সালমান খানের সাথে এই ছবিতে থাকা মেয়ে শিশুটি সোনম কাপুর নয়

সম্প্রতি, বলিউড অভিনেতা সালমান খান এবং বলিউড অভিনেত্রী সোনম কাপুরের ১৯৯৫ সালে এবং ২০১৫ সালের ছবি দাবিতে দুটো ছবি একত্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। তাদের দুজনের ১৯৯৫ সালের ছবি দাবিতে প্রচারিত ছবিটিতে সালমান খানকে গোলাপী রঙের জামা পরিহিত একটি মেয়ে বাচ্চার সাথে দেখা যাচ্ছে এবং ২০১৫ সালের ছবি দাবিতে সালমান খান ও সোনম কাপুর অভিনীত সিনেমা ‘প্রেম রতন ধন পায়ো’-র একটি পোস্টার দেখানো হচ্ছে। যেখানে সোনম কাপুর একটি গোপালী রঙের শাড়ি পড়ে আছেন। 

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।   

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সালমান খান এবং সোনম কাপুরের ১৯৯৫ ও ২০১৫ সালের একত্র ছবি দাবিতে প্রচারিত দাবিটি সঠিক নয় বরং, ইয়াসিকা কুকৃতি নামের এক মেয়ে শিশুর সাথে ২০১৫ সালে সালমান খানের তোলা একটি ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।

দাবিটির বিষয়ে অনুসন্ধানে সালমান খান এবং সোনম কাপুরের ১৯৯৫ সালের ছবি দাবিতে ছবিটি রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে tv21newz.blogspot.com নামের একটি ওয়েবসাইটে ২০১৫ সালের ৪ অক্টোবর This latest picture of Salman Khan with a baby girl is TOO cute to handle! শীর্ষক শিরোনামে প্রচারিত প্রতিবেদনে ছবিটি খুঁজে পাওয়া যায়।\

Screenshot: tv21newz.blogspot.com

প্রতিবেদনটিতে দাবি করা হয়, বাচ্চার সাথে সালমান খানের এই ছবিটি প্রতিবেদন প্রকাশের আগের দিন অর্থাৎ, ৩ অক্টোবর তার বাসস্থান গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে তোলা হয়েছে। এর পর থেকে ছবিটি ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। 

এছাড়াও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, উক্ত ছবিটি প্রচারকালে তিনি সোনম কাপুরের সাথে তার মুক্তি পেতে যাওয়া সিনেমা ‘প্রেম রাতান ধান পাইয়ো’-র জন্য নিজেকে প্রস্তুত করছিলেন। এ থেকে প্রতীয়মান হয় যে, ছবিটি কোনোভাবেই ১৯৯৫ সালের নয়। 

পরবর্তীতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Salman Khan Universe Fan Club নামের একটি এক্স একাউন্টেও ২০১৫ সালের ৪ অক্টোবর একই ছবি প্রচার হতে দেখা যায়। 

Screenshot: X

পোস্টটির মন্তব্যের ঘর পর্যালোচনা করে Krishan Kant Kukreti নামের একটি এক্স একাউন্ট থেকে করা একটি মন্তব্য খুঁজে পাওয়া যায়। যেখানে তিনি Yashica Kukreti নামের একটি ইউটিউব চ্যানেলে লিংক প্রদান করেন এবং বর্তমানে ছবির মেয়েটিকে দেখতে চাইলে চ্যানেলটি ভিজিট করতে বলেন। 

Screenshot: X

রিউমর স্ক্যানার টিম উক্ত ইউটিউব চ্যানেলে প্রচারিত একাধিক ভিডিও পর্যলোচনা করে দেখে। এতে সালমান খানের সাথে ছবি তোলা মেয়েটির সাথে উক্ত চ্যানেলের মেয়ের চেহারার তুলনামূলক বিশ্লেষণ করে তাদের মাঝে বেশ মিল খুঁজে পাওয়া যায়। 

Face Comparison by Rumor Scanner

পরবর্তীতে Yashica Kukreti নামটির সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ করে ফেসবুকে Yashica Kukreti নামের একটি ফেসবুক অ্যাকাউন্টের সন্ধান পাওয়া যায়। এই অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারে সালমান খান এবং মেয়েটির আলোচিত ছবিটি ব্যবহার করা হয়েছে। ছবিটি ২০১৬ সালের ৮ এপ্রিল আপলোড করা হয়।  

Screenshot: Facebook

পরবর্তীতে ইন্টারনেট থেকে সোনম কাপুরের শৈশবের একাধিক ছবি সংগ্রহ করে আলোচিত ছবিটির সাথে তুলনামূলক বিশ্লেষণ করে দেখা যায়, সোনম কাপুরের ছোটবেলার ছবির সাথে আলোচিত ছবিটির মেয়ের চেহারার কোনো মিল নেই। 

Face Comparison by Rumor Scanner

মূলত, ২০১৫ সালে বলিউড সুপারস্টার সালমান খান ইয়াসিকা কুকৃতি নামের এক মেয়ে শিশুর সাথে ছবি তোলেন। সম্প্রতি, উক্ত ছবিটিকে ১৯৯৫ সালে ধারণ করা সালমান খানের সাথে সোনম কাপুর ছোটবেলার ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিটি সঠিক নয়। সোনম কাপুরের ছোটবেলার ছবির সাথে আলোচিত ছবির কোনো মিল নেই।

সুতরাং, ভারতীয় সুপারস্টার সালমান খান এবং সোনম কাপুরের ১৯৯৫ সালের ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে  প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img