সম্প্রতি, “বোঝো অবস্থা! ভক্তরা এদিকে আলফাল গল্প দিয়ে তৈরী “কেরালা স্টোরি” দেখে “লাভ জেহাদ, লাভ জেহাদ” করে চিল্লিয়ে গলা খারাপ করে তুললো, অথচ সেই সিনেমার অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য (স্টার প্লাসের সেই বিখ্যাত গোপি বহু) বাস্তবে শাহনওয়াজ সেখকে বিয়ে করে সংসারী হলো! সাধে কি বলে, ভক্তদের মাথায় শুধু গোবর” শীর্ষক দাবিতে একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হচ্ছে।
যা দাবি করা হচ্ছে
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত পোস্ট গুলোতে দাবি করা হচ্ছে, আলোচিত ‘দ্য কেরালা স্টোরি’ চলচ্চিত্রে দেবলীনা ভট্টাচার্য অভিনয় করেছেন।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘দ্য কেরালা স্টোরি’ চলচ্চিত্রে ভারতীয় অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য অভিনয় করেননি বরং কোনোপ্রকার তথ্যসূত্র ছাড়াই ভিত্তিহীনভাবে উক্ত দাবিটি প্রচার করা হচ্ছে। এছাড়া, কেরালি মুভির মুক্তির প্রায় ৬ মাস পূর্বেই অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যের সাথে শাহনেওয়াজ শেখ বিবাহে আবদ্ধ হন।
কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে চলচ্চিত্রের অনলাইন ডেটাবেজ ভিত্তিক ওয়েবসাইট ‘Imdb’ এ “Full Cast & Crew: The Kerala Story (2023)” শীর্ষক শিরোনামে প্রকাশিত অভিনয় শিল্পীদের তালিকায় অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যের নাম খুঁজে পাওয়া যায়নি।
এছাড়া, ভারতীয় চলচ্চিত্রের অনলাইন ডেটাবেজ ভিত্তিক ওয়েবসাইট ‘Bollywood Hungama’ এ ‘দ্য কেরালা স্টোরি’ চলচ্চিত্রের ‘Cast and Crew’ সেকশনে গিয়েও অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যের নাম খুঁজে পাওয়া যায়নি।
অনুসন্ধানে দেখা যায়, গত ১৩ মে অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য তার টুইটার একাউন্ট থেকে ‘Incognito’ নামের একটি টুইটার অ্যাকাউন্টের টুইট পোস্টের রিটুইট করে তার স্বামীর সাথে একত্রে ‘দ্য কেরালা স্টোরি’ চলচ্চিত্র দেখার কথা জানান। দেবলীনা বলেন, “আমার স্বামী একজম মুসলিম এবং তিনি আমার সঙ্গে এই ছবি দেখতে এসেছেন।তিনি এটির প্রশংসা করেছেন। তিনি এটিকে অপরাধ হিসেবে নেননি বা তিনি মনে করেননি এটি তার ধর্মের পরিপন্থী এবং আমি মনে করি প্রত্যেক ভারতীয়ের এমনই হওয়া উচিত।”
পরবর্তীতে, অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যের এই রিটুইট পোস্টকে কেন্দ্র করে ভারতীয় গণমাধ্যম ‘Hindustan Times’ এ গত ১৩ মে “Devoleena Bhattacharjee on The Kerala Story: ‘My husband is Muslim, he didn’t find it offensive or against his religion” শীর্ষক শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
মূলত, ২০২২ সালের ১৪ নভেম্বর জিম ট্রেইনার মুসলমান ধর্মের অনুসারী শাহনেওয়াজ শেখের সাথে হিন্দু ধর্মের অনুসারী ভারতীয় অভিনেত্রী দেবলীনার বিয়ে হয়। গত ১৩ মে এক টুইট বার্তায় অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য তার স্বামী শাহনেওয়াজ শেখের সাথে একসাথে ‘দ্য কেরালা স্টোরি’ দেখতে যাওয়ার কথা জানান। তবে, সম্প্রতি কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়াই দেবলীনা ভট্টাচার্য ‘দ্য কেরালা স্টোরি’ চলচ্চিত্রে অভিনয় করেছেন দাবিতে ফেসবুকে প্রচারিত হচ্ছে।
প্রসঙ্গত, বাঙালি নির্মাতা সুদীপ্তর সেনের আলোচিত ‘দ্য কেরালা স্টোরি’ চলচ্চিত্রটি গত ৫ মে মুক্তি পায়। ভারতের কেরালা রাজ্য থেকে অনেক নারীর মধ্যপ্রাচ্যের জঙ্গি গোষ্ঠী আইএসে যোগ দেওয়ার ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমাটি মুক্তির আগে থেকেই সমালোচনায় মুখর। অভিযোগ উঠেছে সিনেমাটির কাহিনী ‘অতিরঞ্জিত’। সমালোচনার মুখে ইতোমধ্যে ভারতের একাধিক রাজ্যে সিনেমাটি নিষিদ্ধ করা হয়েছে। তবে পশ্চিমবঙ্গ সরকারের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিমকোর্ট। ভারতজুড়ে আলোচনা সমালোচনা এবং নিষেধাজ্ঞার মধ্যেই ইতোমধ্যে সিনেমাটি ১৫০ কোটি রুপি আয় করেছে।
সুতরাং, ভারতীয় অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য আলোচিত ‘দ্য কেরালা স্টোরি’ চলচ্চিত্রে অভিনয় করেছেন শীর্ষক দাবিতে ফেসবুকে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Imdb – “Full Cast & Crew: The Kerala Story (2023)”
- ‘Bollywood Hungama – ‘Cast and Crew’
- Hindustan Times – “Devoleena Bhattacharjee on The Kerala Story: ‘My husband is Muslim, he didn’t find it offensive or against his religion”
- Devoleena Bhattacharjee – Twitter Post
- Bhorerkagoj – দ্য কেরালা স্টোরি’ : কী আছে এ সিনেমায়!
- Bdnews24 – দ্য কেরালা স্টোরি: আইএসে ভারতীয় নারীদের নিয়ে চলচ্চিত্র ঘিরে বিতর্ক
- Prothom Alo – তামিলনাড়ুর পর এবার পশ্চিমবঙ্গে নিষিদ্ধ হলো ‘দ্য কেরালা স্টোরি’
- Hindustan Times – The Kerala Story Ban Case: মমতার নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের, বাংলায় চলবে ‘দ্য কেরালা স্টোরি’
- Hindustan Times – The Kerala Story Box Office Collection: লক্ষ্য ২০০ কোটি! বক্স অফিসে কামাল করে ১৬তম দিন কত আয় করল দ্য কেরালা স্টোরি