জামাল ভূঁইয়া ও মেসিকে জড়িয়ে ডিবিসি নিউজের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, “জামাল ভূঁইয়াকে তার প্রাপ্যের চেয়ে বেশি টাকা দিলেন লিওনেল মেসি” শীর্ষক তথ্য বা শিরোনামে  বেসরকারি ইলেকট্রনিক গণমাধ্যম ডিবিসি নিউজ এর লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার।  

ফটোকার্ড পোস্টের ক্যাপশনে দাবি করা হচ্ছে, আর্জেন্টাইন ক্লাব ‘সোদে দে মায়া’তে খেলতে গিয়ে বেতন না পেয়ে খুবই হতাশ হয়েছিল জামাল ভূঁইয়া। এবার জামাল ভূঁইয়াকে তার প্রাপ্য বেতনের চেয়ে বেশি টাকা দান করলেন কিং মেসি। বেতনের সাথে বোনাস পেয়ে খুশিতে আত্মহারা জামাল ভূঁইয়া।

জামাল ভূঁইয়া

আলোচিত দাবির ফেসবুক পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশের ফুটবলার জামাল ভূঁইয়াকে তার প্রাপ্যের চেয়ে বেশি টাকা দিলেন লিওনেল মেসি দাবি করে বেসরকারি ইলেকট্রনিক গণমাধ্যম ডিবিসি নিউজ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ডিবিসি নিউজ এর ডিজাইন নকল করে আলোচিত এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ড যে গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে বলে দাবি করা হয়েছে তাদের অর্থাৎ ডিবিসি নিউজের ফেসবুক পেজে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড প্রকাশ করা হয়েছে তা খুঁজে দেখার সিদ্ধান্ত নেয় রিউমর স্ক্যানার।

ডিবিসি নিউজের কথিত এই ফটোকার্ড পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে ফটোকার্ডে প্রকাশের তারিখ গত ১৩ মে বলে উল্লেখ করা হয়েছে। এই সূত্র ধরে ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদের অস্তিত্ব মেলেনি।

এছাড়াও, আলোচিত ফটোকার্ডের সাথে ডিবিসি নিউজের প্রচলিত ফটোকার্ডের বেশকিছু অমিল খুঁজে পাওয়া যায়। আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে ডিবিসি নিউজের প্রচলিত ফটোকার্ডের সাথে ফন্ট, ফন্ট সাইজ, ফন্টের কালার গ্রেডিং, পিকচার রেজ্যুলেশনে অমিল দেখা যায়। এছাড়াও ফটোকার্ডের ছবির নিচে ডানদিকে কোনো ছাইরঙের বার দেখা যায় না, যা ডিবিসি নিউজের প্রচলিত ফটোকার্ডগুলোয় দেখা যায়। যেখানে ফটোকার্ডে ব্যবহৃত ছবির সোর্স উল্লেখ করা থাকে। পাশাপাশি ডিবিসি নিউজের আসল ফটোকার্ডে একটি জলছাপ দেখা যায়, যা উক্ত দাবিকৃত ফটোকার্ডে নেই। 

Photocard Comparison: Rumor Scanner

যা থেকে স্পষ্টতই প্রতীয়মান হয় যে, ডিবিসি নিউজের লোগো সম্বলিত আলোচিত ফটোকার্ডগুলো ডিজিটাল প্রযুক্তির সাহায্যে সম্পাদনা করে তৈরি করা হয়েছে।

এছাড়া, লিওনেল মেসি এমন কোনো ঘোষণা দিয়েছেন কিনা কিংবা জামাল ভূঁইয়া এমন কোনো তথ্য জানিয়েছেন কিনা তা জানতে ইন্টারনেটে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

মূলত, গত ১৩ মে, “জামাল ভূঁইয়াকে তার প্রাপ্যের চেয়ে বেশি টাকা দিলেন লিওনেল মেসি” শীর্ষক দাবিতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে। অনুসন্ধানে জানা যায়, ডিবিসি নিউজ এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, গণমাধ্যমটির ফেসবুক পেজ থেকে ফটোকার্ড সংগ্রহ করে তা ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত দাবি সম্বলিত ফটোকার্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। 

সুতরাং, জামাল ভূঁইয়াকে তার প্রাপ্যের চেয়ে বেশি টাকা দিলেন লিওনেল মেসি শীর্ষক দাবিতে ফেসবুকে প্রচারিত তথ্যটি মিথ্যা এবং উক্ত দাবিতে ডিবিসির নামে প্রচারিত ফটোকার্ডটি এডিটেড বা সম্পাদিত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img