সম্প্রতি ‘বিশ্বকাপে সবচেয়ে সুদর্শন পুরুষ আর্জেন্টিনার রদ্রিগো’ শীর্ষক শিরোনামে একটি তথ্য গণমাধ্যমের বরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন একাত্তর টিভি, একাত্তর টিভি ফেসবুক পেইজ (আর্কাইভ), জুম বাংলা৷
একাত্তর টিভিতে সংবাদটি প্রচারের পর ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মূলধারার গণমাধ্যমে কোনো তথ্যসূত্র উল্লেখ ছাড়াই আর্জেন্টিনার ফুটবলার রদ্রিগো ডি পলকে কাতার বিশ্বকাপের সবচেয়ে সুদর্শন পুরুষ ঘোষণার প্রকাশিত তথ্যটি বিভ্রান্তিকর। মূলত বিশ্বকাপের সবচেয়ে সুদর্শন পুরুষ ঘোষণার এই জরিপটি চালিয়েছে ব্রাজিলের একটি অনলাইন পোর্টাল।
কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে Argentina Detailzero নামের একটি ওয়েবসাইটে গত ২২ ডিসেম্বর “According to a survey, Rodrigo De Paul is the most beautiful of the World Cup in Qatar” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, UOL নামের একটি ব্রাজিলিয়ান অনলাইন পোর্টাল ফুটবল বিশ্বকাপের সবচেয়ে সুদর্শন পুরুষ খুঁজে বের করার উদ্দেশ্যে একটি ভোটের আয়োজন করে।
জরিপ অনুসারে, ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকার ৫.৬৩ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে, জার্মানির ফুটবলার কেভিন ট্র্যাপ ৫.৩৫ শতাংশ ভোট নিয়ে তৃতীয়, ব্রাজিলের ব্রেমার ৫.১১ শতাংশ ভোট নিয়ে চতুর্থ এবং ফরাসি অলিভিয়ার জিরু ৪.৯৫ শতাংশ ভোট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।
এই প্রতিবেদনটির সূত্রে ব্রাজিলিয়ান পোর্টাল UOL এর ওয়েবসাইটে গত ২৩ নভেম্বরথেকে চলা “Who is the most handsome player in the Qatar Cup?” শীর্ষক শিরোনামে প্রকাশিত মূল জরিপটি খুঁজে পাওয়া যায়।
জরিপটি থেকে জানা যায়, বিশ্বকাপে অংশ নেওয়া বিভিন্ন দেশের ৩০ জন ফুটবলারের উপর এই জরিপটি চালানো হয়।
প্রায় এক মাসের জরিপ শেষে গত ১৯ ডিসেম্বর জরিপটির ফলাফল ঘোষণা করা হয়।
জরিপে প্রায় সাড়ে সাত লাখ ভোটের মধ্যে ৬.২ শতাংশ ভোট পেয়ে রদ্রিগো ডি পল কাতার বিশ্বকাপের সবচেয়ে সুদর্শন পুরুষ নির্বাচিত হন।
অর্থাৎ দেখা যাচ্ছে, ব্রাজিলের অনলাইন পোর্টাল UOL এর করা একটি জরিপ অনুযায়ী আর্জেন্টিনার ফুটবলার রদ্রিগো ডি পল কাতার বিশ্বকাপের সবচেয়ে সুদর্শন পুরুষ এবং অনলাইন পোর্টালটি জরিপের প্রেক্ষিতে ডি পলকে বিশ্বকাপের সবচেয়ে সুদর্শন পুরুষ ঘোষণা করেছে।
অপরদিকে বাংলাদেশের মূলধারার গণমাধ্যমে এই সংক্রান্ত প্রতিবেদনগুলো বিশ্লেষণ করে দেখা যায়, প্রতিবেদনগুলোতে কেবল ঘোষণার তথ্যই দেওয়া হয়েছে। কে বা কারা এই ঘোষণা দিয়েছে সে সম্পর্কে কোনো তথ্য নেই।
একাত্তর টিভির প্রতিবেদনে কেবল উল্লেখ করা হয়েছে, ‘বিশ্বকাপের পরেও যেন থেমে নেই আর্জেন্টিনার অর্জনের খাতা। ২০২২ সাথে কাতার বিশ্বকাপের সবচেয়ে সুদর্শন পুরুষ ঘোষণা করা হয়েছে আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পলকে। মেসিদের বিজয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো তার।’
হুবহু একই তথ্য দেওয়া হয়েছে অনলাইন পোর্টাল জুমবাংলার প্রতিবেদনেও।
প্রতিবেদনগুলোতে কোনো তথ্যসূত্র উল্লেখ না থাকায় এই প্রতিবেদনগুলোর বরাতে ফেসবুকে প্রচারিত পোস্টগুলোতে এবং গণমাধ্যমগুলোর ফেসবুক পেইজের কমেন্টবক্সে পাঠকদের এই পুরস্কারটি ফিফা কর্তৃক ঘোষণা করা হয়েছে এমন দাবিতে বিভ্রান্ত হতে দেখা যায়।
বিভ্রান্তির নমুনা
একাত্তর টিভির কমেন্টবক্সে Fahmida Shimu নামে একজন লিখেন, ‘আমার পছন্দের প্লেয়ার। তার এই মন্তব্যের উত্তরে সাইফুর রহমান নামে একজন লিখেন, ‘আপনার পছন্দ ফিফা গুরুত্ব দিছে।’
রদ্রিগোর সুদর্শন পুরুষ মনোনীত হওয়া সংক্রান্ত ফেসবুকে প্রচারিত একটি পোস্টে Zahed Hossain নামে একজন লিখেছেন, ‘একদল বলবে এটাও ফিফার সাজানো নাটক!!!’
Mk Aaditya নামে আরেকজন লিখেন, ‘ফিফা গোল্ডেন ফেয়ার অ্যান্ড লাভলি অ্যাওয়ার্ড দিয়েছে!।’
মূলত, UOL নামে ব্রাজিলের একটি অনলাইন পোর্টাল গত ২৩ নভেম্বর ফুটবল বিশ্বকাপ শুরুর দিকে বিশ্বকাপের সবচেয়ে সুদর্শন পুরুষ খুঁজে বের করার উদ্দেশ্যে একটি ভোটের আয়োজন করে। গত ১৯ ডিসেম্বর এই ভোটের ফলাফল ঘোষণা করে ওয়েবসাইটটি৷ এতে মোট ভোটের ৬.২০ শতাংশ ভোট পেয়ে প্রথম স্থানে রয়েছেন আর্জেন্টিনার রদ্রিগো ডি পল। UOL এর এই জরিপটি নিয়েই বাংলাদেশের মূলধারার গণমাধ্যমগুলোতে রদ্রিগো ডি পলকে ‘বিশ্বকাপে সবচেয়ে সুদর্শন পুরুষ’ ঘোষণা করা হয়েছে এমন একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। তবে প্রতিবেদনগুলোতে জরিপটি নিয়ে কোনো তথ্যসূত্র উল্লেখ না থাকায় পাঠকদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে যে, এটি ফিফা কর্তৃক ঘোষিত কোনো পুরস্কার।
সুতরাং, ‘রদ্রিগো ডি পলকে কাতার বিশ্বকাপের সবচেয়ে সুদর্শন পুরুষ ঘোষণা করা হয়েছে’ শীর্ষক সংবাদটি বিভ্রান্তিকর।