নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির দ্বিতীয় স্বামী শাহাদাৎ হোসাইন গত ১৫ জানুয়ারি ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সম্প্রতি তনির তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে এসেছে। মো. সিদ্দিক নামে আরেক উদ্যোক্তাকে বিয়ে করেছেন তিনি। এরই প্রেক্ষিতে তনির দ্বিতীয় স্বামীর শেষ ভিডিও দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচার করা হচ্ছে। ভিডিওতে শাহাদাৎ হোসাইনের কণ্ঠে বলতে শোনা যায়, “আমি হয়ত একদিন থাকবো না। তখন আপনারা আমার স্ত্রীকে নিয়ে কিচ্ছু বলবেন না। কারণ মানুষের জীবনে বিয়ে অনেকবার হতে পারে। আমিও একাধিক বিয়ে করেছি। সেও করুক।”

উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তনির দ্বিতীয় স্বামীর শেষ ভিডিও দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয় বরং, ডিপফেক প্রযুক্তির ব্যবহারে ভুয়া ভিডিওটি প্রচার করে বিভ্রান্তির সৃষ্টি করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে রোবাইয়াত ফাতিমা তনিরর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট, পেজ এবং তার ব্যবসায়িক পেজগুলোতে (১, ২) এমন কোনো ভিডিওর অস্তিত্ব মেলেনি।
পরবর্তী অনুসন্ধানে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে ভিডিওটির উপাদানগুলোতে অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।
শাহাদাৎ হোসাইনের কথা বলার সময় তার এবং পাশে থাকা তনির মুখের মুভমেন্টসহ পারিপার্শ্বিক বিষয়গুলোয় অসামঞ্জস্যতা দেখা যায়।
তাছাড়া, অনুসন্ধানে তনির ফেসবুক প্রোফাইলে গত ১৬ মার্চ প্রকাশিত এক পোস্টের শাহাদাৎ হোসাইন ও তনির ছবির সাথে আলোচিত ভিডিওর সাদৃশ্য লক্ষ্য করা যায়।

ছবিটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ভিডিওটিতে এবং প্রাপ্ত ছবিতে তনি ও শাহাদাৎ হোসাইনকে একই পোশাকে, একই স্থানে এবং একই ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
অর্থাৎ, পুরোনো ছবি ব্যবহার করে ডিপফেক প্রযুক্তিতে ভুয়া এই ভিডিওটি তৈরি করা হয়েছে।
বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘AVSRDD (2025)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ।
সুতরাং, উদ্যোক্তা তনির দ্বিতীয় স্বামীর শেষ ভিডিও দাবিতে প্রচারিত ভিডিওটি ভুয়া।
তথ্যসূত্র
- Rubiat Fatima Tony: Facebook Post
- Rumor Scanner’s own analysis