সুদের ব্যবসা বিশ্বকে বদলে দিতে পারে বলে মন্তব্য করেননি ড. ইউনূস, দুই গণমাধ্যমের সম্পাদিত ফটোকার্ড প্রচার 

সম্প্রতি, সমকাল ও চ্যানেল আইয়ের ডিজাইন সম্বলিত দুটি পৃথক ফটোকার্ড প্রচার করে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “সুদের ব্যবসা পুরো বিশ্বকে বদলে দিতে পারে।”

সমকালের ফটোকার্ড দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে

চ্যানেল আইয়ের ফটোকার্ড দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ড. মুহাম্মদ ইউনূস আলোচিত মন্তব্যটি করেননি এবং সমকাল বা চ্যানেল আই উক্ত শিরোনামে কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ড. ইউনূসের ভিন্ন মন্তব্য সংবলিত গণমাধ্যম দুটির ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে আলোচিত ফটোকার্ড তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে সমকালের ডিজাইন সম্বলিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে সমকালের লোগো এবং প্রকাশের তারিখ ২৭ জুন ২০২৫ উল্লেখ রয়েছে।

তবে গণমাধ্যমটির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে এমন কোনো ফটোকার্ড বা সংবাদের অস্তিত্ব মেলেনি। পাশাপাশি কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম থেকেও এ ধরনের মন্তব্যের তথ্য পাওয়া যায়নি।

তবে, ওই দিন সমকালের ফেসবুক পেজে “সামাজিক ব্যবসা পুরো বিশ্বকে বদলে দিতে পারে: প্রধান উপদেষ্টা” শীর্ষক একটি ফটোকার্ড পাওয়া যায়। এই ফটোকার্ডের ডিজাইন ও ছবি আলোচিত ফটোকার্ডের সঙ্গে হুবহু মিলে যায়। সম্পাদনার মাধ্যমে মূল ফটোকার্ডের শিরোনামে থাকা ‘সামাজিক’ শব্দটির পরিবর্তে ‘সুদের’ শব্দ প্রতিস্থাপন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

Comparison: Rumor Scanner. 

একইভাবে, গত ২৭ জুন চ্যানেল আইয়ের ফেসবুক পেজে প্রকাশিত “সামাজিক ব্যবসা পুরো বিশ্বকে বদলে দিতে পারে: প্রধান উপদেষ্টা” শীর্ষক ফটোকার্ডটি ডিজিটালভাবে সম্পাদনা করে প্রধান উপদেষ্টার নামে একই মন্তব্য প্রচার করা হয়েছে।

Comparison: Rumor Scanner. 

উভয় গণমাধ্যমের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ২৭ জুন সাভারের জিরাবো সামাজিক কনভেনশন সেন্টারে ‘সোশ্যাল বিজনেস ডে’-এর উদ্বোধনী অনুষ্ঠানে ড. ইউনূস বলেন, সামাজিক ব্যবসা (সোশ্যাল বিজনেস) শুধু বাংলাদেশ নয়, বরং পুরো বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে।

সুতরাং, ড. ইউনুস “সুদের ব্যবসা পুরো বিশ্বকে বদলে দিতে পারে: প্রধান উপদেষ্টা” শীর্ষক মন্তব্য করেছেন বলে দাবি করে সমকাল ও চ্যানেল আইয়ের নামে প্রচারিত ফটোকার্ডগুলো সম্পাদিত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img