সম্প্রতি, ‘অবরোধে প্রধানমন্ত্রীর নির্দেশেই বাসে আগুন গোপন কল রেকর্ড ফাঁস’ শীর্ষক শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা চলমান হরতাল-অবরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাসে আগুন দেওয়া সংক্রান্ত কোনো কল রেকর্ড ফাঁস হয়নি প্রকৃতপক্ষে, ভিন্ন ভিন্ন ঘটনার একাধিক ভিডিও যুক্ত করে কোনরূপ তথ্যসূত্র ছাড়াই চটকদার থাম্বনেইল এবং ক্যাপশন ব্যবহার করে আলোচিত ভিডিও তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। এতে সঞ্চালক দর্শকদের উদ্দেশ্যে তিনটি ভিডিও ক্লিপ দেখান। আলোচিতভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, কয়েকটি ভিন্ন ঘটনার ভিডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। এছাড়াও ভিডিওটির ক্যাপশন এবং থাম্বনেইলে প্রধানমন্ত্রীর বাসে আগুন দেওয়ার নির্দেশের কল রেকর্ড ফাঁসের কথা বলা হলেও ভিডিওটির বিস্তারিত অংশে দেখা যায় কল রেকর্ডটি মূলত বাংলাদেশ ছাত্রলীগের বিগত কমিটির উপ-অর্থ বিষয়ক সম্পাদকের এবং এর সাথে বাসে আগুন দেওয়ার কোনো সম্পর্ক নেই।
ভিডিও যাচাই ১
অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে BNP Uttaranchol নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১০ নভেম্বর ‘১০ ডিসেম্বরের সমাবেশ কে বানচাল করতে সরকার ২০০ টি গাড়িতে অগ্নিসংযোগ করার পরিকল্পনা করেছে👉 ভিপি নুর’ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির সাথে আলোচিত ভিডিওর নুরের বক্তব্যের অংশটুকুর হুবহু মিল খুঁজে পাওযা যায়।

ভিডিওটিতে নুরুল হক নুরকে বলতে শোনা যায়, গত কয়েকদিন আগে গোয়েন্দা সংস্থার এক লোক ভোর রাতে আমার বাসায় গিয়েছে। বাসায় গিয়ে বলেছে, গোয়েন্দা সংস্থাকে সরকার নির্দেশ দিয়েছে ১০ই ডিসেম্বরে বিরোধী দলকে প্রতিহত করতে ঢাকায় ২০০ গাড়িতে অগ্নিসংযোগ করতে হবে। তবে নুর তার বক্তব্যের সপক্ষে কোনো সূত্র উল্লেখ করেননি।
ভিডিও যাচাই ২
আলোচিত ভিডিওটির থাম্বনেইলে প্রধানমন্ত্রীর বাসে আগুন দেওয়ার নির্দেশের কল রেকর্ড ফাঁসের দাবিতে মূল ভিডিওটিতে একটি ভিডিও প্রচার করতে দেখা যায়। উক্ত ভিডিওটি পর্যালোচনা করে জানা যায়, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নাম ব্যবহার করে একই কমিটির উপ-অর্থ বিষয়ক সম্পাদক আতিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতিকে পদ দেওয়ার আশ্বাস দিয়ে আড়াই লাখ টাকা নেন। এছাড়াও দেখা যায়, উক্ত ভিডিওটি মূলত সেসময় এই ঘটনা নিয়ে গণমাধ্যমে প্রচারিত একটি প্রতিবেদনেরই অংশ।
উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভি’র ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১১ নভেম্বর ‘কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার অডিও ভাইরাল; টাকা নিয়েছেন পদের লোভ দিয়ে! | Chapai BCL’ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি মাল্টিমিডিয়া প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদনটিতেও আতিকুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাব্বির আহমেদ-এর একই কলের রেকর্ড শুনতে পাওয়া যায়।
ভিডিও যাচাই ৩
আলোচিত ভিডিওটিতে প্রচারিত সর্বশেষ ভিডিওতে একজন ব্যক্তি সম্প্রতি চ্যানেল ২৪ এর একটি ভাইরাল ভিডিওর স্ক্রিনশট দেখান। যেখানে একজন পুলিশ কর্মকর্তাকে জ্বলন্ত বাসে বোতল দিয়ে কিছু একটা ঢালতে দেখা যায়। উক্ত পুলিশ কর্মকর্তা বাসে আগুন দিচ্ছেন দাবি করে তিনি ছবিটি দর্শকদের উদ্দেশ্যে দেখান।
