সম্প্রতি, জাম্বিয়ার একটি ফুটবল ক্লাবের একজন খেলোয়াড়ের ম্যাচ সেরার পুরস্কার হিসেবে পাঁচ ক্রেট ডিম পাওয়া শীর্ষক কিছু তথ্য একাধিক গণমাধ্যম এবং ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
যা দাবি করা হচ্ছে
গণমাধ্যমে গত ১৮ ও ১৯ জানুয়ারী প্রকাশিত সংবাদে এসেছে, “জাম্বিয়ার একজন ফুটবল খেলোয়াড় ম্যাচ সেরা নির্বাচিত হওয়ার পর পুরস্কার হিসেবে পাঁচ ক্রেট ডিম পেয়েছেন। গত সপ্তাহে (কিছু কিছু গণমাধ্যমে এটিকে সাম্প্রতিক সময়ের ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে) পাওয়ার ডায়নামোসের সেন্টার ফরোয়ার্ড জাম্বিয়ান ফুটবলার কেনেডি মুসোন্ডা তার দুর্দান্ত পারফরমেন্সের জন্য এই পুরস্কার পান।”
প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে, “জাম্বিয়ান রিপোর্ট অনুসারে, পাওয়ার ডাইনামোস এবং চিরপ্রতিদ্বন্দ্বী এনকানা ফুটবল ক্লাবের মধ্যে কিটওয়ে ডার্বির সময় একমাত্র গোলটি করেছিলেন কেনেডি। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারের জন্য তিনটি ডিমের ট্রে তিনি জেতেন। আর, একমাত্র গোলটি করার পুরস্কারস্বরূপ তিনি পান দুই ক্রেট ডিম।”
প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়, “কেনেডি মুসোন্ডাকে ডিমের ক্রেট উপহার দেন এক ক্লাব ভক্ত, যিনি একটি পোল্ট্রি ফার্মের মালিক। ২৭ বছর বয়সী এই স্ট্রাইকার চলতি মৌসুমে এখন পর্যন্ত তার ক্লাবের হয়ে লিগে ছয়টি গোল করেছেন।”
উক্ত দাবিতে গণমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদন দেখুন- যমুনা টিভি, নিউজ২৪ টিভি, বিডি২৪ রিপোর্ট, জুম বাংলা, ইত্তেফাক, কালের কণ্ঠ, ডেইলি বাংলাদেশ, বাংলাভিশন, ডেইলি কুমিল্লা নিউজ, খেলা ৭১, ডিবিসি নিউজ, আমার সংবাদ।
ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
একই দাবিতে ইউটিউবে ছড়িয়ে পড়া কিছু ভিডিও দেখুন এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জাম্বিয়ার উল্লিখিত ঘটনাটি প্রায় দুই মাসের পূর্বের এবং এটি অফিশিয়াল পুরস্কার ছিলো না বরং গত বছরের নভেম্বরে অফিশিয়াল ম্যাচ সেরা পুরস্কারের বাইরে এক ভক্ত কর্তৃক অতিরিক্ত পুরস্কার হিসেবে উক্ত পুরস্কার দেওয়া হয়।
অনুসন্ধান যেভাবে
জাম্বিয়ার একটি ফুটবল ক্লাবের একজন খেলোয়াড়ের ম্যাচ সেরার পুরস্কার হিসেবে পাঁচ ক্রেট ডিম পাওয়ার বিষয়ে মূলধারার সংবাদমাধ্যম ‘যমুনা টিভি‘তে প্রকাশিত প্রতিবেদনে প্রচারিত তথ্যগুলোর সূত্র হিসেবে ‘Zambian Reports’ এর নাম উল্লেখ করা হয়েছে।
কিওয়ার্ড সার্চের মাধ্যমে ‘Zambian Reports’ নামে কোনো সংবাদমাধ্যম খুঁজে পাওয়া না গেলেও ‘Zambia Reports’ নামে জাম্বিয়ার ব্যক্তিগত মালিকানাধীন স্বাধীন একটি সংবাদমাধ্যমে আলোচিত বিষয়টিতে ২০২২ সালের ২৩ নভেম্বর “POWER DYNAMOS KENNEDY MUSONDA AWARDED WITH 5 TRAYS OF EGGS” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদনে দেশীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্যগুলো উল্লেখ থাকলেও গত সপ্তাহ বা সাম্প্রতিক সময় কিংবা পুরস্কার প্রদানের ঘটনাটি কবে হয়েছিল সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।
প্রতিবেদনের একটি ছবির সাথে একই বিষয়ে দেশের গণমাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদনে উল্লিখিত একটি ছবির হুবহু মিল খুঁজে পাওয়া যায়।
জাতীয় দৈনিক ‘কালের কন্ঠ’ গত ১৯ জানুয়ারী এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে জাম্বিয়া রিপোর্টসের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও সংযুক্ত করেছে।
২০২২ সালের ২৩ নভেম্বর প্রকাশিত ভিডিওটিতে উপস্থাপককে বলতে শোনা যায়, পরিচয় করিয়ে দিচ্ছি ম্যাচ সেরা কেনেডিকে। একমাত্র গোলটি করার জন্য দুই ক্রেট ডিম এবং ম্যান অফ দ্য ম্যাচের জন্য তিনটি ডিমের ট্রে তাকে দেওয়া হচ্ছে।
পরবর্তীতে কেনেডির হাতে পাঁচ ট্রে ডিম তুলে দেওয়া হয়। কেনেডি উক্ত পুরস্কার গ্রহণ করে তার অভিব্যক্তি প্রকাশ করেন।
অর্থাৎ, দেশের গণমাধ্যমে ডিম উপহার দেওয়ার আলোচিত ঘটনাকে সাম্প্রতিক সময়ের দাবি করলেও ঘটনাটি মূলত ২০২২ সালের নভেম্বরের।
কী বলছে পাওয়ার ডায়নামোস ফুটবল ক্লাব?
