শনিবার, মে 24, 2025

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শেখ হাসিনার আমন্ত্রণ পাওয়া সংক্রান্ত দাবিটি ভুয়া

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে গত ০৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা।

সম্প্রতি, ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে  শপথ অনুষ্ঠানে শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন শীর্ষক একটি দাবি প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন- এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন’ শীর্ষক দাবিটি সঠিক নয় বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

সাধারণত অতীতের রীতি অনুসারে ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে ২০২৫ সালের ২০ জানুয়ারি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

দাবির সূত্র ধরে এই বিষয়ে অনুসন্ধানে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ওয়েবসাইটে পর্যবেক্ষণ করে আলোচিত দাবির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। 

পরবর্তীতে, উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কিত যৌথ কংগ্রেসনাল কমিটি (জেসিসিআইসি) এর ওয়েবসাইট পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

ওয়েবসাইটটি পর্যবেক্ষণ করে জানা যায়, ১৯০১ সাল থেকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের ২০তম সংশোধনী অনুসারে, উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কিত যৌথ কংগ্রেসনাল কমিটি (জেসিআইসি) মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত রাষ্ট্রপতি এবং নির্বাচিত উপরাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠানের পরিকল্পনা ও বাস্তবায়নের দায়িত্বে রয়েছে। তাই স্বাভাবিকভাবে পেন্টাগনের এই আমন্ত্রণ জানানো অমূলক।

তাছাড়া, এই বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির পক্ষে দেশীয় কিংবা আন্তর্জাতিক গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

  • U.S. Department of Defense: Website
  • Joint Congressional Committee on Inaugural Ceremonies (JCCIC): Website
  • Rumor Scanner’s Own Analysis

আরও পড়ুন

spot_img