সম্প্রতি, ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের নতুন জার্সি প্রকাশ করলো নাইকি ও এডিডাস শীর্ষক দুটি আলাদা আলাদা দাবিতে ভিনিসিয়াস জুনিয়রের নাইকি লোগো সম্বলিত ও গ্যাব্রিয়েল মার্তিনেলি এডিডাসের লোগো সম্বলিত আলাদা আলাদা জার্সি পরিহিত ছবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের নতুন জার্সি প্রকাশ করলো নাইকি! ফেসবুকে এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
বিশ্বকাপে ব্রাজিলের নতুন জার্সি প্রকাশ করলো এডিডাস! ফেসবুকে এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলো ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপের জার্সির নয় বরং, একটি এক্স অ্যাকাউন্টে গত ৭ মে ‘ব্রাজিল দলের জন্য আপনি কোনটি বেছে নেবেন: নাইকি, অ্যাডিডাস বা পুমা?’ শিরোনামে প্রকাশ ছবিগুলো প্রকাশের পর তা উক্ত দাবিতে ছড়িয়ে পড়ে।
অনসন্ধনের শুরুতে আলোচিত দাবিতে ভিনিসিয়াস জুনিয়র ও গ্যাব্রিয়েল মার্তিনেল‘র কথিত জার্সি পরিহিত ছবি রিভার্স ইমেজ সার্চ করে সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ‘Goleada da Zoeira’ নামের অ্যাকাউন্টে গত ৭ মে পর্তুগিজ ভাষায় ‘Qual você escolhe pra Seleção Brasileira: Nike, Adidas ou Puma’ (আর্কাইভ) (ব্রাজিল দলের জন্য আপনি কোনটি বেছে নেবেন: নাইকি, অ্যাডিডাস বা পুমা?) শীর্ষক শিরোনামে ভিনিসিয়াস জুনিয়রের নাইকির লোগো সম্বলিত ও গ্যাব্রিয়েল মার্তিনেলি অ্যাডিডাসের লোগো সম্বলিত আলাদা আলাদা জার্সি পরিহিত আলোচিত ছবি দুটি পাওয়া যায়। এছাড়াও, ছবি দুটির সাথে নেইমার জুনিয়রের একটি ছবিও পাওয়া যায় যেখানে নেইমারকে পুমার লোগো সম্বলিত আলাদা জার্সিতে দেখা যায়।
উক্ত এক্স পোস্টে ছবিগুলো ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপের জার্সি শীর্ষক কোনো দাবি করা হয়নি।
এই বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চ করে ব্রাজিলের সংবাদ মাধ্যম UOL এর ওয়েবসাইটে গত ৬ মে ‘CBF recebe oferta de quase R$ 1 bi para trocar Nike. Adidas e Puma no páreo’ (নাইকিকে বিনিময়ের জন্য প্রায় ১০০ কোটি ডলারের প্রস্তাব পায় সিবিএফ। দৌড়ে অ্যাডিডাস ও পুমা) শিরোনামে একটি প্রতিবেদন পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, ‘ব্রাজিল জাতীয় দলের জন্য ক্রীড়া সরঞ্জাম সরবরাহকারী হিসাবে নাইকির পরিবর্তে সিবিএফ প্রতি বছর প্রায় এক বিলিয়ন ডলারের প্রস্তাব পেয়েছিল। হলুদ জার্সির মালিকানা নিতে কনফেডারেশনের কাছে আগ্রহ প্রকাশ করেছে অ্যাডিডাস এবং পুমা থেকে যেকোনো এক সংস্থা।
আরও জানা যায়, সিবিএফ এবং নাইকির মধ্যে বর্তমান চুক্তিটি ২০২৬ সাল পর্যন্ত চলবে।
ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপের জার্সি উন্মোচন সম্পর্কে জানতে ব্রাজিল ফুটবল কনফেডারেশন এর ফেসবুক পেজ ‘Confederação Brasileira de Futebol’ ও ওয়েবসাইট এবং ‘Nike’ এর ফুটবল বিষয়ক ফেসবুক পেজ ‘Nike Football’-এ ২০২৬ সালের বিশ্বকাপের জন্য জার্সি উন্মোচন সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
এছাড়াও, অ্যাডিডাস (adidas ও adidas Football) এবং পুমা (PUMA ও PUMA Football) ফেসবুক পেজেও ২০২৬ বিশ্বকাপের ব্রাজিলের জার্সি উন্মোচন সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির বিষয়ে কোনো সংবাদ পাওয়া যায়নি।
অর্থাৎ, Goleada da Zoeira নামের এক্স অ্যাকাউন্টে প্রচারিত ছবিগুলোকে ছড়িয়ে ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের জার্সি দাবিতে প্রচার করা হয়েছে।
মূলত, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিনিসিয়াস জুনিয়রের নাইকি লোগো সম্বলিত ও গ্যাব্রিয়েল মার্তিনেলি এডিডাসের লোগো সম্বলিত আলাদা আলাদা জার্সি পরিহিত ছবি প্রচার করে ২০২৬ সালে ব্রাজিলের নতুন জার্সি দাবিতে প্রচার করা হচ্ছে। তবে, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিগুলো ‘Goleada da Zoeira’ নামের এক্স অ্যাকাউন্টে গত ৭ মে ‘ব্রাজিল দলের জন্য আপনি কোনটি বেছে নেবেন: নাইকি, অ্যাডিডাস বা পুমা?’ শিরোনামে প্রকাশ করা হয়। কিন্তু এই এক্স পোস্টে ছবিগুলো যে ২০২৬ বিশ্বকাপের ব্রাজিলের জার্সির তা উল্লেখ করা হয়নি। এই ছবিগুলোকে পরবর্তীতে ’২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের নতুন জার্সি প্রকাশ করলো নাইকি!’ ও ‘২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের নতুন জার্সি প্রকাশ করলো এডিডাস!’ আলাদা আলাদ দাবিতে প্রচার করা হয়েছে।
সুতরাং, ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের নতুন জার্সি প্রকাশ করলো নাইকি ও এডিডাস শীর্ষক দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- X Post: Qual você escolhe pra Seleção Brasileira: Nike, Adidas ou Puma
- UOL: CBF recebe oferta de quase R$ 1 bi para trocar Nike. Adidas e Puma no páreo
- Facebook: Confederação Brasileira de Futebol
- Rumor Scanner Own Analysis