শায়েখে চরমোনাই ফয়জুল করিম গ্রেফতারের ভুয়া দাবি প্রচার 

সম্প্রতি, শায়েখে চরমোনাই ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের মাজারে ৮০০ কোটি টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী এবং তাকে গ্রেফতার করা হয়েছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ৩৭ হাজার বার দেখা হয়েছে। 

ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। ইউটিউবে ভিডিওটি দেখা হয়েছে প্রায় ১ লক্ষ ৪৩ হাজার বার। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের মাজারে ৮০০ কোটি টাকা উদ্ধারের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়নি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও যুক্ত করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

ভিডিও যাচাই ১

এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম একাত্তর টিভির ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি “নারিন্দায় টাকার গুদাম” শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

Comparison: Rumor Scanner

এ বিষয়ে আরো অনুসন্ধান করে বিডিনিউজ২৪ ডট কমের ওয়েবসাইটে ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার গেণ্ডারিয়া আওয়ামী লীগের সাবেক নেতা এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়ার পুরান ঢাকার লালমোহন সাহা স্ট্রিটের ১১৯/১ হোল্ডিংয়ে মমতাজ ভিলায় অভিযান চালিয়ে পাঁচটি সিন্দুক থেকে ২৬ কোটি টাকা উদ্ধার করেছে র‌্যাব। 

অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।

ভিডিও যাচাই ২

এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম সময় টিভির ইউটিউব চ্যানেলে গত ২৪ এপ্রিল ‘ফয়জুল করীমকে বরিশালের মেয়র ঘোষণার দাবিতে আদালতের সামনে জনসমুদ্র’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

Comparison: Rumor Scanner

এ বিষয়ে আরো অনুসন্ধান করে অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে গত ২০ এপ্রিল প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, বরিশাল সিটি করপোরেশনের পঞ্চম পরিষদের নির্বাচনের ফলাফল বাতিল করে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে জেলা ও দায়রা জজ আদালতের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম ইসলামী ‍আন্দোলন বাংলাদেশের নায়েবে ‍আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের ভাই।

অর্থাৎ, এই ভিডিওটির সাথে ফয়জুল করিম গ্রেফতারের দাবির সম্পর্ক নেই।

ভিডিও যাচাই ৩

এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম নিউজ২৪ এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২৭ অক্টোবর ‘মোহাম্মদপুরে প্রতি হাউজিংয়ে অস্থায়ী সেনা ক্যাম্প’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

Comparison: Rumor Scanner

এ বিষয়ে আরো অনুসন্ধান করে বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে ২০২৪ সালের ২৭ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, রাজধানীর মোহাম্মদপুরে সন্ত্রাস, চাঁদাবাজি বেড়ে যাওয়ায় অপরাধ নিয়ন্ত্রণে প্রতিটি হাউজিংয়ে অস্থায়ী সেনাবাহিনীর ক্যাম্প বসানো সংক্রান্ত সংবাদ সম্মেলনের ঘটনা এটি।

অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।  

ভিডিও যাচাই ৪

এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম দেশ টিভির ইউটিউব চ্যানেলে গত ২৬ ফেব্রুয়ারি ‘রাতভর যৌথবাহিনীর অভিযান, হঠাৎ হাজির আসিফ মাহমুদ’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে ।

Comparison: Rumor Scanner

ভিডিওটি বিশ্লেষণ করে জানা যায়, এটি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার রাতভর চলমান যৌথবাহিনীর অভিযান পরিদর্শনে আসার ঘটনার ভিডিও।

অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।

ভিডিও যাচাই ৫

এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম দেশ টিভির ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৪ নভেম্বর ‘আর্মির অভিযানে সাবেক অতিরিক্ত সচিবের বাসায় মিললো টাকার খনি’ শিরোনামে প্রচারিত ভিন্ন ফ্রেমের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর সামনে থাকা টাকা ও সেনাসদস্যদের মিল রয়েছে ।

Comparison: Rumor Scanner

এ বিষয়ে আরো অনুসন্ধান করে দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে ২০২৪ সালের ৪ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, রাজধানীর উত্তরায় সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেন খানের বাসা থেকে ১ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা, বেশ কিছু বিদেশি মুদ্রা, ১১টি আইফোন ও ব্র্যান্ডের মূল্যবান ঘড়ি উদ্ধার করা হয়েছে। 

অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ের ফয়জুল করিমের মাজার থেকে ৮০০ কোটি টাকা উদ্ধার নয়।