উক্ত ভিডিওটির সূত্র অনুসন্ধানে ভিডিওতে থাকা DR. FAYZUL HUQ নামটির সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে Dr. Fayzul Huq নামের একটি ইউটিউব চ্যানেলে গত ১৪ নভেম্বর ‘বাসে আ*গুন দিলেন পুলিশ! ভিডিওতে হাসিনার গোপন মিশন স্বীকার করলেন! ড. ফয়জুল হকDr. Fayzul Hu’ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটির সাথে আলোচিত ভিডিওতে প্রদর্শিত ভিডিওর হুবহু মিল খুঁজে পাওয়া যায়। এছাড়াও পুলিশের বাসে আগুন দেওয়া ছবি দাবিতে দেখানো ছবিটির ভিডিওটি অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্ত দাবিতে ছড়িয়ে পড়লে সেসময় ভিডিওটি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার টিম। যাতে দেখা যায়, উক্ত পুলিশ সদস্য মূলত পানি ঢেলে বাসের আগুন নেভানোর চেষ্টা করছিলেন।
অর্থাৎ, আলোচিত ভিডিওতে প্রদর্শিত তিনটি ভিডিও ক্লিপর কোথাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাসে আগুন দেওয়া সংক্রান্ত কোনো কল রেকর্ড ফাঁসের তথ্য দেখানো হয়নি।
এছাড়াও প্রাসঙ্গিক নানা কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে মূলধারার গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো সূত্রে অবরোধে প্রধানমন্ত্রীর নির্দেশে বাসে আগুন গোপন কল রেকর্ড ফাঁসের বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি উপরোক্ত বিষয়গুলো পর্যালোচনা করলে এটা স্পষ্ট যে,অবরোধে প্রধানমন্ত্রীর নির্দেশে বাসে আগুন গোপন কল রেকর্ড ফাঁসের কোনো ঘটনা ঘটেনি।
মূলত, গত ২৮ অক্টোবর রাজধানীর নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে শেখ হাসিনা সরকার পতনের এক দফা দাবিতে মহাসমাবেশ আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। উক্ত সমাবেশে পুলিশের সাথে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তাল হয়ে উঠে। যার পর থেকে বিএনপি ও তার সমমনা দলগুলোর পক্ষ থেকে ক্রমাগত দেশব্যাপী অবরোধ ও হরতালের ডাক দেওয়া হচ্ছে। যাকে কেন্দ্র করে দেশের ভিন্ন স্থানে দফায় দফায় যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এরই পরিপ্রেক্ষিতে সম্প্রতি, ‘অবরোধে প্রধানমন্ত্রীর নির্দেশেই বাসে আগুন গোপন কল রেকর্ড ফাঁস’ শীর্ষক শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিটি সঠিক নয়। অধিক ভিউ পাওয়ার আশায় চটকদার থাম্বনেইল ও শিরোনাম ব্যবহার করে কয়েকটি ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও যুক্ত করে আলোচিত ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
সুতরাং, অবরোধে প্রধানমন্ত্রীর নির্দেশে বাসে আগুন দেওয়ার ঘটনার গোপন কল রেকর্ড ফাঁস শীর্ষক দাবিতে ফেসবুকে প্রচারিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- BNP Uttaranchol Youtube Channel: (77) ১০ ডিসেম্বরের সমাবেশ কে বানচাল করতে সরকার ২০০ টি গাড়িতে অগ্নিসংযোগ করার পরিকল্পনা করেছে👉 ভিপি নুর – YouTube
- Jamuna TV Youtube Channel: (77) কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার অডিও ভাইরাল; টাকা নিয়েছেন পদের লোভ দিয়ে! | Chapai BCL – YouTube
- Dr. Fayzul Huq Youtube Channel: (77) বাসে আ*গুন দিলেন পুলিশ! ভিডিওতে হাসিনার গোপন মিশন স্বীকার করলেন! ড. ফয়জুল হকDr. Fayzul Huq – YouTube
- Rumor Scanner’s Own Analysis