ছাত্রলীগ কর্মীকে হত্যা করে বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার দৃশ্য দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার 

সম্প্রতি, ‘ছাত্রলীগের এক কর্মীকে অপহরণ করেন বুড়িগঙ্গায় নিয়ে পিটিয়ে হত্যা করে নদীতে লাশ ফেলে দেওয়া হচ্ছে’ দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ইনস্টাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীকে অপহরণের পর পিটিয়ে হত্যা করে লাশ বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, গত ২৮ ফেব্রুয়ারি দিবাগত রাতে শরীয়তপুরের কীর্তিনাশা নদীর তীরে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় ডাকাত দলকে ধরে গণধোলাই দেয় স্থানীয় লোকজন। উক্ত ঘটনার ভিডিও এটি। 

এ বিষয়ে অনুসন্ধানে ‘Md Abbas’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ০১ মার্চ প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওতে থাকা ব্যক্তি, নৌকা এবং পোশাকের মিল রয়েছে।

Video Comparison By Rumor Scanner  

মো. আব্বাস তার পোস্টে দাবি করেন, শরীয়তপুরে গণপিটুনিতে দুই ডাকাত নিহত। উক্ত ঘটনার ভিডিও এটি। উক্ত ঘটনার ভিডিও মিরর করে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।

একই তথ্যে এবং ভিডিও ওই সময় আরও একাধিক ব্যক্তি পোস্ট করেন। দেখুন– এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

উক্ত সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে জাতীয় দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে গত ০১ মার্চ ‘‘ডাকাতি’ করে পালানোর সময় নদীতে নেমে ধাওয়া, পাল্টা গুলি-ককটেল, গণপিটুনিতে নিহত ২’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি দিবাগত রাতে উপজেলার ডোমসার ইউনিয়নের তেঁতুলিয়া এলাকায় কীর্তিনাশা নদীর তীরে ‘ডাকাতি’ করে পালানোর সময় শরীয়তপুর সদরের কীর্তিনাশা নদীর দুই পাড় ও নদীতে নেমে সন্দেহভাজন ডাকাত দলকে ধাওয়া দেন স্থানীয় লোকজন। এ সময় ওই দল স্থানীয় লোকজনকে লক্ষ্য করে গুলি ও ককটেল ছোড়ে। পরে স্পিডবোট ফেলে ওই দলের সদস্যরা একটি ইটভাটায় আশ্রয় নিলে স্থানীয় লোকজন তাদের ঘিরে ধরে পিটুনি দেন। এতে দুজনের মৃত্যু হয়।

তখন একই তথ্যে সংবাদ প্রকাশ করেছিল যমুনা টিভি, চ্যানেল ২৪, ডেইলি স্টার , ইত্তেফাকের মতো মূলধারার গণমাধ্যমগুলো।

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। 

সুতরাং, গত ফেব্রুয়ারিতে শরীয়তপুরের কীর্তিনাশা নদীর তীরে স্থানীয় জনগণ কর্তৃক ডাকাতদের গণধোলাই দেওয়ার দৃশ্যকে সম্প্রতি ছাত্রলীগের কর্মীকে অপহরণের পর পিটিয়ে হত্যা করে লাশ বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়া হচ্ছে দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img