সম্প্রতি, “ইংল্যান্ড ক্রিকেটার ডেভিড মালান তার ফেসবুক পেজে সাকিবের প্রশংসা করে একটি পোস্ট দিয়েছেন” শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
যা দাবি করা হচ্ছে
ছড়িয়ে পড়া পোস্টগুলোতে ডেভিড মালান নামধারী একটি ফেসবুক পেজের পোস্টের স্ক্রিনশট শেয়ার করা হয়েছে। উক্ত স্ক্রিনশটে বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসানের একটি ছবির সাথে লেখা রয়েছে, “অধিনায়ক সাকিব আল হাসান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ফরচুন বরিশালের পক্ষে সামনে থেকে নেতৃত্ব দেন।”
একই স্ক্রিনশটে ডেভিড মালান নামধারী উক্ত ব্যক্তির একটি কমেন্টের স্ক্রিনশটও সংযুক্ত রয়েছে যেখানে উক্ত ব্যক্তি কমেন্ট করেছেন, “তিনি (সাকিব) বিশ্ব ক্রিকেটের রাজা।”
উক্ত মন্তব্যগুলো ডেভিড মালানেরই মন্তব্য দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডেভিড মালান সাকিবের প্রশংসা করে ফেসবুকে কোনো পোস্ট দেননি বরং তার নামে একটি ভুয়া ফেসবুক পেজ থেকে পোস্টটি করা হয়েছে এবং ডেভিড মালানের ভেরিফাইড কোনো ফেসবুক অ্যাকাউন্ট এবং পেজ নেই।
কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে গত ১৪ জানুয়ারী ফেসবুকে ডেভিড মালান নামধারী আলোচিত পেজটির প্রচারিত পোস্টটি (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।
পেজটির ট্রান্সপারেন্সি সেকশন (আর্কাইভ) পর্যবেক্ষণ করে দেখা যায় পেজটি ২০২২ সালের ২০ ডিসেম্বর তৈরী করা হয়েছে।
আরও পর্যবেক্ষণে দেখা যায়, পেজে চারজন এডমিন রয়েছেন যাদের মধ্যে একজনের লোকেশন বাংলাদেশ, অপর তিনজনের লোকেশন দেখানো (hide) হয়নি।
ডেভিড মালান ইংল্যান্ডের ক্রিকেটার হওয়ায় স্বাভাবিকভাবে তার পেজটি ইংল্যান্ড থেকেই পরিচালিত হবে। বাংলাদেশে তিনি থাকেন না, মৌসুম ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি লীগ খেলতে আসেন। তাছাড়া, শুধু বাংলাদেশই নয়, মালান বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লীগেই নিয়মিত খেলে থাকেন। তাই তার পেজ বাংলাদেশ থেকে পরিচালিত করার কোনো কারণ নেই।
অর্থাৎ, ইমেইল ঠিকানাটিও ভুয়া।
পেজের পোস্টগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, পেজে বিভিন্ন সময়েই বিভিন্ন দেশের ক্রিকেটারদের সাফল্যের বিষয়ে নিয়মিত পোস্ট করা হয়।
তবে কিছু অপ্রাসঙ্গিক এবং অন্য দলকে হেয় প্রতিপন্নকারী পোস্টও আছে পেজটিতে।
যেমন, ২৬ ডিসেম্বর (২০২২) “Cute Family” নামের ক্যাপশনে একটি পুতুলের এ্যানিমেশন ভিডিও পোস্ট (আর্কাইভ) করা হয়েছে। একইভাবে পাকিস্তান ক্রিকেটার শাহিন আফ্রিদির বিয়ে ঠিক হয়েছে জানিয়ে একটা পোস্ট (আর্কাইভ) করা হয়েছে।
তবে পেজটি চালু হওয়ার দিন ২০ ডিসেম্বর (২০২২) ভারতীয় দলের বিষয়ে একটি পোস্ট করা হয় যা দেখে আপনি সহজেই সিদ্ধান্তে আসতে পারেন পেজটি মালানের অফিশিয়াল কোনো পেজ নয়।
উক্ত পোস্টে (আর্কাইভ) ভারতকে ‘থার্ড আম্পায়ার টিম’ হিসেবে অভিহিত করা হয়েছে।
আন্তজার্তিক ক্রিকেটে নিয়মিত খেলা একজন ক্রিকেটারেরর পেজে সাধারণত এই ধরনের পোস্ট প্রকাশ করতে দেখা যায় না। তাই উপরোক্ত তথ্যগুলোর ভিত্তিতে পেজটি ডেভিড মালানের নামে পরিচালিত ফেক পেজ বলেই প্রতীয়মান হয়।
অনুসন্ধানে কিওয়ার্ড সার্চ করে ফেসবুকে ডেভিড মালানের কোনো ভেরিফাইড অ্যাকাউন্ট বা পেজ খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে টুইটার ও ইন্সটাগ্রামে ডেভিড মালানের ভেরিফাইড অ্যাকাউন্টগুলো খুঁজে পাওয়া যায়। অ্যাকাউন্টগুলোর বায়োতে উল্লিখিত তথ্য অনুযায়ী, ডেভিড মালানের উক্ত দুই অ্যাকাউন্ট পরিচালনা করে থাকে যুক্তরাজ্যের ‘Advantages Sports’ নামক একটি সংস্থা।
উক্ত দুই অ্যাকাউন্টে ফেসবুকে মালানের নামধারী পেজটিতে সাকিবের প্রশংসা করে করা আলোচিত পোস্টটি খুঁজে পাওয়া যায়নি।
মূলত, গত ১৪ জানুয়ারী ইংলিশ ক্রিকেটার ডেভিড মালান নামধারী একটি ফেসবুক পেজ থেকে সাকিব আল হাসানের প্রশংসা করে একটি পোস্ট এবং একই পোস্টে একটি কমেন্ট করা হয়। উক্ত পোস্ট ও কমেন্টের স্ক্রিনশট ব্যবহার করে ডেভিড মালান সাকিবের প্রশংসা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন শীর্ষক দাবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ফেসবুক পেজটি ডেভিড মালানের নামে পরিচালিত একটি ভুয়া ফেসবুক পেজ। তাছাড়া, ডেভিড মালানের ভেরিফাইড কোনো ফেসবুক অ্যাকাউন্ট এবং পেজ নেই। অর্থাৎ, মালান সাকিবের প্রশংসা করে ফেসবুকে কোনো পোস্ট দেননি।
উল্লেখ্য, চলতি বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) মাত্র দু’টি ম্যাচ খেলেছেন ডেভিড মালান। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ৬ ও ৯ জানুয়ারীর দুইটি ম্যাচ খেলে দুবাইয়ের আইএল টি-টোয়েন্টি লিগে যোগ দিয়েছেন তিনি।
সুতরাং, ডেভিড মালানের নামের পরিচালিত একটি ভুয়া ফেসবুক পেজের পোস্টের বরাতে ডেভিড মালান সাকিবের প্রশংসা করেছেন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- রিউমর স্ক্যানারের নিজস্ব অনুসন্ধান
- Dawid Malan: Page Analysis