সম্প্রতি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের সুস্থতার কথা জানিয়ে ‘মারা যাইনি আমি, সুস্থ আছি, ভালো আছি’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে চ্যানেল২৪ এর লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, চ্যানেল২৪ ‘মারা যাইনি আমি, সুস্থ আছি, ভালো আছি: মাননীয় প্রধানমন্ত্রী’ শীর্ষক কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। বরং, চ্যানেল২৪ এর ফেসবুক পেজে গত ২৬ জুলাই ‘মারা যাইনি আমি, সুস্থ আছি, ভালো আছি: চিত্রনায়ক রুবেল’ শীর্ষক শিরোনামে প্রচারিত ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে তাতে শেখ হাসিনার ছবি যুক্ত করে এবং ‘চিত্রনায়ক রুবেল’ লেখাটির পরিবর্তে ‘মাননীয় প্রধানমন্ত্রী’ লেখাটি যুক্ত করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
সুতরাং, ‘মারা যাইনি আমি, সুস্থ আছি, ভালো আছি: মাননীয় প্রধানমন্ত্রী’ শীর্ষক শিরোনামে চ্যানেল২৪ এর লোগো সম্বলিত একটি ফটোকার্ড ফেসবুকে প্রচার করা হয়েছে; যা এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- Channel 24 Facebook Account Post
- Rumor Scanner’s Own Analysis