গতকাল ১০ মার্চ অনুষ্ঠেয় এমবিবিএস ১ম বর্ষ ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষা শুরুর পূর্বে “মেডিকেলের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে” শীর্ষক দাবিতে একটি পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
কী দাবি করা হচ্ছে?
গতকাল মেডিকেল ভর্তি পরীক্ষা শুরু হয় সকাল ১০ টায়। এর পূর্বে সকাল ৭ টা ১১ মিনিটে ফেসবুকে ‘Shahidul Hasan Tamim’ নামক একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি পোস্টে (আর্কাইভ) দাবি করা হয়, “Medical Admission Question 2023 সময় সকাল 7টা 9 মিনিট। কিছু ফ্রি *-তে দিলাম পরীক্ষার পর এসে মিলিয়ে নিয়ো।আমি এডভান্স টাকা ছাড়া কাউকে কোন প্রশ্ন দেই নি আর কোনদিন দিবোও না।বলছিলাম পরীক্ষার কিছুক্ষণ আগে ফ্রি দিবো কিছু দিলাম এইটুকু ই প্রমাণের জন্য যথেষ্ট। যাদের ডেন্টাল এডমিশন টেষ্ট ও প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার যে কোনো ভর্তি পরিক্ষার ১০০% কমন প্রশ্ন লাগবে তারা দ্রুত যোগাযোগ করো। টাকা ফিক্সড এবং এডভান্স যারা বাংলা কম বুঝো দয়া তারা অযথা কোন মেসেজ দিয়ে ব্লক খাবে না।”
পোস্টে একটি ছবি সংযুক্ত রয়েছে, যেখানে একটি ছাপা প্রশ্নের একাংশ দেখা যাচ্ছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মেডিকেল ভর্তি পরীক্ষা শুরুর আগেই ফেসবুকে মেডিকেলের প্রশ্ন ফাঁস হয়েছে শীর্ষক দাবিটি সঠিক নয় বরং পরীক্ষা শুরুর পূর্বে প্রশ্নের ছবি ব্যতীত পোস্ট করে পরীক্ষা শেষ হওয়ার ঘন্টাখানেক পর ওই পোস্ট এডিট/সম্পাদনা করে প্রশ্নের ছবিটি যুক্ত করা হয়।
চলতি বছরের এমবিবিএস ১ম বর্ষ (মেডিকেল) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গতকাল (১০ মার্চ) সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত পোস্টটির (Shahidul Hasan Tamim নামক একটি অ্যাকাউন্টের পোস্ট) ‘Edit History’ বিশ্লেষণ করে দেখা যায়, সকাল ৭ টা ১১ মিনিটে যখন পোস্ট করা হয়, তখন পোস্টে প্রশ্নপত্রের কোনো ছবি যুক্ত ছিল না। পরবর্তীতে দুপুর ১২ টা ৪ মিনিটে প্রশ্নপত্রের ছবিটি যুক্ত করা হয় পোস্টে।
অর্থাৎ স্ট্যাটাসটিতে কোনো ছবি যুক্ত না করে পোস্ট করা হয়েছে সকালে এবং ভর্তি পরীক্ষা শেষ হওয়ার ঘন্টাখানেক পর প্রশ্নপত্রটি সংযুক্ত করা হয়েছে।
প্রশ্নপত্রের ছবিটির খোঁজে
Shahidul Hasan Tamim এর আলোচিত পোস্টে সংযুক্ত প্রশ্নপত্রের ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, প্রশ্নের ছবির ব্যাকগ্রাউন্ডে একটা লোগোর জলছাপ রয়েছে। লোগোতে থাকা D এবং M বর্ণটি বোঝা গেলেও পুরো শব্দটি দেখা যায়নি।
পরবর্তীতে DM এর সাথে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে ফেসবুকে ‘DMC Learners’ নামে একটি পেজ খুঁজে পাওয়া যায়, যেখানে গতকাল (১০ মার্চ) সকাল ১১ টা ৩১ মিনিটে প্রকাশিত একটি পোস্টে (আর্কাইভ) আলোচিত প্রশ্নপত্রের ছবিটি খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ, মেডিকেল ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর সকাল সাড়ে ১১ টায় একটি পেজে প্রকাশিত প্রশ্নপত্রের ছবি নিয়ে দুপুর ১২ টায় পূর্বের একটি পোস্ট এডিট করে ছবিটি যুক্ত করে Shahidul Hasan Tamim নামক একটি অ্যাকাউন্টের পোস্টে দাবি করা হচ্ছে, মেডিকেলের প্রশ্ন ফাঁস হয়েছে।
একই অ্যাকাউন্টের এমন ঘটনার আরো উদাহরণ
Shahidul Hasan Tamim নামক অ্যাকাউন্টটি (আর্কাইভ) পর্যবেক্ষণ করে দেখা যায়, অ্যাকাউন্টটিতে পূর্বেও এমন প্রশ্নের ফাঁসের গুজব ছড়ানো হয়েছে।
যেমন, গত ০৪ জানুয়ারি তিনি “আলহামদুলিল্লাহ” লিখে একটি পোস্ট (আর্কাইভ) করেন। এই পোস্টটিই গত ০৬ মার্চ এডিট করে তিনি লিখেছেন, “LGED নিয়োগ পরীক্ষায় কার্যসহকারী পদে ১০০% কমন প্রশ্ন দিব। যাদের হেল্প লাগবে তারা দ্রুত ইনবক্সে যোগাযোগ করুন।”
একইভাবে, গত বছরের (২০২২) ২৪ ডিসেম্বর তিনি “সব” লিখে একটি পোস্ট (আর্কাইভ) করেন। এই পোস্টটিই গত ০১ ফেব্রুয়ারি এডিট করে তিনি লিখেছেন, “Attention everyone, SSC Result Change…”। একইদিন আবার তিনি এডিট করে এসএসসির ফলাফল পরিবর্তনের কিছু স্ক্রিনশট যুক্ত করেছেন উক্ত পোস্টে।
অথচ অনুসন্ধানে জানা যায়, এসএসসির ফল পুনঃনিরীক্ষণের ফলাফল বেরিয়েছে গত বছরের ২৪ ডিসেম্বর। সেদিন জনাব তামিম “সব” শীর্ষক ক্যাপশনে যে পোস্টটি করেছিলেন সেটিই মাস দুয়েক পর এডিট করে তাতে ফলাফল পরিবর্তন হওয়ার স্ক্রিনশট যুক্ত করেছেন।
একই অ্যাকাউন্টে এমন আরেকটি প্রতারণামূলক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
মূলত, গতকাল ১০ মার্চ সকাল ১০ টা থেকে ১১ টায় এমবিবিএস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষাকে কেন্দ্র করে একইদিন সকাল ৭ঃ১১ মিনিটে প্রকাশিত একটি পোস্টে দাবি করা হয়, ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। উক্ত পোস্টে প্রশ্নপত্রের একটি ছবিও যুক্ত রয়েছে। তবে অনুসন্ধানে দেখা যায়, মেডিকেল ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর সকাল সাড়ে ১১ টায় একটি পেজে প্রকাশিত প্রশ্নপত্রের ছবি নিয়ে সকাল সাতটায় করা পোস্টটি দুপুর ১২ টায় এডিট করে ছবিটি যুক্ত করার পর উক্ত দাবিটি ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, গতকাল রাতে মেডিকেলের প্রশ্নফাঁসের নামে প্রতারণার অভিযোগে রাজধানী থেকে এক যুবককে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
সুতরাং, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে বলে যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner own analysis
- DMC Learners: Facebook Post