বিমানে যাত্রীদের সাথে শেখ হাসিনার দেখা করার পুরোনো ভিডিও সাম্প্রতিক দাবিতে প্রচার

একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দাবি করা হয়েছে, এটি সম্প্রতি বিমানবন্দরে বিমানে যাত্রীদের সাথে শেখ হাসিনার দেখা করার ভিডিও।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিমানে যাত্রীদের সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখা করার প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং, প্রায় ২ বছর আগে তিন দিনের সরকারি সফর শেষে ২০২৩ সালের ১৬ জুনে সুইজারল্যান্ডের জেনেভা থেকে ঢাকায় ফেরার পথে যাত্রীদের সাথে শেখ হাসিনার দেখা করার ভিডিও আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম ‘এখন টিভি’র ইউটিউব চ্যানেলে ‘বিমানে সাধারণ যাত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়’ শিরোনামে ২০২৩ সালের ১৭ জুনে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত দৃশ্যের তুলনা করলে মিল পাওয়া যায়। 

Comparison : Rumor Scanner

এছাড়াও, অনলাইন সংবাদমাধ্যম ‘জাগোনিউজ২৪’ এর ইউটিউব চ্যানেলেও আলোচিত ঘটনার ভিডিওটি ২০২৩ সালের ১৭ জুনে প্রচার হতে দেখা যায়।

এরই সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে মূলধারার গণমাধ্যম ‘সময় টিভি’র ওয়েবসাইটে ২০২৩ সালের ১৭ জুনে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়,

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সরকারি সফর শেষে সুইজারল্যান্ডের জেনেভা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ২০২৩ সালের ১৭ জুনে ঢাকায় ফেরেন। এসময় বিমানের ভেতরে তিনি সহযাত্রীদের সঙ্গে ঘুরে ঘুরে দেখা করেন, কুশল বিনিময় করেন, তাদের খোঁজ খবর নেন, নারী যাত্রীদের সঙ্গে হাত মেলান এবং শিশুদের প্রতি বিশেষ স্নেহ দেখান।

এছাড়াও, এ বিষয়ে সেসময় আরো একাধিক গণমাধ্যমেও সংবাদ প্রকাশ হতে দেখা যায়।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং ২০২৩ সালের।

সুতরাং, ২০২৩ সালে সুইজারল্যান্ড থেকে ঢাকায় ফেরার পথে যাত্রীদের সাথে শেখ হাসিনার দেখা করার ভিডিও সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img