ডেভিড মিলার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেননি

গত ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর ফাইনাল ম্যাচে বার্বাডোজের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটের বিশ্ব আসরের শিরোপা জিতেছে ভারত। ফাইনালে জয়ের পরপরই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট ফরম্যাট থেকে অবসর নিয়েছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা। এর আগে সুপার এইটে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ যাত্রা থেমে যাওয়ার পরই অবসরের ঘোষণা দেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার।

এরই প্রেক্ষিতে, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন অ্যাকউন্ট, পেজ ও গ্রুপ থেকে ডেভিড মিলারের ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেন দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান ডেভিড মিলার।

ডেভিড মিলার

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ডেভিড মিলারের অবসর গ্রহণের দাবিটি সঠিক নয়। বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। আলোচিত দাবির বিপরীতে ডেভিড মিলার তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক স্টোরির মাধ্যমে তিনি টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেননি বলে জানিয়েছেন। 

আলোচিত দাবির সত্যতা যাচাইয়ের লক্ষ্যে অনুসন্ধানের শুরুতে ডেভিড মিলারের ফেসবুক পেজ, এক্স অ্যাকাউন্টইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার। পর্যবেক্ষণে, আলোচিত দাবির বিষয়ে ডেভিড মিলারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গতকাল ০২ জুলাই একটি স্টোরি আপলোড দেখতে পাওয়া যায়। 

Screenshot: davidmillersa12

ইনস্টাগ্রাম স্টোরিতে মিলার জানান, ‘আমি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেইনি। প্রোটিয়াদের হয়ে খেলা চালিয়ে যেতে চাই। এখনো সেরাটা দেওয়ার বাকি আছে।

উল্লেখ্য, ইতঃপূর্বে লঙ্কান ক্রিকেটার কুসাল মেন্ডিস ও বাংলাদেশি ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দাবিতে গুজব ছড়িয়ে পড়লে সেগুলো শনাক্ত করে  ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। (,)

মূলত, গত ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর ফাইনালে জয়ের পরপরই আন্তর্জাতিক টি-২০ ফরম্যাট থেকে অবসর নিয়েছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা। এর আগে সুপার এইট পর্ব শেষে অবসরের ঘোষণা দেন অস্ট্রেলিয়ন ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। এমন আবহে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ডেভিড মিলারও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শীর্ষক দাবি  ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। তবে, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দাবিটি সঠিক নয়। আলোচিত দাবির বিপরীতে গতকাল ০২ জুলাই ডেভিড মিলার তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক স্টোরির মাধ্যমে  জানিয়েছেন তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেননি। তিনি দক্ষিণ আফ্রিকার হয়ে আরো খেলা চালিয়ে যেতে চান।

সুতরাং, দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান ডেভিড মিলার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শীর্ষক দাবিটি গুজব। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img