সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের প্রকাশিত এক (ওএইচসিএইচআর) তদন্ত প্রতিবেদনে বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-অগাস্টে বিক্ষোভে মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরা হয়েছে। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, এই প্রতিবেদন বাতিল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডোনাল্ড ট্রাম্প কর্তৃক বাংলাদেশ নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের প্রকাশিত প্রতিবেদন বাতিল ঘোষণার করার দাবিটি সঠিক নয় বরং, ডোনাল্ড ট্রাম্পের ভিন্ন একটি ভিডিওকে ভুয়া এই দাবিতে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ‘Sky News’ এর লোগো দেখা যায়। এর সূত্রে গণমাধ্যমটির ইউটিউব চ্যানেলে গত ০৫ ফেব্রুয়ারি “Trump signs executive order to withdraw US from UN Human Rights Council” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত ভিডিওর ডেসক্রিপশন ও শিরোনাম থেকে জানা যায়, ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন এবং গাজার জন্য জাতিসংঘের ত্রাণ সংস্থার জন্য তহবিল বন্ধ করা অব্যাহত রেখেছেন। সেই আদেশে স্বাক্ষর করার সময়কার দৃশ্য এটি।
এছাড়া, ভিডিওতে ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সম্পর্কে কোনো মন্তব্য করতেও শোনা যায়নি।
পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত দাবির পক্ষে কোনো তথ্যও পাওয়া যায়নি।
তাছাড়া, জাতিসংঘের এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে গত ১২ ফেব্রুয়ারি। অপরদিকে আলোচিত ভিডিওটি এরও এক সপ্তাহ পূর্বে থেকে অনলাইনে রয়েছে।
সুতরাং, বাংলাদেশ নিয়ে প্রকাশিত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের প্রতিবেদন বাতিল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।