সম্প্রতি ‘ভোজ্যতেলের লিটারে দাম কমলো ৫৩ টাকা ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।’ শীর্ষক দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
ভোজ্য তেলের দাম লিটার প্রতি ৫৩ টাকা কমার তথ্যটি খুচরা বাজারের ক্ষেত্রে সত্য নয় বরং এটি দেশের অন্যতম বৃহৎ পাইকারী বাজার চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জ পাইকারি মার্কেটের তথ্য। সরকারের সর্বশেষ নির্দেশনা অনুসারে খুচরা বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমিয়ে ১৮৫ টাকা করা হয়েছে।
রিভার্স ইমেজ অনুসন্ধানের মাধ্যমে দেশীয় মূলধারার গণমাধ্যম ডেইলি স্টারের অনলাইন সংস্করণে গত ১৭ জুলাই ‘লিটারে সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমে ১৮৫‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
এছাড়াও সয়াবিন তেলের দরপতন নিয়ে মূলধারার সংবাদমাধ্যম প্রথমআলো, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড ও বিডিনিউজ২৪ এর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে একই তথ্য খুঁজে পাওয়া যায়।
বিভ্রান্তির সূত্রপাত
আলোচিত তথ্যটির সূত্রপাত অনুসন্ধান করতে গিয়ে জাতীয় বার্তা সংস্থা ‘বাংলাদেশ সংবাদ সংস্থা’ (বাসস) এর ওয়েবসাইটে গত ১৯ জুলাই ‘চাক্তাই-খাতুনগঞ্জে ভোজ্যতেলের দাম কমেছে লিটারে ৫৩ টাকা’ শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদ খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদনে ব্যবসায়ীদের বরাত দিয়ে বাসস জানিয়েছে, ‘দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে তেলের দাম লিটারপ্রতি ৫৩ টাকা কমে গেছে। বিশ্ব বাজারে ভোজ্যতেলের দরপতনের জেরে গত ১৫-২০ দিনে মণে প্রায় ২ হাজার টাকা হ্রাস পেয়েছে পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জে।’
বাসস কর্তৃক উক্ত প্রতিবেদনটি প্রচার পরবর্তী সময়ে খবরটির বিস্তারিত তথ্য না জেনে ‘ভোজ্যতেলের লিটারে দাম কমলো ৫৩ টাকা’ শীর্ষক আংশিক তথ্যটি প্রচার হওয়ার ফলে উক্ত তথ্যটি খুচরা বাজারের তথ্য ভেবে ফেসবুক ব্যবহারকারীদের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, গত ১৭ জুলাই সচিবালয়ে মিলারদের বানিজ্য মন্ত্রণালয়ের বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ গণমাধ্যমকে জানান, ‘১৮ জুলাই হতে প্রতি লিটার সয়াবিনের দাম ১৪ টাকা এবং পাম অয়েলের দাম ৬ টাকা কমিয়ে, নতুন দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।”
সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ‘প্রতিলিটার বোতলজাত সয়াবিনের দাম ১৯৯ টাকা থেকে কমে ১৮৫ টাকা, ৫ লিটার বোতলজাত সয়াবিনের দাম ৯৮০ টাকা থেকে কমে ৯১০ টাকা এবং প্রতি লিটার বোতলজাত পাম অয়েলের দাম ৬ টাকা কমে ১৫২ টাকা হবে।’
প্রসঙ্গত, গত ১৭ জুলাই প্রচারিত দৈনিক প্রথমআলো‘র তথ্য অনুযায়ী, ‘যুক্তরাষ্ট্রের কমোডিটি এক্সচেঞ্জ শিকাগো বোর্ড অব ট্রেডে মে মাসের প্রথম সপ্তাহে পরিশোধিত সয়াবিন তেলের দর উঠেছিল টনপ্রতি ১ হাজার ৯৫০ ডলার। সে সময় প্রতি ডলার ৮৬ টাকা হিসাবে লিটারপ্রতি দর দাঁড়ায় ১৫৩ টাকা। গত বৃহস্পতিবার এই দর নেমে আসে টনপ্রতি ১ হাজার ৩১৮ ডলারে। তবে দেশে ডলারের দাম ৮৫ টাকা থেকে বেড়ে ১০০ টাকা ছাড়িয়ে যাওয়ায় তেলের দাম কমার পুরো সুফল পাওয়া যাচ্ছে না।’
অর্থাৎ, বিশ্ব বাজারে ভোজ্যতেলের মূল্যের দরপতনের সঙ্গে মিল রেখে দেশের বৃহৎ পাইকারী বাজার চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জ মার্কেটে ভোজ্যতেলের মূল্যের দরপতন হয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জ পাইকারী মার্কেটে ভোজ্যতেলের ব্যাপক দরপতন হলেও সে অনুযায়ী খুচরা বাজারে তেমন কোনো প্রভাব পড়েনি।
মূলত, গত ১৯ জুলাই বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ওয়েবসাইটে ‘চাক্তাই-খাতুনগঞ্জে ভোজ্যতেলের দাম কমেছে লিটারে ৫৩ টাকা’ শীর্ষক শিরোনামে সংবাদ প্রচার হওয়ার পর থেকেই উক্ত প্রতিবেদনের বিস্তারিত তথ্য না জেনে ‘ভোজ্যতেলের দাম কমেছে লিটারে ৫৩ টাকা’ শীর্ষক দাবিতে একটি তথ্য ফেসবুকে প্রচার করা হচ্ছে।
সুতরাং, ‘ভোজ্যতেলের দাম কমেছে লিটারে ৫৩ টাকা’ শীর্ষক দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
ডেইলি স্টার- লিটারে সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমে ১৮৫
প্রথমআলো- সয়াবিনের দাম কমছে লিটারে ১৪ টাকা
টিবিএস- সয়াবিন ও পাম তেলের দাম কমলো
বিডিনিউজ২৪- সয়াবিন তেলের দাম লিটারে কমছে ১৪ টাকা
বাসস- চাক্তাই-খাতুনগঞ্জে ভোজ্যতেলের দাম কমেছে লিটারে ৫৩ টাকা