গত ২৯ এপ্রিল অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডার গ্র্যাজুয়েটের চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষা শুরুর পূর্বে “চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে” শীর্ষক দাবিতে একটি পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
কী দাবি করা হচ্ছে?
২৯ এপ্রিল ঢাবির চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় বেলা ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত। এর পূর্বে সকাল ০৮ টা ৩৫ মিনিটে ফেসবুকে ‘Mehedi Hasan Shuvo (আর্কাইভ)‘ নামক একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি পোস্টে (আর্কাইভ) দাবি করা হয়, “ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2023 চারুকলা ইউনিট এর প্রশ্ন পরীক্ষা শুরুর আগেই দিয়ে দিলাম সময় সকাল ৮ টা ৩৫ মিনিট। যারা ইনবক্সে গিয়ে প্রুভ চাও তাদের জন্য শেষবারের মতো প্রশ্নের কিছু অংশ ফ্রি তে দিলাম। এইটুকু ই প্রমাণের জন্য যথেষ্ট। যাদের ডেন্টাল, ঢাকা, গুচ্ছ, রাজশাহী, নার্সিং,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ১০০% কমন প্রশ্ন লাগবে তারা ইনবক্সে যোগাযোগ করো।আমি এডভান্স টাকা ছাড়া প্রশ্ন সেল করিনা।যাদের এডভান্স করতে সমস্যা আছে তারা আমার থেকে দূরে থাকো। টাকা ফিক্সড এবং এডভান্স। যারা বাংলা কম বুঝো দয়া করে তারা অযথা মেসেজ দিয়ে বিরক্ত কইরোনা। বিঃদ্রঃ এটাই আমার প্রমাণ দেওয়ার জন্য শেষ পোস্ট আমার আইডি থেকে আর কখনো এইভাবে পোস্ট হবে না। প্রমাণ অনেক দিছি আর কতো।”
পোস্টে একটি ছবি সংযুক্ত রয়েছে, যেখানে একটি ছাপা প্রশ্নের একাংশ দেখা যাচ্ছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ঢাবির চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা শুরুর আগেই ফেসবুকে ঢাবির প্রশ্ন ফাঁস হয়েছে শীর্ষক দাবিটি সঠিক নয় বরং পরীক্ষা শুরুর পূর্বে প্রশ্নের ছবি ব্যতীত পোস্ট করে পরীক্ষা শেষ হওয়ার আধঘন্টা পর ওই পোস্ট এডিট/সম্পাদনা করে প্রশ্নের ছবিটি যুক্ত করা হয়।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত পোস্টটির (Mehedi Hasan Shuvo নামক একটি অ্যাকাউন্টের পোস্ট) ‘Edit History’ বিশ্লেষণ করে দেখা যায়, সকাল ৮ টা ৩৫ মিনিটে যখন পোস্ট করা হয়, তখন পোস্টে প্রশ্নপত্রের কোনো ছবি যুক্ত ছিল না। পরবর্তীতে দুপুর ০১ টা ০৮ মিনিটে ওই পোস্টে প্রশ্নপত্রের ছবিটি যুক্ত করা হয়।
একই অ্যাকাউন্টের এমন ঘটনার আরো উদাহরণ
Mehedi Hasan Shuvo (আর্কাইভ) নামক অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে দেখা যায়, অ্যাকাউন্টটিতে পূর্বেও এমন প্রশ্নের ফাঁসের গুজব ছড়ানো হয়েছে।
যেমন, গত ১০ মার্চ তিনি মেডিকেল ভর্তি পরীক্ষার বিষয়ে একটি পোস্ট (আর্কাইভ) করেন। পোস্টে তিনি লিখেন, “Medical Admission Question 2023 সময় রাত ১২ টা ৫০ মিনিট। প্রশ্নের কিছু অংশ ফ্রি তে দিলাম পরীক্ষার পর এসে মিলিয়ে নিয়ো।”
কিন্তু পোস্টে কোনো ছবি যুক্ত ছিল না সেসময়।
সেদিনই (১০ মার্চ) মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এর দুই দিন পর ১২ মার্চ শুভ তার পোস্টটিতে প্রশ্নের ছবি যুক্ত করেন।
অর্থাৎ, ১০ মার্চের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে দাবি করে সেদিনের কোনো ছবি ছাড়া প্রকাশিত একটি পোস্টে পরীক্ষা শেষ হওয়ার দুইদিন পর প্রশ্নের ছবি যুক্ত করা হয়েছে।
একই অ্যাকাউন্টে এমন আরেকটি প্রতারণামূলক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
মূলত, গত ২৯ এপ্রিল বেলা ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডার গ্র্যাজুয়েটের চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষাকে কেন্দ্র করে একইদিন সকাল ৮ টা ৩৫ মিনিটে প্রকাশিত একটি পোস্টে দাবি করা হয়, ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। উক্ত পোস্টে প্রশ্নপত্রের একটি ছবিও যুক্ত রয়েছে। তবে অনুসন্ধানে দেখা যায়, ঢাবির ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর দুপুর ০১ টা ০৮ মিনিটে সকালের পোস্টটি এডিট করে ভর্তি পরীক্ষার প্রশ্নের ছবি যুক্ত করে উক্ত দাবিটি ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, গত মার্চেও একই কায়দায় মেডিকেলের ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে বলে যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner own analysis
- Prothom Alo: ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইউনিটের পরীক্ষা শনিবার, আসনবিন্যাস প্রকাশ