সম্প্রতি, রাজনৈতিক বিশ্লেষক ড. জাহেদ উর রহমান ও বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার একটি কথিত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে তাদের দুজনকে জড়িয়ে ধরে থাকতে দেখা গেছে।

ফেসবুকে প্রচারিত উক্ত ছবি সম্বলিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ড. জাহেদ উর রহমান ও রুমিন ফারহানার ভাইরাল ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, তাদের আলাদাভাবে তোলা দুটি ছবি সংগ্রহ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে এই ছবি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে প্রাথমিক অনুসন্ধানে কোনো বিশ্বস্ত সূত্রে এই ছবির অস্তিত্ব মেলেনি। তবে, Wikimedia Commons এর ওয়েবসাইটে প্রকাশিত রুমিন ফারহানার একটি ছবি এবং জাতীয় দৈনিক কালের কণ্ঠের একটি প্রতিবেদনে ব্যবহৃত ড. জাহেদ উর রহমানের পৃথক আরেকটি ছবির সঙ্গে আলোচিত ছবির পোশাকের সাদৃশ্য লক্ষ্য করা গেছে।

আলোচিত ছবিটি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করলে, এর নিচের ডান কোণে গুগলের জেমিনি এআইয়ের জলছাপও লক্ষ্য করা যায়।

এ বিষয়ে অনুসন্ধানে জানা গেছে, গত ২৬ আগস্ট গুগল ডিপমাইন্ড ‘ন্যানো বানানা’ নামে একটি উন্নত ইমেজ এডিটিং মডেল উন্মোচন করেছে, যা বর্তমানে গুগলের এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনির মাধ্যমে ব্যবহার করা যায়। এই মডেল ব্যবহারকারীদের উন্নত ও সৃজনশীলভাবে ছবি সম্পাদনার সুযোগ প্রদান করে। এর একটি বিশেষ ফিচার হলো ‘ব্লেন্ড ফটোস টুগেদার’, যার মাধ্যমে পৃথকভাবে তোলা একাধিক ছবি একত্রিত করে নতুন একটি দৃশ্য তৈরি করা সম্ভব।
অর্থাৎ, ড. জাহেদ উর রহমান ও রুমিন ফারহানার পৃথক ছবি এআই প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, রুমিন ফারহানা ও ড. জাহেদ উর রহমানের সম্পর্ক নিয়ে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন সম্প্রতি একটি ভিডিও প্রচার করেন। যেখানে তিনি দাবি করেন, রুমিন ফারহানা এবং ড. জাহেদ উর রহমানের অবৈধ সম্পর্ক রয়েছে। যার বিচার চেয়ে ড. জাহেদ উর রহমানের স্ত্রী আনা নাসরিন একজন সাংবাদিকের সাথেও যোগাযোগ করেছেন বলে ভিডিওটিতে দাবি করেন ইলিয়াস। তবে ওই ভিডিওটি আনা নাসরিন তার ফেসবুক প্রোফাইলে শেয়ার করে জানান, রুমিন ফারহানা তার পারিবারিক জীবনে আঘাত হানলেও তিনি এজন্যে বিচার চেয়ে কোনো সাংবাদিকের সাথে যোগাযোগ করেননি। এছাড়াও রুমিন ফারহানা ও তার স্বামীর সম্পর্কের ইঙ্গিত দিয়েও তাকে পোস্ট করতে দেখা যায়।
সুতরাং, ড. জাহেদ উর রহমান ও রুমিন ফারহানার জড়িয়ে ধরার ছবিটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Wikimedia Commons Website: File:Rumeen Farhana.jpg – Wikimedia Commons
- Kaler Kantho Website: মৃত্যুদণ্ডও নুরুল হুদার জন্য ছোট শাস্তি : ডা. জাহেদ উর রহমান
- Google: Image editing in Gemini just got a major upgrade