কোটা আন্দোলন নিয়ে ধ্রুব রাঠি, ইমরান হাশমি, অ্যালান ডোনাল্ড এই পোস্টগুলো করেননি

সাম্প্রতিক কোটা আন্দোলন ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ও বলিউড অভিনেতা ইমরান হাশমি ফেসবুকে এবং ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠি এক্সে পোস্ট করেছেন শীর্ষক দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে। 

অ্যালান ডোনাল্ডের পোস্ট দাবি এখানে (আর্কাইভ)। 

ইমরান হাশমির পোস্ট দাবি এখানে (আর্কাইভ)। 

ধ্রুব রাঠির পোস্ট দাবি এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কোটা আন্দোলন নিয়ে ধ্রুব রাঠি, ইমরান হাশমি, অ্যালান ডোনাল্ড এই পোস্টগুলো করেননি বরং তাদের নামে চালু থাকা ফ্যান পেজ ও প্যারোডি অ্যাকাউন্ট থেকে পোস্টগুলো করা হয়েছে যা সত্যি ভেবে ধরে নিয়েছেন নেটিজেনরা। রিউমর স্ক্যানার অ্যালান ডোনাল্ডের পোস্ট দাবিতে প্রচারিত ফেসবুক পেজটি নিয়ে পূর্বেই এক ফ্যাক্টচেকে জানিয়েছিল যে অ্যালান ডোনাল্ডের ফেসবুকে কোনো অ্যাকাউন্ট বা পেজ নেই বরং তার নামে চালু থাকা কুয়েত থেকে পরিচালিত একটি পেজকে ডোনাল্ডের আসল পেজ ভেবে বিভ্রান্ত হচ্ছেন নেটিজেনরা। অন্যদিকে ইমরান হাশমির ছবি সম্বলিত যে ফেসবুক পেজ থেকে কোটা আন্দোলনের পক্ষে পোস্ট করা হয়েছে সেটি ইমরানের আসল পেজ নয়। পেজের ট্রান্সপারেন্সি সেকশন থেকে দেখা যায়, এটি বাংলাদেশ থেকে ছয়জন এডমিন দ্বারা পরিচালিত হচ্ছে৷ অপরদিকে ধ্রুব রাঠির পোস্ট দাবিতে যে এক্স অ্যাকাউন্টের পোস্ট ছড়িয়ে পড়েছে তা একটি প্যারোডি অ্যাকাউন্ট, ধ্রুবর দ্বারা পরিচালিত অ্যাকাউন্ট নয়৷ তবে ধ্রুব রাঠি পরবর্তীতে তার ইউটিউব চ্যানেলে বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলন নিয়ে ভিডিও পোস্ট করেছেন। 

সুতরাং, কোটা আন্দোলন নিয়ে ইমরান হাশমি, অ্যালান ডোনাল্ড ফেসবুকে এবং ধ্রুব রাঠি এক্সে পোস্ট করেছেন শীর্ষক দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

বিঃদ্রঃ দেশের চলমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় প্রথাগত পদ্ধতির পরিবর্তে দ্রুততম সময়ে সংক্ষিপ্ত আকারে ফ্যাক্টচেক প্রকাশের উদ্যোগ হিসেবে এই ফ্যাক্টচেকটি প্রকাশিত হলো।

তথ্যসূত্র

  • Rumor Scanner: Fact Check 
  • Rumor Scanner’s own analysis

আরও পড়ুন

spot_img