ড. নাজমুল আহসান কলিমউল্লাহ’র নিখোঁজ হওয়ার দাবিটি গুজব

সম্প্রতি, “ব্রেকিং নিউজ, ড. কালিমুল্লাহ নিখোঁজ হয়েছে” শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ নিখোঁজ হওয়ার তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য জনাব প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ এর সাথে রিউমর স্ক্যানার টিমের পক্ষ থেকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টিকে গুজব বলে নিশ্চিত করেন। পরবর্তীতে, হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে তিনি রিউমর স্ক্যানার টিমের এক প্রতিনিধিকে জানান, “তিনি দীর্ঘদিন ধরে মানবধিকার নিয়ে কাজ করছেন, তিনি যে ধরণের বিষয়গুলো নিয়ে কাজ করছেন এবং যে বিষয়গুলো নিয়ে কথা বলছেন সে বিষয়গুলোর কারণে অনেকে এমন কনসার্ন ব্যক্ত করে থাকতে পারেন। তবে সবার জ্ঞাতার্থে তিনি জানান, তিনি নিখোঁজ নন।

Screenshot from Rumor Scanner’s Video Call with Dr. Kalimullah

তাছাড়া, কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, ‘Table talk with hasina akhter’ নামের একটি ইউটিউব চ্যানেলে ‘নিখোঁজ নন ড. কালিমুল্লাহ | লাইভে আছে নাজমুল আহসান কলিমুল্লাহ | Nazmul Ahosan Kolimullah’ শীর্ষক শিরোনামে আজ ৮ ফেব্রুয়ারি দুপুর ২টা ১৮ মিনিটে অনুষ্ঠিত একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়।

পাশাপাশি, Table Talk UK নামের একটি ফেসবুক পেজেও একই সময়ে একই লাইভ ভিডিওটি সম্প্রচারিত হয়।

উক্ত লাইভে প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ সরাসরি উপস্থিত থেকে ফেসবুকে ছড়িয়ে পড়া নিখোঁজ হওয়ার তথ্যের বিষয়ে কথা বলেছেন এবং তার নিখোঁজ হওয়ার বিষয়টিকে সত্য নয় বলে নিশ্চিত করেছেন।

গুজবের সূত্রপাত

অনুসন্ধানে দেখা যায়, গত ৭ ফেব্রুয়ারি রাতে ‘Shahid Islam‘ নামের একটি ফেসবুক আইডি থেকে “BREAKING NEWS—Dr. Kalimullah missing, say sources.” শীর্ষক শিরোনামে তথ্যটি সর্বপ্রথম প্রকাশ করা হয়। পরবর্তীতে জনাব শহীদকে সূত্র উল্লেখ করেই তথ্যটি ফেসবুকে প্রচার হতে থাকে।

কলিমউল্লাহ

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন টক-শো’তে বিভিন্ন চমকপ্রদ গুরুত্বপূর্ণ তথ্য দেয়া এবং মন্তব্য প্রদানের মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ) এর চেয়ারম্যান প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।

আরো পড়ুনঃ প্রতিমন্ত্রী পলকের যুক্তরাষ্ট্র প্রবেশে বাঁধা ও পুরোনো ছবি প্রচারের দাবিটি মিথ্যা

সুতরাং, ড. নাজমুল আহসান কলিমউল্লাহ নিখোঁজ দাবি করে সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং গুজব।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ব্রেকিং নিউজ, ড. কালিমুল্লাহ নিখোঁজ হয়েছে
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. Dr. Kalimullah Statement
  2. Table talk with Hasina Akhter YouTube Interview: https://youtu.be/BQcthZDQEIs

আরও পড়ুন

spot_img