গত, ১২ই মে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞান (ক) ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে দাবিতে দুইটি পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
কী দাবি করা হচ্ছে?
গত ১২ই মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান (ক) ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয় সকাল ১১টায়। এর পূর্বে সকাল ৯ টা ০৯ মিনিটে ফেসবুকে ‘Asif Chowdhury’ নামক একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি পোস্টে (আর্কাইভ) দাবি করা হয়, “ঢাবি ক ইউনিট প্রশ্ন ২ ঘন্টা আগে ফ্রি দিলাম এক্সাম দিয়ে মিলায়েন ১০০% কমন থাকবে এটা। টাকা ছাড়া প্রশ্ন পাবেন না কখনই।”
পোস্টের সাথে একটি ছবি সংযুক্ত আছে যেখানে একটি ছাপা প্রশ্নের বাংলা MCQ অংশ দেখা যাচ্ছে।
এছাড়াও, একইদিন (১২ই মে) ৯টা ১২ মিনিটে ‘Adnan Hasib Arnob’ নামের অপর এক ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি পোস্টে (আর্কাইভ) দাবি করা হয়, “Dhaka বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘A’ ইউনিট এর প্রশ্ন সময় সকাল ৯ টা ১৫ মিনিট প্রশ্নের কিছু অংশ ফ্রি তে দিলাম পরীক্ষার পর এসে মিলিয়ে নিয়ো। “
এই পোস্টের সাথেও বাংলা MCQ অংশের একটি ছাপা প্রশ্নপত্রের সংযুক্ত ছবি দেখা যায়।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান (ক) ইউনিটের ভর্তি পরীক্ষা শুরুর আগেই ফেসবুকে প্রশ্ন ফাঁস হয়েছে শীর্ষক দাবিটি সঠিক নয় বরং পরীক্ষা শুরুর পূর্বে প্রশ্নের ছবি ব্যতীত একটি পোস্ট করে পরীক্ষা শেষ হওয়ার পরে একই পোস্ট এডিট/সম্পাদনা করে প্রশ্নের ছবিটি যুক্ত করা হয়।
চলতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান (ক) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ১২ই মে সকাল ১১ টা থেকে ১২.৩০ টা পর্যন্ত।
এই পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিষয়ে ছড়িয়ে পড়া পোস্ট দুইটির মধ্যে ‘Asif Chowdhury’ নামক একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশিত আলোচিত পোস্টটির ‘Edit History’ বিশ্লেষণ করে দেখা যায়, সকাল ৯ টা ০৯ মিনিটে যখন পোস্ট করা হয়, তখন পোস্টের সাথে প্রশ্নপত্রের কোনো ছবি যুক্ত ছিল না। পরবর্তীতে দুপুর ১ টা ১৭ মিনিটে প্রশ্নপত্রের ছবিটি যুক্ত করা হয়।
অর্থাৎ স্ট্যাটাসটিতে কোনো ছবি যুক্ত না করে পোস্ট করা হয়েছে সকালে এবং ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর প্রশ্নপত্রটি সংযুক্ত করা হয়েছে।
পরবর্তীতে Adnan Hasib Arnob নামক অপর ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত পোস্টের বিষয়ে অনুসন্ধানে উক্ত পোস্টটির ‘Edit History’ বিশ্লেষণ করে দেখা যায়, সকাল ৯ টা ১২ মিনিটে যখন পোস্ট করা হয়, তখন পোস্টের সাথে প্রশ্নপত্রের কোনো ছবি যুক্ত ছিল না।
পরবর্তীতে সকাল ১০ টা ৫০ মিনিটে পোস্টের “b” ইউনিটের স্থলে ‘A’ ইউনিট লিখে পোস্টটি এডিট করা হয় এবং সবশেষে ১টা ১৫ মিনিটে প্রশ্নপত্রের ছবিটি সংযুক্ত করা হয়।
অর্থাৎ, পরীক্ষা শুরু হবার পূর্বে উক্ত স্ট্যাটাসটি প্রকাশ করা হলেও ছবি সংযুক্ত করা হয়েছে পরীক্ষা শেষ হবার পৌনে এক ঘন্টা পর। এমনকি ইউনিটের নামও সম্পাদনা করা হয়েছে পোস্টে।
এছাড়া, চলতি বছরের ঢাবির বিজ্ঞান (ক) ইউনিটের প্রশ্ন ফাঁস হওয়া শীর্ষক কোনো তথ্য গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
মূলত, গত ১২ মে সকাল ১১ টা থেকে ১২.৩০ টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান (ক) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষাকে কেন্দ্র করে একইদিন সকাল ৯টা ০৯ মিনিট ও সকাল ৯টা ১২ মিনিটে প্রকাশিত দুইটি পোস্টে দাবি করা হয়, ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। উক্ত পোস্টগুলোর সাথে প্রশ্নপত্রের একটি ছবিও সংযুক্ত করা হয়। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান (ক) ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর যথাক্রমে দুপুর ১টা ১৭ এবং ১টা ১৫ মিনিটে পোস্ট দুইটি এডিট/সম্পাদনা করে প্রশ্নপত্রের ছবিগুলো যুক্ত করা হয়।
উল্লেখ্য, পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে দাবিতে একটি গুজব একইভাবে ছড়িয়ে পড়লে সেটির বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।
সুতরাং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান (ক) ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে শীর্ষক একটি দাবি ফেসবুকে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Dhaka University Website: বিজ্ঞান ইউনিট ভর্তি নির্দেশিকা
- Rumor Scanner’s own Analysis