ভিডিও যাচাই ৬

এ বিষয়ে অনুসন্ধানে জাতীয় দৈনিক কালের কণ্ঠের ইউটিউব চ্যানেলে গত ৫ জুন ‘জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে চার বস্তা টাকা জব্দ!’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে ।

Comparison: Rumor Scanner

এ বিষয়ে আরো অনুসন্ধান করে কালবেলার ওয়েবসাইটে গত ৫ জুন প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত ৪ জুন রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে অভিযান চালিয়ে চার বস্তা টাকা উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় সন্দেহভাজনকে একজন গ্রেপ্তার করা হয়েছে। 

অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।

ভিডিও যাচাই ৭

এ বিষয়ে অনুসন্ধানে মূল ধারার গণমাধ্যম ইনডিপেনডেন্ট টেলিভিশনের ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৪ নভেম্বর ‘টঙ্গীর কেরানিটেক বস্তিতে হঠাৎ যৌথবাহিনীর হানা, যা যা পাওয়া গেল!’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে ।

Comparison: Rumor Scanner

এ বিষয়ে আরো অনুসন্ধান করে কালবেলার ওয়েবসাইটে গত ৫ জুন প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গাজীপুরের টঙ্গীতে কেরানিটেক বস্তি এলাকায় মাদক ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ ৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ের ফয়জুল করিমের মাজার থেকে ৮০০ কোটি টাকা উদ্ধার দাবির সাথে সম্পর্কিত নয়।

ছবি যাচাই ১

এ বিষয়ে অনুসন্ধানে বিডিনিউজ২৪ ডট কমের ওয়েবসাইটে ২০২৪ সালের ৫ আগস্ট ‘শেখ হাসিনার পতন: বিভিন্ন স্থানে আগুন-ভাঙচুর’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল রয়েছে ।

Comparison: Rumor Scanner

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ছবিটি শরীয়তপুরে বিক্ষোভকারীরা বঙ্গবন্ধুর ম্যুরালে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়ার। এ ছাড়া শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর বাসভবন এবং পৌরসভার প্যানেল মেয়র বাচ্চু বেপারীর ক্লাব ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

অর্থাৎ, ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। 

ছবি যাচাই ২

এ বিষয়ে অনুসন্ধানে বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে গত ১৮ সেপ্টেম্বর ‘পিআরসহ বিভিন্ন দাবিতে রাজধানীতে জামায়াতসহ ৭ দলের বিক্ষোভ’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল রয়েছে ।

Comparison: Rumor Scanner

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন এবং পিআর পদ্ধতি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সাতটি রাজনৈতিক দল। কর্মসূচি থেকে তাদের দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা।

অর্থাৎ, ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। 

ছবি যাচাই ৩

এ বিষয়ে অনুসন্ধানে রাইজিং বিডি ডট কমের ওয়েবসাইটে ২০১৪ সালের ২৯ জানুয়ারি ‘১২৫০ বস্তা টাকার হিসাব কই’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল রয়েছে ।

Comparison: Rumor Scanner

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, সোনালী ব্যাংক কিশোরগঞ্জ শাখা থেকে দীর্ঘ ১০০ ফুট সুড়ঙ্গ করে অভিনব কায়দায় লুট করা টাকা উদ্ধার করেছে র‌্যাব। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে প্রধান অভিযুক্ত সোহেল ও তার সহযোগী ইদ্রিসকে। লুট হওয়া ১৬ কোটি ৪০ লাখ টাকার মধ্যে পাওয়া গেছে ১৬ কোটি ১৯ লাখ ৫৬ হাজার টাকা। পাঁচটি বস্তায় ভরা সেই টাকা বহনের জন্য সোহেল একটি ট্রাকও ভাড়া করেছিলেন।

অর্থাৎ, ছবিটি সাম্প্রতিক সময়ের ফয়জুল করিমের মাজার থেকে ৮০০ কোটি টাকা উদ্ধারের নয়। 

উল্লেখ্য, ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিশিয়াল পেজ থেকে সিনিয়র নায়েবে আমির ফয়জুল করিমের গ্রেফতারের বিষয়ে কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি। ফয়জুল করিমের মতো ব্যক্তি গ্রেফতার হলে উক্ত বিষয়ে দেশের গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো। কিন্তু মূলধারার গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্র এমন তথ্য খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, ফয়জুল করিমের কোনো মাজার থাকার তথ্যও খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, ফয়জুল করিমের মাজারে ৮০০ কোটি টাকা উদ্ধারের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে শীর্ষক দাবিটি মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img