে এক যুবকের গান গাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে।
![ইন্ডিয়ান আইডলের](https://rumorscanner.com/wp-content/uploads/2024/03/1000213645-1024x697.jpg)
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত ভিডিওটি প্রায় সাড়ে ৮ লাখ বার দেখা হয়েছে। ভিডিওটিতে প্রায় ৪৭ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। এছাড়া, ভিডিওটিতে প্রায় ৭ শতাধিক মন্তব্য করা হয়েছে। ভিডিওটি শেয়ার করা হয়েছে প্রায় আড়াই হাজারের অধিক বার।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইন্ডিয়ান আইডলের মঞ্চে আলোচিত যুবকের রাজনীতি নিয়ে গান গাওয়ার এই ভিডিওটি আসল নয় বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ইন্ডিয়ান আইডল প্রোগ্রামের বিভিন্ন পর্বের একাধিক ভিডিও ক্লিপের সাথে উক্ত যুবকের গান গাওয়ার দৃশ্য যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ভিডিওটি’র শুরুতেই এক যুবককে ভারতীয় এক টেলিভিশন প্রোগ্রামে মাইক্রোফোন হাতে ‘আমি গাইবো না গান রাজনীতি নিয়ে করবো না রাজনীতি’ শীর্ষক গানটি গাইতে শোনা যায়। গানটি শুনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিচারকের দায়িত্বে থাকা মঞ্চে উপস্থিত তারকাদের মুগ্ধ হতে দেখা যায়।
ভিডিওটিতে ভারতীয় সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল, হিমেশ রেশামিয়া, বলিউড অভিনেতা রনবীর কাপুর, দক্ষিণি অভিনেত্রী রাশ্মিকা মান্দানা সহ বেশ কয়েকজন তারকাকে মঞ্চে দেখা যায়। এবিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওটি থেকে বেশকিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে রিউমর স্ক্যানার টিম।
আলোচিত ভিডিওটি’র বিভিন্ন অংশে দেখানো উক্ত তারকাদের একাধিক দৃশ্যের স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে সঙ্গীত বিষয়ক ইউটিউব চ্যানেল ‘LIV Music’ এ ২০২৩ সালের ০১ ডিসেম্বর প্রকাশিত ইন্ডিয়ান আইডল প্রোগ্রামের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিও’র একাধিক দৃশ্যের সাথে আলোচিত ভিডিওটি’র একাধিক দৃশ্যের হুবহু মিল পাওয়া যায়। তবে ফেসবুকে প্রচারিত আলোচিত ভিডিওটিতে গান গাওয়া যুবককে এই ভিডিওটিতে দেখা যায়নি।
![](https://rumorscanner.com/wp-content/uploads/2024/03/1000213704-1024x639.jpg)
![](https://rumorscanner.com/wp-content/uploads/2024/03/1000213706-1024x613.jpg)
অর্থাৎ, আলোচিত ভিডিওটিতে উক্ত টেলিভিশন প্রোগ্রামের কয়েকটি দৃশ্য যুক্ত করা হয়েছে।
পরবর্তীতে ভারতীয় সঙ্গীতশিল্পী Pawandeep এর নামে পরিচালিত একটি ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ২১ ডিসেম্বর প্রকাশিত Indian Idol প্রোগ্রামের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিও’র একটি দৃশ্যের সাথে আলোচিত ভিডিওটি’র একটি দৃশ্যের মিল পাওয়া যায়। তবে ফেসবুকে প্রচারিত আলোচিত ভিডিওটি’তে গান গাওয়া যুবককে এই ভিডিওটিতেও দেখা যায়নি।
![](https://rumorscanner.com/wp-content/uploads/2024/03/1000213710-1024x622.jpg)
অর্থাৎ, আলোচিত ভিডিওটিতে উক্ত টেলিভিশন প্রোগ্রামেরও কয়েকটি দৃশ্য যুক্ত করা হয়েছে।
পরবর্তীতে অধিকতর অনুসন্ধানে ভাইরাল ভিডিওটি’র নির্মাতা সবুজ খানকে খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম। তিনি তার ফেসবুক পেজে গত ১৮ মার্চ ‘ইন্ডিয়ান মঞ্চে সেরা রাজনীতির গজল। আমি গাইবো না গান রাজনীতি নিয়ে করবো না রাজনীতি’ শীর্ষক গানের ভিডিওটি পোস্ট করে জানান, “ভিডিওটা এডিট করে তৈরি করা। দয়াকরে কেউ সিরিয়াসলি নিবেন না।”
![](https://rumorscanner.com/wp-content/uploads/2024/03/1000213659-830x1024.jpg)
অর্থাৎ, উপরোক্ত তথ্য প্রমাণ থেকে এটা স্পষ্ট যে, ইন্ডিয়ান আইডলের মঞ্চে যুবকের রাজনীতির গান গাওয়ার আলোচিত এই ভিডিওটি আসল নয়।
মূলত, সবুজ খান নামের এক যুবক ইন্ডিয়ান আইডল প্রোগ্রামে ভারতীয় তারকাদের উপস্থিতির পুরোনো কিছু ভিডিও ক্লিপ সংগ্রহ করে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘ইন্ডিয়ান মঞ্চে সেরা রাজনীতির গজল। আমি গাইবো না গান রাজনীতি নিয়ে করবো না রাজনীতি’ শীর্ষক একটি গান ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে যুক্ত করে নিজের ফেসবুক পেজে পোস্ট করেন। পরবর্তীতে উক্ত ভিডিওটি ‘ইন্ডিয়ান মঞ্চে সেরা রাজনীতির গজল। আমি গাইবো না গান রাজনীতি নিয়ে করবো না রাজনীতি’ শীর্ষক শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে আসল ভিডিও দাবিতে ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, পূর্বেও একই ব্যক্তির ইন্ডিয়ান আইডল অনুষ্ঠানের মঞ্চে মাকে নিয়ে গান গাওয়ার ভিডিও ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে সেসময় ভিডিওটিকে এডিটেড হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, ইন্ডিয়ান আইডলের মঞ্চে বাংলাদেশি যুবকের ‘আমি গাইবো না গান রাজনীতি নিয়ে করবো না রাজনীতি’ শীর্ষক গান গাওয়ার দাবিতে ইন্টারনেটে প্রচারিত ভিডিওটি এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- LIV Music YouTube: Indian Idol S14
- Pawandeep Rajan Official YouTube: Pawandeep Rajan | Father’s Day Special | Indian Idol Season 12
- Sobuj Khan Facebook: Post
- Rumor Scanner’s Own Analysis