সম্প্রতি “এটা ফিলিস্তিন না এটা ভারত মুসলিমদের ঘর” শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে। আর্কাইভ দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, এটি ভারতে মুসলিমদের ঘর ভেঙে দেওয়ার ছবি নয় বরং এটি ২০১৬ সালে ভারতের উত্তর প্রদেশের উন্নাওতে একটি অবৈধ মার্কেট উচ্ছেদের ছবি।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, Shubham Nigam নামের একটি ফেসবুক আইডিতে ২০১৬ সালের ২৬ মে প্রকাশিত একই ছবিটি খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে, ভারতের হিন্দি ভাষার সংবাদমাধ্যম Amar Ujala এর ওয়েবসাইটে ২০১৬ সালের ২৭ মে তে ”अतिक्रमण अभियान चला” বা ”দখল অভিযান শুরু” (অনুবাদ) শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে প্রায় একই ছবিটি খুঁজে পাওয়া যায়। এই প্রতিবেদনে বলা হয়েছে, এই ছবিগুলো নেওয়া হয়েছে উন্নাও এর আতাউল্লা নালা ও ছোট চাওরার মাঝামাঝিতে অবস্থিত ইউটেনসিলস মার্কেট ও লোহা মন্ডি বা লোহা মার্কেটে পরিচালিত একটি উচ্ছেদ অভিযান থেকে। এই অভিযানের সময় ঐ এলাকায় অবৈধভাবে তৈরী প্রায় ৮৫ টি ভবন উচ্ছেদ করে জেলা প্রশাসন। সে সময় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন সমাজবাদী পার্টির অখিলেশ যাদব।

মূলত, ২০১৬ সালে মে মাসের শেষ দিকে ভারতের উত্তর প্রদেশের তৎকালীন প্রদেশটির রাজ্য সরকার সমাজবাদী পার্টি সরকারের আমলে প্রদেশটির উন্নাওয়ের আতাউল্লা নালা ও ছোট চাওরার মাঝামাঝিতে অবস্থিত ইউটেনসিলস মার্কেট ও লোহা মন্ডি বা লোহা মার্কেটে অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এই উচ্ছেদ অভিযানে অবৈধভাবে তৈরী প্রায় ৮৫ টি ভবন উচ্ছেদ করে উন্নাও জেলা প্রশাসন। সেই উচ্ছেদ অভিযানের ছবিটিই বর্তমানে ভারতে মুসলিমদের ঘর ভেঙে ফেলার ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য একই ছবি ভারতে ভিন্ন দাবিতে ছড়িয়ে পড়লে ভারতীয় ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান দ্যা লজিক্যাল ইন্ডিয়ান গত ১০ জুন বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে।
Also Read: ভারতকে বিশ্বব্যাপী ৫৭টি দেশ কর্তৃক বয়কট করার তথ্যটি মিথ্যা
প্রসঙ্গত, সম্প্রতি এক টেলিভিশন টকশোতে ভারতীয় জনতা পার্টির(বিজেপি) সরকারি মুখপাত্র নূপুর শর্মা মুসলমানদের নবী হজরত মোহাম্মদ (সঃ) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। উক্ত ঘটনার জেরে ভারতসহ মুসলিম বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠে। ইতোমধ্যে কটূক্তির অভিযোগে নূপুর শর্মাকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে বিজেপি। তবে বহিষ্কার করলেও কটুক্তির প্রতিবাদে ভারতের মুসলিমরা বিক্ষোভ করে আসছেন৷ এবার এই বিক্ষোভের তাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাচ্ছে দেশটির পুলিশ। এই অভিযানের অংশ হিসেবে ইতোমধ্যে উত্তর প্রদেশের প্রয়াগরাজ শহরে স্থানীয় একজন নেতা জাভেদ আহমেদের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে শুক্রবার ও শনিবার সাহারানপুর ও কানপুরেও বুলডোজার দিয়ে কয়েকজন মুসলিমের বাড়ি ভেঙে দেওয়া হয়।
সুতরাং, ২০১৬ সালে ভারতের উত্তর প্রদেশের উন্নাওতে সমাজবাদী পার্টি সরকার কর্তৃক অবৈধ উচ্ছেদ অভিযানের সময়ে তোলা একটি ছবিকে সম্প্রতি ভারতে মুসলিমদের ঘর ভেঙে ফেলার ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
Amarujala.com: ”अतिक्रमण अभियान चला”
Facebook Shubham Nigam: https://www.facebook.com/shubham.nigam.583/posts/pfbid0VhsW7qoJvFHKxeCBTmZP8jgE7pTHYExmAUdizr8ifEdKLYmtGW4SuqX4TMAvorMFl
BBC Bangla: নূপুর শর্মা: নবীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করা কে এই ভারতীয় রাজনীতিক?
BBC Bangla: নূপুর শর্মা: ইসলামের নবীকে নিয়ে বিতর্কে ভারতের সঙ্গে আরব বিশ্বের সম্পর্ক সংকটে