ভারতকে বিশ্বব্যাপী ৫৭টি দেশ কর্তৃক বয়কট করার তথ্যটি মিথ্যা

সম্প্রতিগোটা বিশ্বের ৫৭ টি দেশ ভারতকে বয়কট করেছেশিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভারতকে বিশ্বব্যাপী ৫৭টি দেশের বয়কট করার তথ্যটি সত্য নয় বরং কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ব্যতীত উক্ত বিষয়টি ফেসবুকে প্রচার করা হচ্ছে।

অনুসন্ধ্যানের মাধ্যম, ভারতকে বিশ্বব্যাপী ৫৭টি দেশের বয়কট করা সংক্রান্ত কোনো তথ্য দেশীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি। তবে, সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দুই সিনিয়র নেতার করা আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে ভারতকে ১৮টি দেশ ও ২টি সংস্থার নিন্দা জানানো সংক্রান্ত একটি প্রতিবেদন ‘The Wire’ নামের ভারতীয় গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়।

Screenshot The Wire Website

এছাড়া ভারতকে বিশ্বব্যাপী ৫৭টি দেশের বয়কটের দাবিতে থাকা “৫৭ দেশ” শব্দটির সূত্র ধরে অনুসন্ধানের মাধ্যমে, সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দুই সিনিয়র নেতার করা আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে নিন্দা জানিয়ে মুসলিম বিশ্বের ৫৭টি দেশ নিয়ে গঠিত ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ওয়েবসাইটে প্রকাশিত একটি বিবৃতি খুঁজে পাওয়া যায়। 

ভারত
Screenshot OIC Website

তবে, ওআইসির উক্ত বিবৃতিতে ভারতকে বয়কট করা সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

মূলত, সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দুই সিনিয়র নেতার করা আপত্তিকর মন্তব্যেকে কেন্দ্র করে বিভিন্ন দেশের নিন্দা জানানোর জের ধরে কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ব্যতীত ভারতকে বিশ্বব্যাপী ৫৭টি দেশের বয়কট করার একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। 

উল্লেখ্য, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)–কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মাসহ দুই নেতার আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মুসলিম বিশ্ব। ঘটনাটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভারতীয় পণ্য বর্জনের দাবি উঠেছে। উক্ত ঘটনার ফলে আপত্তিকর মন্তব্যকারী বিজেপির মুখপাত্র নূপুর শর্মাকে সাময়িক বরখাস্ত এবং দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালকে বহিষ্কার করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। 

সুতরাং, ভারতকে বিশ্বব্যাপী ৫৭টি দেশে কর্তৃক বয়কট করার দাবিতে ফেসবুকে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা। 

তথ্যাসূত্র

  1. The Wire – https://thewire.in/communalism/the-full-list-of-18-countries-and-bodies-that-have-condemned-the-bjp-leaders-remarks 
  2. OIC – OIC General Secretariat Strongly Condemns Denigration of Prophet Muhammad by India Ruling Party’s Official 
  3. Prothom Alo – মহানবীকে নিয়ে মন্তব্যে আরব বিশ্বে ক্ষোভ, দুই নেতার বিরুদ্ধে ব্যবস্থা বিজেপির
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img