বাংলাদেশে ক্ষমতার পটপরিবর্তনের পর সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় মাজার ভাঙচুর ও হামলার খবর পাওয়া গেছে। এরই মধ্যে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্ধৃত করে মাজারে টাকা না দিয়ে ক্ষুধার্তকে খাবার কিনে দিন, পীরকে বাবা না বানিয়ে নিজের বাবার যত্ন নিন। মাজারে সিজদা না করে, মসজিদে সিজদা দিন। এমন একটি দাবি সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ড. ইউনূসকে উদ্ধৃত করে মাজারে ইস্যুতে প্রচারিত দাবিটি সঠিক নয়। ড. মুহাম্মদ ইউনূস এ সংক্রান্ত কোনো মন্তব্যই করেননি। বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সমাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে ড. ইউনূস মাজার ইস্যুতে এমন কোনো কথা বলেছেন কিনা জানতে কি-ওয়ার্ড সার্চ করে মূলধারার কোনো গণমাধ্যমে আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।
অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনও এমন কোনো মন্তব্য করার বিষয়ে কোনো সংবাদ পাওয়া যায়নি।
উলটো গণমাধ্যম প্রতিবেদন অনুযায়ী, অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘মসজিদ, মন্দির এবং মাজারে হামলা গর্হিত কাজ। ধর্মীয় উপাসনালয়ে যারা হামলা চালায় তারা মানবতার শত্রু। নিরাপত্তার স্বার্থে স্থানীয় সাধারণ জনগণের পাশাপাশি মাদ্রাসার ছাত্রদের সম্পৃক্ত করে পূজার সময় মন্দির পাহারা দেওয়া হবে।’
এছাড়াও, সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিভিন্ন মাজারে হামলা হচ্ছে। তাই মাজারে হামলা বন্ধের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।’
সুতরাং, মাজার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত মন্তব্যটি মিথ্যা ও বানোয়াট।
তথ্যসূত্র
- বাংলা ট্রিবিউন: মসজিদ-মন্দির-মাজারে হামলা গর্হিত কাজ: ধর্ম উপদেষ্টা
- ইউএনবি: মাজারে হামলা বন্ধের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- Rumor Scanner’s Own Analysis