ভারতের রিয়েলিটি শো এর ভিডিওতে শিশুর কোরআন তেলাওয়াতের ভিন্ন ভিডিও যুক্ত করে প্রচার

সম্প্রতি, ইন্টারনেটে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যাতে দাবি করা হচ্ছে, এটি ভারতের একটি রিয়েলিটি শো’তে দুই বছরের এক শিশুর কোরআন তেলাওয়াতের দৃশ্য।

ভারতের

ফেসবুকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভারতের একটি রিয়েলিটি শো’তে দুই বছরের এক শিশুর কোরআন তেলাওয়াতের দৃশ্য শীর্ষক দাবিটি সঠিক নয় বরং ভারতের একাধিক রিয়েলিটি শো  এর দৃশ্য এবং ভিন্ন দেশের এক শিশুর ভিডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যুক্ত করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।  

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, সেখানে বিচারকের আসনে ভারতের নায়ক অক্ষয় কুমার, গায়িকা নেহা কক্কর এবং হিমেশ রেশামমিয়াকে দেখা যাচ্ছে। এছাড়া,  একই ভিডিওতে ভারতের আরেক নায়ক সালমান খানকেও দেখা গেছে।

ভিডিওটির কিছু কি-ফ্রেম নিয়ে তা রিভার্স সার্চের মাধ্যমে SET India এর ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ৯ আগস্ট ‘इस Suprise पर Akshay जी हुए Emotional | Superstar Singer Season 2’ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, সুপারস্টার সিঙ্গার নামের রিয়েলিটি শো’র দ্বিতীয় সিজনের একটি পর্বে অক্ষয় ‍কুমার গেস্ট হিসেবে গেলে সেখানে রাখি দিবস উপলক্ষে তাকে একটি সারপ্রাইজ দেওয়া হয়। সারপ্রাইজটি হল তাকে নিয়ে তার বোনের লেখা আবেগঘন চিঠির আবৃত্তির পাশাপাশি তাদের পুরোনো নানা ছবি বড় পর্দায় দেখানো। এসব দেখে অক্ষয় কুমার আবেগাপ্লুত হয়ে পড়েন। তার এই আবেগাপ্লুত অবস্থায় কান্না করার দৃশ্যের সাথে আলোচিত ভিডিওতে থাকা তার ফুটেজের হুবহু মিল পাওয়া যায়।

Video Comparison by Rumor Scanner

পরবর্তীতে, কোরআন তেলাওয়াত শুনে নেহা কক্করের কান্নার অংশটির সত্যতা যাচাইয়ে একইভাবে রিভার্স সার্চ করে একই ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ৩১ অক্টোবর Adriz के ‘Tujhse Naraz Nahin’ Performance से आए Neha के आँखों में आँसू | Indian Idol | Daily Mix শীর্ষক শিরোনামে প্রচারিত আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, ইন্ডিয়ান আইডলে উক্ত আসরের প্রতিযোগী আদ্রিজের গাওয়া গান শুনে নেহা কক্কর আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। এছাড়াও দেখা যায়, তার এই কান্নার অংশের সাথে আলোচিত ভিডিওতে থাকা নেহার ক্লিপের হুবহু মিল রয়েছে।

Video Comparison by Rumor Scanner

আলোচিত ভিডিওটিতে সালমান খানের ক্লিপটির সূত্র অনুসন্ধানে GS Updates & Blogging World নামের ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ৩ এপ্রিল When Salman Khan got emotional and started crying watching his long 10 yrs of journey with Bigg Boss শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়,  সালমান খানের হোস্ট করা শো বিগ বসের ১০ বছর পূর্তি উপলক্ষে তাকে উৎসর্গ করে তৈরি করা একটি ভিডিও দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। তার এই আবেগঘন মুহূর্তের দৃশ্যের সাথে আলোচিত ভিডিওতে দেখানো দৃশ্যের হুবহু মিল খুঁজে পাওয়া যায়। 

Video Comparison by Rumor Scanner

পরবর্তী অনুসন্ধানে বাচ্চার কোরআন তেলাওয়াতের অংশটির সূত্র অনুসন্ধানে রিভার্স সার্চের মাধ্যমে Andri Sundaisme নামের একটি ইউটিউব চ্যানেলে গত ১৩ সেপ্টেম্বর الله أكبر Strange Baby Magically Reads Al-Qur’an Melodiously Surah Al-A’la শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়। তবে ভিডিওটির শুরুতে দর্শকশ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করে একটি বার্তা দেওয়া হয়েছে, যেখানে লেখা রয়েছে, এটি একটি প্যারোডি ভিডিও এবং ভিডিওটি শুধুমাত্র বিনোদনের ও দর্শকদের কোরআন পাঠের প্রতি অনুপ্রাণিত করতে তৈরি করা হয়েছে। 

Screenshot: YouTube 

পরবর্তীতে উক্ত ইউটিউব চ্যানেলটি পর্যালোচনা করে দেখা যায়, Andri Sundaisme নামের ইউটিউব চ্যানেলটি জনপ্রিয় রিয়েলিটি শো’র আবেগঘন মুহূর্তের অংশগুলোর সাথে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে বাচ্চাদের ভিডিও এবং কোরআন তেলাওয়াতের অডিও যুক্ত করার মাধ্যমে ভিডিও তৈরি করে তা প্রচার করে থাকে। 

মূলত, Andri Sundaisme নামের একটি ইউটিউব চ্যানেলে বিভিন্ন রিয়েলিটি শোর ক্লিপ নিয়ে তার সাথে বাচ্চাদের ভিডিও এবং কোরআন তেলাওয়াতের অডিও যুক্ত করে সম্পাদনার মাধ্যমে ভিডিও তৈরি করে প্রচার করা হয়। উক্ত চ্যানেলের একটি ভিডিওর কিছু অংশ সম্প্রতি, ‘ইন্ডিয়ার টকশোতে দুই বছরের বাচ্চা কোরআন তেলাওয়াত করে’ শীর্ষক শিরোনামে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। 

সুতরাং, ভারতীয় রিয়েলিটি শো এর কিছু দৃশ্যের সাথে এক শিশুর কোরআন তেলাওয়াতের ভিন্ন একটি ভিডিও যুক্ত করে ইন্ডিয়ার টকশোতে দুই বছরের বাচ্চা কোরআন তেলাওয়াত করছে শীর্ষক দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা এডিটেড বা বিকৃত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img