আর্জেন্টিনা ও মেসিকে নিয়ে ডেভিড ওয়ার্নারের ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি “ডেভিড ওয়ার্নার আর্জেন্টিনাকে কাতার বিশ্বকাপের ফেবারিট বলেছেন” শীর্ষক একটি দাবি যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হচ্ছে।

যা দাবি করা হচ্ছে

ছড়িয়ে পড়া পোস্টগুলোতে ডেভিড ওয়ার্নারকে ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে ছাতা মাথায় এক নারী উপস্থাপককে সাক্ষাৎকার দিতে দেখা যাচ্ছে। 

পোস্টগুলোর ক্যাপশনে লেখা রয়েছে, “সাংবাদিক: কাতার বিশ্বকাপে কোন দল ফেভারিট?
ওয়ার্নারঃ ‘অবশ্যই আর্জেন্টিনা।’ 
সাংবাদিক: কেনো আর্জেন্টিনা ফেবারিট মনে হলো?
ওয়ার্নার: কারণ এই দলে লিওনেল মেসির মতো খেলোয়াড় আছে।”

ফেসবুকে প্রচারিত এরকম কিছু পোস্ট দেখুন এখানেএখানেএখানেএখানে এবং এখানে। 
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানেএখানেএখানেএখানে এবং এখানে।  

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কাতার বিশ্বকাপকে কেন্দ্র করে আর্জেন্টিনা ও মেসি প্রসঙ্গে ডেভিড ওয়ার্নার উক্ত বক্তব্য দেননি বরং ওয়ার্নারের একটি ইন্টারভিউয়ের স্ক্রিনশটের সাথে ভিত্তিহীনভাবে উক্ত ক্যাপশনের বক্তব্যটি প্রচারিত হচ্ছে। 

অনুসন্ধানে মূলধারার কোনো গণমাধ্যম, ডেভিড ওয়ার্নারের ভেরিফাইড ফেসবুক একাউন্ট এবং নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে উক্ত বক্তব্যের কোনো ভিত্তি পাওয়া যায় নি।

স্ক্রিনশটের সূত্র ধরে অনুসন্ধান যেভাবে  

ছড়িয়ে পড়া পোস্টের সাথে সংযুক্ত স্ক্রিনশটটি ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায়, স্ক্রিনশটের কোণায় একটি স্কোরকার্ড দেখা যাচ্ছে। যেখানে উল্লেখ রয়েছে, বৃষ্টির কারণে খেলা বন্ধ আছে। ঐ সময়ে ১ উইকেটে ৪৯ রান করেছে ইংল্যান্ড। ওয়ার্নার যেহেতু অষ্ট্রেলিয়ার খেলোয়াড়, তাই উক্ত ম্যাচটি ইংল্যান্ড ও অষ্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত হয়েছিল বলে প্রতীয়মান হয়।

উক্ত তথ্যের সূত্র ধরে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘Cricinfo’তে চলতি বছরের ১৪ অক্টোবর অষ্ট্রেলিয়ার ক্যানবেরায় অনুষ্ঠিত ইংল্যান্ড ও অষ্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের একটি স্কোরকার্ড খুঁজে পাওয়া যায়। 

স্কোরকার্ডে দেখা যায়, ইংল্যান্ড ১ম ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৭ রান করে। পরের ওভারে অ্যাডাম জাম্পার প্রথম বলে দুই রান এবং দ্বিতীয় বলে কোনো রান হয়নি। এরপরই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। অর্থাৎ, খেলা বন্ধ হওয়ার আগে স্কোরকার্ডে ইংল্যান্ডের স্কোর ছিল ৪৯/১, যেটি মিলে যায় আলোচিত স্ক্রিনশটটির স্কোরকার্ডের সাথে।

ক্রিকইনফোর ঐ সময়ের কমেন্ট্রি সেকশনে ফক্স স্পোর্টস চ্যানেলকে দেওয়া ডেভিড ওয়ার্নারের একটি বক্তব্য খুঁজে পাওয়া যায়। উক্ত বক্তব্য বিশ্লেষণ করে দেখা যায়, ওয়ার্নার কাতার বিশ্বকাপ প্রসঙ্গে কোনো মন্তব্যই করেননি।  

কিন্তু এই ইন্টারভিউটি ঐদিন লাইভ ব্রডকাস্টে দেখানো হয়েছিল কিনা সে বিষয়ে অনুসন্ধান শুরু করে রিউমর স্ক্যানার টিম। 

