খালেদা জিয়ার ব্ল্যাকবোর্ডে লেখার ছবিটি এডিটেড

অ তে আন্দোলন, ক তে কচু” শীর্ষক শিরোনামে খালেদা জিয়ার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কয়েক বছর ধরে প্রচার হয়ে আসছে।

সাম্প্রতিক সময়ে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এবং এখানে

২০২১ সালে প্রচারিত পোস্ট দেখুন এখানে
পোস্টটির আর্কাইভ ভার্সন দেখুন এখানে

যা দাবি করা হচ্ছে

ছবিটিতে দেখা যাচ্ছে খালেদা জিয়া একটি স্কুলের ব্ল্যাক বোর্ডে লিখছেন “আ = আন্দোলন/ ক = কচু হবে।” এই ছবিটি বিভিন্ন সময়ে বিভিন্ন ক্যাপশন দিয়ে পোস্ট ও শেয়ার করা হয়েছে। কোনো ক্যাপশোনে বলা হয়েছে “প্রধানমন্ত্রী থাকার সময় খালেদা জিয়া স্কুল পরিদর্শনে গিয়ে প্রাইমারি স্কুলে অ আ ক খ বিষয়ে ডেমো ক্লাসে যা শেখাতো, শিক্ষার্থীরা তাই মনোযোগ দিয়ে শিখেছে। সেই প্রাইমারি শিক্ষার্থীরাই আজ ভার্সিটি স্টুডেন্ট। তাই আজ নতুন প্রজন্ম কোরাস গাচ্ছে: আ তে আন্দোলন, ক তে কচু হবে।”

আবার কোনোটিতে বলা হয়েছে “আপনাদের মেডাম ভালো বুঝে মাগার আপনারা বুঝেন না/ ১০ তারিখে/ আ তে আন্দোলন ক তে কচু হবে।”

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, খালেদা জিয়া কর্তৃক ব্ল্যাকবোর্ডে “আ = আন্দোলন ক = কচু হবে” লেখার দাবিতে প্রচারিত ছবিটি সত্য নয় বরং এটি খালেদা জিয়ার একটি ছবির সম্পাদিত ও পরিবর্তিত সংস্করণ। 

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে, ২০১৭ সালের ৮ সেপ্টেম্বর তারিখে “While the govt inflates literacy figure to mislead the nation, BNP always will continue to genuinely increase the quality of education” শীর্ষক শিরোনামে খালেদা জিয়ার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। 

ছবিটিতে দেখা যাচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এক শিশুকে ব্ল্যাকবোর্ডে লিখে দেখাচ্ছেন। সেখানে আন্দোলন বা কচু এমন শব্দ দেখা যাচ্ছে না। স্বাক্ষরতা দিবস উপলক্ষে ছবিটি তিনি টুইট করেছিলেন নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে।

তবে, ২০১৮ সালের ২৫ জানুয়ারির পর খালেদা জিয়া আর টুইটার ব্যবহার করেননি। ফলে, তার টুইটার অ্যাকাউন্টে নামের পাশে আর ভেরিফাইড চিহ্ন (নীল টিক) বর্তমানে দেখা যায় না।

পরবর্তীতে, ওয়াসিম ইফতেখারুল আলম নামে একটি পিন্টেরেস্ট অ্যাকাউন্টে এই ছবিটি খুঁজে পাওয়া যায়।

ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করলে ছবির নীচে একটি ওয়াটারমার্ক খুঁজে পাওয়া যায়। ঐ ওয়াটারমার্কটিকে লীড ধরে কি-ওয়ার্ড সার্চে একই নামে ইনস্টাগ্রামেও দুইটি  অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায় যেখানে অনেক পুরোনো ছবি আর্কাইভ করা আছে। 

মূলত, ২০১৭ সালে স্বাক্ষরতা দিবস উপলক্ষে খালেদা জিয়ার অফিশিয়াল টুইটার একাউন্ট থেকে একটি ছবি সংযুক্ত করে টুইট প্রকাশ করা হয়েছিলো। ছবিটিতে দেখা যায়, খালেদা জিয়া ব্ল্যাকবোর্ডে এক শিশুকে লিখে দেখাচ্ছেন। সেই ছবিটিই ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিকৃত করে ব্ল্যাক বোর্ডে “আ = আন্দোলন ক = কচু হবে” লিখে দিয়ে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হয়ে আসছে।

উল্লেখ্য, ১০ ডিসেম্বর ঢাকায় গোলাপবাগ খেলার মাঠে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। ঐ সমাবেশকে কেন্দ্র করেই উক্ত ছবিটির সম্পাদিত সংস্করণটি পুনরায় প্রচারিত হয়।

প্রসঙ্গত, রিউমর স্ক্যানার টিম পূর্বেও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে প্রচারিত গুজবকে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।

সুতরাং, খালেদা জিয়ার ব্ল্যাকবোর্ডে “আ = আন্দোলন ক =কচু হবে” লেখার দাবিতে প্রচারিত ছবিটি বিকৃত করা।

তথ্যসূত্র

Begum Khaleda Zia Twitter: Begum Khaleda Zia
Pinterest: Wasim Iftekharul Alam
NewsBangla24: টুইটার ভুলেছেন খালেদা জিয়া
Times of India: 6 reasons the ‘Blue Tick’ may get automatically removed from a Twitter account

আরও পড়ুন

spot_img