প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পুলিশের গান দাবিতে ভাইরাল এই ভিডিওটি এডিটেড

সম্প্রতি, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে পুলিশের গান ভাইরাল’ শীর্ষক থাম্বনেইলে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

প্রধানমন্ত্রী

এ বিষয়ে ফেসবুকে প্রচারিত পাঁচটি ভাইরাল পোস্ট বিশ্লেষণ করে দেখা যায়, এই প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ৩ লক্ষ ৩ হাজার ৩ শত বার দেখা হয়েছে, শেয়ার করা হয়েছে প্রায় ৭ হাজার ৫ শত ২৫ বার। এছাড়া, এই পোস্টগুলোতে প্রায় ২৪ হাজার ৩ শত ২৭ টি পৃথক ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া দেখানো হয়েছে। ভাইরাল পোস্টগুলোর মন্তব্যঘর ঘুরে পোস্টটির দাবির প্রেক্ষিতে অধিকাংশ নেটিজেনকে নেতিবাচক প্রতিক্রিয়া জানাতে দেখা যায়।

ফেসবুকে ভাইরাল  পোস্টগুলো দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

একই দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে পুলিশের গান গাওয়ার দাবিটি সঠিক নয় বরং অধিক ভিউ পাবার আশায় চটকদার শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে ভিন্ন ভিন্ন ঘটনার কয়েকটি ভিডিও ক্লিপ এবং ছবি যুক্ত করে ভিডিওটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে ভিডিওটি পর্যবেক্ষণে দেখা যায়, একজন পুলিশ সদস্য হ্যান্ডমাইক হাতে গান গাইছেন। গানের অডিও অংশে ‘’ডায়লোগের মাস্টার শেখ হাসিনা সরকার, কয় জনগনের ভোট চুরি করার কি দরকার’’ শীর্ষক একটি গান শোনা যায়।

উক্ত গানের ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স সার্চের মাধ্যমে, “Student’s” নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ০২ জানুয়ারিত ‘খোল করতাল বাজিয়ে পুলিশের গান’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও(আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।

Screenshot: YouTube

ভিডিওটিতে দেখা যায়, একজন পুলিশ সদস্য হ্যান্ডমাইক হাতে “কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে” শিরোনামের একটি গান গাইছেন এবং উপস্থিত বাকি সদস্যরা হাততালির মাধ্যমে সেটিকে উপভোগ করেছেন।

এই ভিডিওটির সাথে প্রধানমন্ত্রী’র বিরুদ্ধে পুলিশের গান দাবিতে প্রচারিত ভিডিওটি’র ব্যাকগ্রাউন্ড পোশাক এবং অন্যান্য বিষয়ের হুবহু মিল পাওয়া যায়।

Video Comparison by Rumor Scanner

পরবর্তীতে আলোচিত ভিডিওতে থাকা অডিও অংশের কথাগুলো ইউটিউবে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ”Bogura Fans’ নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ০৭ মার্চে “ডায়লগ এর মাস্টার শেখ হাসিনার সরকার নুর বাহিনীর নতুন গান ভোটাধিকার নিয়ে!” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওটিতে দেখা যায়, রাজনৈতিক সংগঠন ‘গণ অধিকার পরিষদ’ এর কোনো এক সমাবেশে এক ব্যক্তি মাইকে “ডায়লগের মাস্টার শেখ হাসিনা সরকার” শীর্ষক শিরোনামের একটি গান গেয়ে শোনাচ্ছেন।

অর্থাৎ, উক্ত গানের অডিও অংশের সাথে পুলিশের অন্য একটি গান গাওয়ার ভিডিওটি যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

এছাড়া ভিডিওটির পরবর্তী অংশে অপর এক পুলিশ সদস্যকে বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দিতে দেখা যায়। তবে সেখানে কোনো সরকার বিরোধী বক্তব্য পাওয়া যায়নি। 

তাছাড়া, ভিডিওটির থাম্বনেইলে উল্লেখিত তথ্যের সাথে বিস্তারিত অংশের প্রাসঙ্গিকতা পাওয়া যায়নি। ভিডিওটির শিরোনামে সেনাবাহিনীর কথা উল্লেখ করা হলেও বিস্তারিত অংশে সেনাবাহিনীর সদস্যের পুরোনো কিছু ছবি ছাড়া এবিষয়ে কিছুই বলা হয়নি।

অর্থাৎ, উপরোক্ত বিষয়গুলো পর্যালোচনা করলে এটা স্পষ্ট যে, আলোচিত ভিডিওটিতে প্রচারিত বিষয়গুলো সঠিক নয়। 

মূলত, সাম্প্রতিক সময়ে ফেসবুকে এবং ইউটিউবে ‘প্রধানমন্ত্রী’র বিরুদ্ধে পুলিশের গান ভাইরাল’ শীর্ষক থাম্বনেইলে একটি ভিডিও প্রচারের প্রেক্ষিতে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, এটি ভিন্ন ভিন্ন কয়েকটি ঘটনার ভিডিও ক্লিপ এবং ছবি নিয়ে তৈরি একটি ভিডিও। ভিডিওটিতে প্রধানমন্ত্রী’র বিরুদ্ধে পুলিশের গান দাবিতে প্রচারিত ভিডিও ক্লিপটির বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, গণ অধিকার পরিষদের এক সদস্যের গাওয়া একটি গান (ডায়লগের মাস্টার শেখ হাসিনা সরকার) ডিজিটাল প্রযুক্তির সহায়তায় পুলিশ সদস্যের কণ্ঠে গাওয়া ভিন্ন একটি গানের(কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে) সাথে সংযুক্ত করে এটি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উল্লেখ্য, পূর্বেও পুলিশের কণ্ঠে সরকার বিরোধী গান দাবিতে প্রচারিত ভিডিও নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে পুলিশের গান দাবিতে ভাইরাল ভিডিওটি এডিটেড বা বিকৃত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img