সম্প্রতি, অন্তর্বর্তীকালীন সরকারে নতুন আরও ৮ উপদেষ্টা নিয়োগের দাবিতে একটি অনুমোদনপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। অনুমোদনপত্রটিতে বলা হয়, ‘২১ মার্চ শুক্রবার মো. ইমরান আলী, ইকবাল করিম ভূঁইয়া, মো. সেলিম হায়দার, মো. জসীম উদ্দিন ভূঁইয়া, মোসাম্মৎ শামসুন নাহার, মোহাম্মদ আব্দুর রব, ড. মো. তৌহিদুল হাসান, মো. জুলফিকার আজিজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে শপথের জন্য কার্যকর করা হলো।’

ফেসবুকে প্রচারিত এমন বিজ্ঞপ্তি দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, অন্তর্বর্তীকালীন সরকারে নতুন ৮ উপদেষ্টা নিয়োগের দাবিতে প্রচারিত অনুমোদনপত্রটি আসল নয়। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ভিন্ন একটি বিজ্ঞপ্তি এডিট করে আলোচিত অনুমোদনপত্রটি তৈরি করা হয়েছে।
দাবিটির বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে Primary Teachers’ Unity � প্রাথমিক শিক্ষক মৈত্রী। নামের একটি পাবলিক ফেসবুক গ্রুপে গত ১২ মার্চ বিকেল ৪টা ৩০ মিনিটে ‘প্রাথমিক শিক্ষা সংবাদ’ নামের পেজ থেকে আলোচিত দাবিতে করা সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। পরবর্তীতে কথিত অনুমোদনপত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

কথিত অনুমোদনপত্রটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত অনুমোদনপত্রটি প্রকাশের তারিখ হিসেবে ‘শনিবার, মার্চ ৮, ২০২৫’ উল্লেখ করা হয়েছে। এছাড়াও রেজিস্টার্ড নং এর স্থলে ‘রেজিস্টার্ড নং- ডিএ ২’ লেখা রয়েছে এবং বিজ্ঞপ্তি নম্বর: ০৫.০০.০০০.৩২১.৭৪০০৩.২৩.৬৩ উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অনুমোদনপত্রের একদম নিচে (১৯৩৫) লেখা দেখতে পাওয়া যায়।
প্রাপ্ত তথ্যের সূত্র ধরে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিগুলো পর্যালোচনা করে দেখা যায়, গত ৮ মার্চ কোনো বিজ্ঞপ্তি বা অনুমোদনপত্র প্রকাশিত হয়নি। পরবর্তীতে আলোচিত অনুমোদনপত্রের রেজিস্টার্ড নং এবং বিজ্ঞপ্তি নম্বরের সূত্র ধরে অনুসন্ধান করে সাম্প্রতিক সময়ে ‘রেজিস্টার্ড নং- ডিএ ২’ লেখা কোনো বিজ্ঞপ্তি খুজে পাওয়া যায়নি। এছাড়াও ০৫ নম্বরটি দিয়ে শুরু হওয়া কোনো বিজ্ঞপ্তির সন্ধান পাওয়া যায়নি।
পরবর্তীতে অধিকতর অনুসন্ধানের মাধ্যমে গত ৫ মার্চ প্রকাশিত একটি প্রজ্ঞাপন খুঁজে পাওয়া যায়। যার একদম নিচে আলোচিত অনুমোদনপত্রটির মত ব্র্যাকেটে (১৯৩৫) লেখাগুলো দেখতে পাওয়া যায়। এছাড়াও মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিগুলোর তারিখ উল্লেখের স্থানের ডিজাইনের সাথে আলোচিত অনুমোদনপত্রের ওই স্থানের ডিজাইনের পার্থক্য লক্ষ্য করা যায়। যা থেকে এটি স্পষ্ট যে উক্ত বিজ্ঞপ্তিটি সম্পাদনার মাধ্যমে আলোচিত অনুমোদনপত্রটি তৈরি করা হয়েছে।

এছাড়াও কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবিরে পক্ষে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম-এর ফেসবুক প্রোফাইলে এ সংক্রান্ত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। পোস্টটির মাধ্যমে তিনি জানান, নতুন ৮ উপদেষ্টা নিয়োগ সংক্রান্ত আলোচিত অনুমোদনপত্রটি ভুয়া।
এছাড়াও আলোচিত অনুমোদনপত্রটিকে ভুয়া দাবি করে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেও তাদের ফেসবুক পেজে করা একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।
সুতরাং, অন্তর্বর্তীকালীন সরকারে নতুন আরও ৮ উপদেষ্টা নিয়োগের দাবিতে ইন্টারনেটে প্রচারিত অনুমোদনপত্রটি এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- Primary Teachers’ Unity � প্রাথমিক শিক্ষক মৈত্রী। Facebook Group Post
- Cabinet Website: https://cabinet.gov.bd/sites/default/files/files/cabinet.portal.gov.bd/notices/422843b1_5a62_4f9a_baec_9b9765b54732/57032_43376.pdf
- Shafiqul Alam Facebook Post
- CA Press Wing Facts Facebook Post
- Rumor Scanner’s Analysis