মাদক গ্রহণের এই ভিডিওটি শামীম ওসমানের স্ত্রীর নয়

সম্প্রতি, সংসদ সদস্য শামীম ওসমানের বউ দাবিতে এক নারীর মাদক গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওতে দেখানো নারী সংসদ সদস্য শামীম ওসমানের স্ত্রী নন। ভিডিওতে মাদক গ্রহণ করা নারীর প্রকৃত পরিচয় না পাওয়া গেলেও শামীম ওসমানের স্ত্রীর চেহারার সাথে উক্ত নারীর চেহারার কোনো মিল পাওয়া যায়নি। 

আলোচিত দাবির সত্যতা যাচাইয়ের জন্য শুরুতে সংসদ শামীম ওসমানের স্ত্রীর চেহারার সাথে আলোচিত দাবিতে দাবিতে প্রচারিত ভিডিওর নারীর চেহারার চেহারা মিলিয়ে দেখার চেষ্টা করে রিউমর স্ক্যানার।

এ বিষয়ে অনুসন্ধানে শামীম ওসমানের স্ত্রীকে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায় শামীম ওসমানের স্ত্রীর নাম সালমা ওসমান লিপি। 

উক্ত সূত্র ধরে ফেসবুকে সালমা ওসমান লিপির নামে পরিচালিত একটি পেজ খুঁজে পাওয়া যায়। এই পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, পেজটিতে সালমা ওসমান লিপির নিয়মিত কার্যক্রমের ছবি ও ভিডিও প্রচার করা হয়। 

তবে এই পেজে প্রচারিত সালমা ওসমান লিপির ছবির সাথে আলোচিত ভিডিওর মাদক গ্রহণ করা নারীর চেহারার কোনো মিল খুঁজে পাওয়া যায় না। 

Image Comparison by Rumor Scanner 

পরবর্তীতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে সালমা ওসমান লিপিকে নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যম প্রকাশিত প্রতিবেদনে (, , ) থাকা তার ভিডিও ও ছবির সাথে আলোচিত ভিডিওর নারীর চেহারা বিশ্লেষণ করেও কোনো মিল পায়নি রিউমর স্ক্যানার টিম।

তবে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর নারীর আসল পরিচয় খুঁজে পাওয়া সম্ভব হয়নি। তবে একই ভিডিওটি গত ০৭ আগস্ট ছাত্রলীগ নেত্রীর মদ খাওয়ার ভিডিও দাবিতেও ফেসবুকে পোস্ট (আর্কাইভ) করা হয়। তবে ঐ পোস্টে দাবি সমর্থিত কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

মূলত, সম্প্রতি ফেসবুকে এক নারীর মাদক গ্রহণের একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে ভিডিওর নারী নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের স্ত্রী। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপির চেহারার সাথে প্রচারিত ভিডিওতে মাদক গ্রহণ করা নারীর চেহারা মিল খুঁজে পাওয়া যায়নি। আলোচিত ভিডিওতে অতীতেও ভিন্ন ভিন্ন দাবিতে ইন্টারনেটে প্রচার করা হলেও এই নারীর প্রকৃত পরিচয় জানা যায়নি।

সুতরাং, সংসদ সদস্য শামীম ওসমানের স্ত্রী দাবিতে ভিন্ন এক নারীর মাদক গ্রহণের ভিডিও ফেসবুকে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img