শনিবার, অক্টোবর 5, 2024
spot_img

পানিতে ভাসমান মৃত শিশুর ছবিটি বাংলাদেশে চলমান বন্যার ঘটনার নয়

সম্প্রতি “কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ করেছে এই দৃশ্যটা! অসুস্থ শিশুটিকে নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন অভাগা মা।কিন্তু হাসপাতালেও বন্যার পানি ওঠায় শিশুটিকে নিয়ে বাড়ি যাওয়ার পথে নৌকা ডুবে গেলে পানির স্রোতে মায়ের হাত থেকে এভাবেই ভেসে চলে যায় শিশুটি।” শীর্ষক শিরোনামে পানিতে ভাসমান একটি শিশুর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে। আর্কাইভ দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, পানিতে ভাসমান মৃত শিশুর ছবিটি বাংলাদেশে চলমান বন্যার কোনো ঘটনার নয় বরং এটি কমল নামের এক নেপালি শিশুর পুরোনো ছবি।

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম প্রতিষ্ঠান Buzzfeednews.com -এ  ২০১৭ সালের ১৪ আগস্ট  “Floods Left No Land To Bury A Dead Child. So His Family Left Him In The River” শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদনে একই ছবির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। 

Screenshot from Buzzfeed website

এই প্রতিবেদনটি থেকে জানা যায়, ২০১৭ সালে নরেন্দ্র শ্রেষ্ঠ নামে ইউরোপীয়ান প্রেস ফটো এজেন্সির একজন নেপালি ফটোগ্রাফার নেপালের সেনাবাহিনীর সঙ্গে উদ্ধারকাজে নিযুক্ত একটি নৌকায় বের হন৷ এসময় তিনি নিকটবর্তী গ্রামে একটি ছেলের মৃত্যুর সংবাদ পান, যার পরিবার বন্যার মধ্যেও বাড়ি ছাড়তে রাজী হয়নি।

প্রতিবেদনটির তথ্য মতে, শিশুটির নাম কমল সাদা। সে নিউমোনিয়ায় ভুগছিলো। কিন্তু তার পরিবার তাকে বন্যা ও বৃষ্টির কারণে হাসপাতালে নিতে পারেনি। পরবর্তীতে ঠান্ডা বাতাস ও জ্বরে আক্রান্ত হয়ে সে মারা যায়। 

প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, শিশুটির মৃত্যুর পর স্থানীয় সংস্কৃতি অনুযায়ী পরিবার তাকে দাফনের উদ্যোগ নেয়৷ কিন্তু বন্যায় কোনো শুষ্ক ভূমি না থাকায় তার চাচা তাকে নেপালের কুশি নদীতে ভাসিয়ে দেয়।

পরবর্তীতে কিওয়ার্ড সার্চের মাধ্যমে, Spot Light Nepal নামের একটি ওয়েবসাইটে ‘Narendra Shrestha Wins IME Global IME Photo Context 2075’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে একই শিশুর ভিন্ন একটি ছবির অস্তিত্ব পাওয়া যায়।

পানি
Screenshot from Spot Light Nepal wesbite

মূলত, ২০১৭ সালের আগস্টে নেপালে হওয়া বন্যায় আগে থেকেই জ্বরে আক্রান্ত এই শিশুটি ঠান্ডা বাতাস ও বৃষ্টিতে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়৷ কিন্তু বন্যার তীব্রতায় কোনো শুকনো ভূমি না থাকায় শিশুটির চাচা তাকে নেপালের কুশি নদীতে ভাসিয়ে দেন। উক্ত ঘটনায় ইউরোপীয়ান প্রেস ফটো এজেন্সির ফটোগ্রাফার নরেন্দ্র শ্রেষ্ঠ এর তোলা এই পুরোনো ছবিটিই বর্তমানে সিলেটে চলমান বন্যাকে কেন্দ্র করে বানোয়াট একটি গল্পের সাথে প্রচার করা হচ্ছে;

আরো পড়ুনঃ সুনামগঞ্জের বন্যার দৃশ্য দাবিতে ইন্দোনেশিয়ার বন্যার ভিডিও প্রচার

প্রসঙ্গত, ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে ভারী বর্ষণের কারণে বৃহস্পতিবার (১৬ জুন) রাত থেকে ১২ ঘন্টাতেই সুনামগঞ্জে চার ফুট পানি বেড়ে যায়। ফলে বন্যার ভয়াবহতায় দিশেহারা হয়ে পড়ে সুনামগঞ্জের মানুষ। সুনামগঞ্জ ছাড়াও এই বন্যায় সিলেট বিভাগের ৮০ শতাংশ এলাকা উজান থেকে আসা ঢলে এখন পানির নিচে। আগামী দুই দিনে এই পানি আরও বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

সুতরাং, বাংলাদেশে বন্যার পানিতে শিশুর ভেসে যাওয়ার যে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে তার সাথে সিলেটের বন্যার কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

Buzzfeed news: Floods Left No Land To Bury A Dead Child. So His Family Left Him In The River

Spot Light Nepal: Narendra Shrestha Wins IME Global IME Photo Context 2075

BBC Bangla: বন্যার ভয়াবহতায় দিশেহারা হয়ে পড়ে সুনামগঞ্জের মানুষ
Prothom Alo: সিলেট বিভাগের ৮০ শতাংশ এলাকা পানির নিচে

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img