সাধারণত আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচগুলোর পুরো ভিডিও ইন্টারনেটে পাওয়া যায়না। তবে হাইলাইটস পাওয়া যায়। ইউটিউবে আলোচিত ম্যাচটিরও হাইলাইটস খুঁজে পাওয়া যায়। তবে হাইলাইটস ভিডিওতে সাধারণত মাঠের খেলার মুহূর্তগুলোই জায়গা পাওয়ায় মাঠের বাইরে ওয়ার্নারের উক্ত ইন্টারভিউ খুঁজে পাওয়া যায়নি। 

পরবর্তীতে ইউটিউবে ‘Cricket England’ নামক চ্যানেলে ম্যাচের দিনই (১৪ অক্টোবর) “Australia v England 3rd T20 14th October 2022 Full Commentary” শিরোনামে প্রকাশিত উক্ত ম্যাচের পুরো ধারাভাষ্যের অডিও খুঁজে পাওয়া যায়।

আলোচিত স্ক্রিনশটে থাকা ইংল্যান্ডের ৪৯ রানে ১ উইকেট সময়কার সূত্র ধরে ধারাভাষ্যের অডিও সম্বলিত ভিডিওটি বিশ্লেষণ করে দেখে রিউমর স্ক্যানার টিম। ভিডিওর ১:০৩:৩৫ সেকেন্ড সময়ে ধারাভাষ্যকারকে বলতে শোনা যায়, ডেভিড ওয়ার্নার এখন আয়োজক ব্রডকাস্টারের সাথে কথা বলবেন। ওয়ার্নার প্রায় নয় মিনিট কথা বলেন সে সময়। তার বক্তব্যের পুরো সময়টায় তিনি অন্যান্য প্রসঙ্গের পাশাপাশি আসন্ন (১৬ অক্টোবর শুরু হয়েছিল) টি-টোয়েন্টি বিশ্বকাপে তার এবং দলের প্রত্যাশা নিয়ে কথা বলেন। কিন্তু কাতার বিশ্বকাপ নিয়ে কিছু বলেননি ওয়ার্নার। 

অর্থাৎ, উক্ত ম্যাচে ওয়ার্নারের ইন্টারভিউয়ের একটি স্ক্রিনশট ব্যবহার করে ওয়ার্নারের উদ্ধৃতি দিয়ে কাতার বিশ্বকাপ প্রসঙ্গে বানোয়াট বক্তব্য প্রচার করা হচ্ছে।

ভিন্ন ক্যাপশনে একই স্ক্রিনশট

আলোচিত স্ক্রিনশটটি ব্যবহার করে গত অক্টোবরে ভিন্ন একটি ক্যাপশনের পোস্ট ফেসবুকে ছড়াতে দেখা গিয়েছিল। 

উক্ত পোস্টে বলা হয়, “১৫ অক্টোবর ২০২২, শনিবার, গতকাল  তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে শেষ টি টোয়েন্টি ম্যাচে বৃষ্টির কারণে ইংল্যান্ড ও অস্ট্রোলিয়া খেলা হয়নি তবে যেটুকু খেলা গড়েছিলো মাঠে তখন ডেভিড ওয়ার্নার কে এক নারী ধারাভাষ্যকার প্রশ্ন করেছিলে আপনি বিশ্বকাপে কোন প্লেয়ারকে মিস করবেন,ডেভিড ওয়ার্নার: তামিম ইকবাল কে।”

কিন্তু অডিও কমেন্ট্রিতে ওয়ার্নারের ইন্টারভিউ অংশটি বিশ্লেষণ করে দেখা যায়, টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো খেলোয়াড়কে মিস করবেন কিনা এমন কোনো প্রশ্নই ওয়ার্নারকে উক্ত ইন্টারভিউতে করা হয়নি।

অর্থাৎ, তামিমমকে জড়িয়ে ওয়ার্নারের উক্ত বক্তব্যটিও বানোয়াট। 

মূলত, গত অক্টোবরে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন বৃষ্টির বাধায় খেলা বন্ধ থাকার সময়ে মাঠে ওয়ার্নারের ইন্টারভিউ নেয় হোস্ট ব্রডকাস্টার। প্রচারিত ইন্টারভিউয়ের একটি স্ক্রিনশট ব্যবহার করে পরবর্তীতে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ও মেসির বিষয়ে একটি মনগড়া ক্যাপশনকে ওয়ার্নারের বক্তব্য দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে। অথচ, ওয়ার্নার উক্ত বক্তব্য দেননি। তাছাড়া, একই স্ক্রিনশট পূর্বেও তামিমের প্রসঙ্গ টেনে ওয়ার্নারের বক্তব্য দাবিতে প্রচার করা হয়েছিল।  

সুতরাং, কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ও মেসির প্রসঙ্গ টেনে ডেভিড ওয়ার্নার আর্জেন্টিনাকে কাতার বিশ্বকাপের ফেবারিট বলেছেন দাবিতে প্রচার করা হচ্ছে ; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img