ছবিটি ঢাবিতে ৮১তম হওয়া অনুপ দাশের বইয়ের নয়

সম্প্রতি “ঢাবিতে ৮১ তম অনুপ দাশের বাংলা বই” শীর্ষক শিরোনামে একটি বইয়ের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ঢাবিতে ৮১তম হওয়া অনুপ দাশের বইয়ের ছবি শীর্ষক দাবিটি সঠিক নয় বরং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইউনিট ভিত্তিক মেধাতালিকায় ১০৩৬তম হওয়া মাহিব খানের বইয়ের ছবি এটি।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধান করে আলোচিত ছবিটির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। পরবর্তীতে কিওয়ার্ড সার্চ পদ্ধতিতে অনুসন্ধান করে অনুপ দাশ নামে ঢাবিতে পড়ুয়া কোনো শিক্ষার্থীর বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

অনুসন্ধান এগিয়েছে যেভাবে

অনুসন্ধানে ‘খন্দকার’স Gk’ নামক ফেসবুক পেজের এ সংক্রান্ত একটি পোস্টে (আর্কাইভ) Sazzad Hossain Sakib নামক এক ব্যক্তির কমেন্ট দৃষ্টিগোচর হয় রিউমর স্ক্যানার টিমের। 

জনাব সাজ্জাদ ‘মাহিব খান’ নামক এক ব্যক্তিকে মেনশন করে পোস্টে মাহিবকে অনুপ দাশ হিসেবে পোস্টে উল্লেখ করার বিষয়টি কমেন্টে উল্লেখ করেন বলে প্রতীয়মান হয়।

মাহিব কমেন্টে লিখেছেন, আলোচিত ছবিটি সাজ্জাদ হোসেন সাকিব প্রথম ফেসবুকে আপলোড করেন।

পরবর্তীতে সাজ্জাদ হোসেন সাকিবের অ্যাকাউন্টে গত ২৪ ডিসেম্বর প্রকাশিত আলোচিত ছবিটি (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।  

সাজ্জাদ ছবির ক্যাপশনে লিখেছেন, “একজন সফল পাব্লিকিয়ানের বাংলা বই।”

এ বিষয়ে জানতে মাহিব খানের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। 

তিনি রিউমর স্ক্যানারকে জানান, “এটা আমার বইয়ের ছবি। গতকাল (২৪ ডিসেম্বর) এক বন্ধু তার টাইমলাইনে আপলোড দেয়ার পর বেনামে ভাইরাল।” 

মাহিবের সাথে কথা বলে জানা যায়, তিনি চলতি বছর (২০২২) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় বি১ ইউনিটে মেধাতালিকায় ১০৩৬তম হয়েছেন। বর্তমানে পড়াশোনা করছেন ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগে। তার আসল নাম মোঃ মোস্তাফিজ। 

এ বিষয়ে নিশ্চিত হতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বি১ ইউনিটের মেধাতালিকা খুঁজে বের করেছে রিউমর স্ক্যানার টিম। 

উক্ত মেধাতালিকা পর্যবেক্ষণ করে মাহিবের দেওয়া তথ্যের সত্যতা পাওয়া যায়। 

পরবর্তীতে মাহিবের কাছে উক্ত বইয়ের আলোচিত পৃষ্ঠাটির ছবি চাইলে তিনি রিউমর স্ক্যানারকে নিম্নের ছবিটি তৎক্ষণাৎ তুলে প্রেরণ করেন।

এই ছবিটির মেটাডাটা বিশ্লেষণ করে দেখা যায়, ছবিটি রিউমর স্ক্যানার টিমের সাথে আলাপকালে ২৫ ডিসেম্বর রাত ১০ টা ৫১ মিনিটে তোলা হয়েছে। রিউমর স্ক্যানার টিমের কাছে মাহিব ছবিটি পাঠান এর এক মিনিট পর অর্থাৎ ১০ টা ৫২ মিনিটে। 

অর্থাৎ, আলোচিত ছবিটি মাহিব খানের বইয়ের। 

মূলত, গত ২৪ ডিসেম্বর সাজ্জাদ হোসেন সাকিব নামে এক ব্যক্তি তার ফেসবুক অ্যাকাউন্টে মাহিব খান নামে তার এক বন্ধুর বইয়ের ছবি প্রকাশ করেন। এই ছবিটি ব্যবহার করে সম্প্রতি এটিকে “ঢাবিতে ৮১তম অনুপ দাশের বইয়ের বইয়ের ছবি” দাবি করে প্রচার করা হচ্ছে। তবে অনুসন্ধানে জানা যায়, মাহিব খান চলতি বছর (২০২২) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় বি১ ইউনিটে মেধাতালিকায় ১০৩৬তম হয়েছেন। বর্তমানে পড়াশোনা করছেন ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগে। অর্থাৎ, আলোচিত ছবিটির বিষয়ে ভুল তথ্য উল্লেখ করে প্রচার করা হচ্ছে।  

সুতরাং, চবিতে ১০৩৬তম হওয়া মাহিব খানের বইয়ের ছবিকে ঢাবিতে ৮১তম হওয়া অনুপ দাশের বইয়ের ছবি দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • Statement from Mahib Khan 
  • Metadata Analysis 
  • Sazzad Hossain Khan: Post
  • CU: Merit List

আরও পড়ুন

spot_img