সম্প্রতি হার্টের সমস্যাজনিত কারণে একটি বাংলাদেশি শিশু রাজশাহী সদর হাসপাতালে ভর্তি আছে দাবিতে আর্থিক সাহায্য চেয়ে বিকাশ ও নগদ নাম্বার যুক্ত করে একটি শিশুর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রাজশাহী সদর হাসপাতালে ভর্তি বাংলাদেশি শিশু দাবিতে প্রচারিত ছবিটি কোনো বাংলাদেশি শিশুর নয় বরং, যকৃতের রোগাক্রান্ত একজন ভারতীয় শিশুর ছবি ব্যবহার করে আর্থিক প্রতারণার উদ্দেশ্যে ভুয়া পোস্টের মাধ্যমে প্রচারণা চালানো হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ভারতের গণ-অর্থায়ন প্লাটফর্ম Impact Guru এর ফেসবুক পেজে গত ৩০ জুন প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে যুক্ত ছবিগুলোর সাথে আলোচিত দাবিতে প্রচারিত শিশুর ছবিগুলোর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।

পোস্টটির ক্যাপশন থেকে জানা যায়, ছবির শিশুটির নাম ইকরা খাতুন। সে জন্ডিসে আক্রান্ত হয়, এটি থেকে তার যকৃত অকেজো হয়ে যায়। কেবল জরুরী ভিত্তিতে যকৃত প্রতিস্থাপন তাকে সুস্থ করে তুলতে পারে। তার দরিদ্র বাবা-মায়ের পক্ষে এই ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছে না বলে Impact Guru প্লাটফর্মটির মাধ্যমে আর্থিক সাহায্য চেয়ে তহবিল সংগ্রহ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
পরবর্তীতে, Impact Guru এর ওয়েবসাইটে ৮ মাস বয়সী শিশু ইকরার চিকিৎসা জন্য পরিচালিত ডোনেশন ক্যাম্পেইন থেকেও একই ধরণের চিত্র ও তথ্য পাওয়া যায়।
অর্থাৎ, আলোচিত ছবিগুলো ভারতীয় শিশু ইকরা খাতুনের।
সুতরাং, বাংলাদেশের কথিত হৃদরোগ আক্রান্ত শিশুর চিকিৎসার জন্য অর্থ চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ প্রতারণামূলক এবং মিথ্যা।
তথ্যসূত্র
- Impact Guru – Facebook Post
- Impact Guru – Website