জুলাই সনদে কথিত হিট দলের স্বাক্ষর দাবিতে সম্পাদিত ছবি প্রচার 

দীর্ঘ এক বছরের আলোচনার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের যেসব উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে, সেগুলো বাস্তবায়নের অঙ্গীকার সম্বলিত জুলাই সনদ গত ১৭ অক্টোবর স্বাক্ষরিত হয়েছে। ঐকমত্য কমিশনের সংলাপে অংশ নেওয়া ২৪টি রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরাও এই রাজনৈতিক সমঝোতার দলিলে স্বাক্ষর করেছেন। তবে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি এনসিপি ও চার বাম দল। এরই প্রেক্ষিতে গত ১৭ অক্টোবর অন্তত দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নথি/কাগজের ছবি প্রচার করে দাবি করা হয়েছে, জুলাই জাতীয় সনদে ‘বাংলাদেশ হিট দল’ স্বাক্ষর করছে। উল্লেখ্য, প্রচারিত ছবিটিতে ‘জুলাই জাতীয় সনদ | স্বাক্ষর অনুষ্ঠান ২০২৫’ লেখা এক নথি/কাগজে ‘মোহাম্মদ মামুনুর রশিদ খান | সভাপতি | বাংলাদেশ হিট দল | মাজাররোড, মিরপুর’ লেখা দেখতে পাওয়া যায়। 

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও আলোচিত ছবিটি ‘হিট খবর’ ক্যাপশনে পোস্ট করা হয়েছে।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জুলাই জাতীয় সনদে ‘বাংলাদেশ হিট দল’ স্বাক্ষর করছে দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ) অংশ নিচ্ছে দাবিতে দলটির প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাতের ফেসবুক অ্যাকাউন্টে রাফে সালমানের নাম সম্বলিত ভিন্ন এক ছবিকে সার্কাজমের উদ্দেশ্যে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে যা পরে আসল দাবিতে ছড়িয়ে পড়ে। এছাড়া, বাংলাদেশ হিট দল নামে জুলাই জাতীয় সনদ ২০২৫ প্রণয়নে অংশগ্রহণকারী কোনো রাজনৈতিক দল নেই। 

এ বিষয়ে অনুসন্ধানে ‘Khan Vai’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ১৭ অক্টোবর সকালে আলোচিত ছবিটি সম্বলিত প্রথম পোস্টটি পাওয়া যায়। 

Comparison : Rumor Scanner

উক্ত ‘Khan Vai’ ফেসবুক অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করলে গত ১৭ অক্টোবরে রাতে ছবিটির বিষয়ে একটি পোস্ট পাওয়া যায়। পোস্টটিতে তিনি বলেন, তিনি আপ বাংলাদেশের নেতা রাফে সালমান রিফাতের ফেসবুক পোস্টের ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানে দাওয়াতের ছবি সম্পাদনা করে সার্কাজমের উদ্দেশ্যে আলোচিত ছবিটি তৈরি করেছিলেন।

তার ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণে ‘বাংলাদেশ হিট দল’ নামে একটি ফেসবুক পেজেরও সন্ধান পাওয়া যায়। পেজটির বায়োতে বলা হয়, ‘বাংলাদেশ হিট দল (বাহিদ/BHD) ন্যায়, স্বচ্ছ ও গণতান্ত্রিক মূল্যবোধের আলোকে গঠিত একটি বিকল্প রাজনৈতিক প্লাটফর্ম। ঐক্য, সমতা ও সমৃদ্ধির মূলনীতিতে আমরা যুক্তিনির্ভর চিন্তাধারা, তরুণ নেতৃত্ব এবং গঠন মূলক রাজনীতির মাধ্যমে প্রগতিশীল বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ’।

পরবর্তী অনুসন্ধানে ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ) প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাতের ফেসবুক অ্যাকাউন্টে ‘সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আপ বাংলাদেশ অংশ নিচ্ছে’ ক্যাপশনে গত ১৭ অক্টোবরে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। পোস্টটিতে একটি ছবিরও সংযুক্তি পাওয়া যায়। ছবিটিতে ‘জুলাই জাতীয় সনদ | স্বাক্ষর অনুষ্ঠান ২০২৫’ লেখা সম্বলিত একটি নথি/কাগজ দেখা যায়। এছাড়াও, উক্ত লেখার নিচে ছবিতে ‘২২৭৬ | রাফে সালমান রিফাত, প্রধান সমন্বয়কারী, আপ বাংলাদেশ’ লেখাও দেখতে পাওয়া যায়। ছবিটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির তুলনা করলে রাফে সালমানের পরিচয় সম্বলিত লেখা ব্যতীত বাকী সবকিছুর মিল পাওয়া যায়। এছাড়াও, আলোচিত দাবিতে প্রচারিত ছবিতে ‘বাংলাদেশ হিট দল’ এর বিষয়ে লেখাতে কাগজ ও লেখার কোণের মধ্যে অসামঞ্জস্যতা দেখা যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ছবিটি মূলত রাফে সালমানের উক্ত ছবিটি নিয়ে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে তৈরি করা হয়েছে।

Comparison : Rumor Scanner

পরবর্তীতে এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে জাতীয় দৈনিক প্রথম আলো’র ওয়েবসাইটে জুলাই জাতীয় সনদের বিষয়ে গত ১৬ অক্টোবরে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে জুলাই জাতীয় সনদ ২০২৫ প্রণয়নে অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও জোটসমূহের তালিকাও পাওয়া যায়। তবে তাতে ‘বাংলাদেশ হিট দল’ নামে কোনো দলের উল্লেখ পাওয়া যায়নি। এছাড়াও, প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে গত ১৭ অক্টোবরে জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে আয়োজিত জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানে ২৫টি রাজনৈতিক দলের উপস্থিত প্রতিনিধিদের একটি তালিকা পাওয়া যায়। তবে তাতেও ‘বাংলাদেশ হিট দল’ নামে কোনো দলের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি, মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরে ‘বাংলাদেশ হিট দল’ নামে কোনো দলের উপস্থিতি বা সংশ্লিষ্টতার বিষয়ে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, জুলাই জাতীয় সনদে ‘বাংলাদেশ হিট দল’ স্বাক্ষর করছে দাবিতে প্রচারিত ছবিটি সম্পাদিত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img