মঙ্গলবার, জুলাই 22, 2025

চাঁদপুরে আ. লীগের হরতাল সমর্থনে মিছিল দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার

গোপালগঞ্জে গণহত্যার অভিযোগ এনে এর প্রতিবাদ গত ২০ জুলাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বাত্মক হরতাল আহ্বান করেছে আওয়ামী লীগের চার সংগঠন – যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এ প্রেক্ষিতে, “এই মুহুর্তে চাঁদপুরে গণজোয়ার আকাশে কালো মেঘ জমিনে প্রতিবাদী হুংকার।” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি গত ২০ জুলাই (রবিবার) চাঁদপুরে আওয়ামী লীগের হরতাল পালনের দৃশ্যের নয় বরং, এটি ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরে ঢাকার শাহবাগে জনতার মিছিলের ভিডিও। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওর কী-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে ভিডিও শেয়ারিং প্লাটফর্ম  ‘Shutterstock’’ এর ওয়েবসাইটে ২০২৪ সালের ৫ আগস্ট  প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

Comparison: Rumor Scanner

ভিডিওর বিবরণী থেকে জানা যায়, ভিডিওটি ২০২৪ সালের ০৫ আগস্ট ধারণ করা। সেদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর ঢাকার শাহবাগে জনতার মিছিলের সময় ভিডিওটি ধারণ করা হয়েছে।

অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ে চাঁদপুরের নয়।

সুতরাং, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পরে জনতার মিছিলের ভিডিওকে চাঁদপুরে আওয়ামী লীগের হরতাল পালনের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img