আলোচিত ঘটনাটির বিষয়ে বিস্তারিত জানতে জাম্বিয়ার পাওয়ার ডায়নামোস ফুটবল ক্লাবের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম।
ক্লাবের মিডিয়া অফিসার রিউমর স্ক্যানারকে জানান, উক্ত ঘটনাটির বিষয়ে যে তথ্যগুলো ছড়িয়েছে তা সঠিক নয়৷
তিনি জানান, ক্লাবের পক্ষে স্পন্সর প্রতিষ্ঠান মাস সেরার পুরস্কার হিসেবে ৫০০০ কওয়াচা (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ২৮ হাজার টাকা) এবং ফ্যানস ম্যাচ সেরার পুরস্কার ২০০০ কওয়াচা (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ হাজার ৪০০ টাকা) দেওয়া হয়ে থাকে৷ এছাড়া লীগের পক্ষ থেকে নিয়মিত শপিং ভাউচারসহ আরও কিছু পুরস্কার দেওয়া হয়ে থাকে।
মিডিয়া অফিসার রিউমর স্ক্যানারকে বলেছেন, আলোচিত ম্যাচটি হয়েছিল ২০২২ সালের ২০ নভেম্বর।
এই তথ্যের সূত্র ধরে পাওয়ার ডায়নামোস ফুটবল ক্লাবের অফিশিয়াল ফেসবুক পেজে ২০২২ সালের ২০ নভেম্বর প্রকাশিত একটি ফেসবুক পোস্টে আলোচিত ম্যাচটির ফলাফল খুঁজে পাওয়া যায়।
পাওয়ার ডায়নামোসের মিডিয়া অফিসার জানিয়েছেন, আলোচিত ডিমের ক্রেট দেওয়ার ঘটনাটি ছিল ক্লাবের একজন ভক্ত কর্তৃক ক্লাবের সম্মতিতে দেওয়া অতিরিক্ত পুরস্কার, যা ২০২২ সালের ২৩ নভেম্বর ক্লাবের ট্রেনিং সেশনের সময় কেনেডিকে দেওয়া হয়েছিল। ডিমের ক্রেট পুরস্কার হিসেবে দেওয়ার এমন ঘটনা আগেও বেশ কয়েকবার ঘটেছিল। তবে ২৩ নভেম্বর কেনেডিকে দেওয়ার পর পরবর্তীতে আর দেওয়া হয়নি।
মিডিয়া অফিসার বলেছেন, লীগে সাধারণত যেদিন খেলা হয় তার পরের খেলার দিন পূর্বের ম্যাচের পুরস্কার বিতরণ করা হয়। ২০ নভেম্বরের আলোচিত ম্যাচটির অফিশিয়াল পুরস্কারগুলো ২৭ নভেম্বর দেওয়া হয়েছিল। উক্ত পুরস্কারের ছবিগুলোও তিনি রিউমর স্ক্যানারকে পাঠিয়েছেন।
দেখুন –
এই ছবি পাওয়ার ডায়নামোসের ফেসবুক পেজেও ২৭ নভেম্বর প্রকাশ করা হয়েছিল। দেখুন এখানে।
অর্থাৎ, ম্যাচ সেরার অফিশিয়াল পুরস্কারের বাইরে ডিমের ক্রেট অতিরিক্ত পুরস্কার হিসেবে দেওয়া হয়েছিল কেনেডি মুসোন্ডাকে৷
মূলত, ২০২২ সালের ২৩ নভেম্বরে জাম্বিয়ার পাওয়ার ডায়নামোস ফুটবল ক্লাবের খেলোয়াড় কেনেডি মুসোন্ডাকে এক ভক্ত ডিমের ক্রেট উপহার দিয়েছিলেন। তবে, ডিমের ক্রেটটি ম্যাচসেরার অফিসিয়াল পুরস্কার নয় বরং মুসোন্ডাকে আলাদা করেই কর্তৃপক্ষ কর্তৃক ম্যাচ সেরার পুরস্কার (প্রাইজমানি) দেয়া হয়েছিল। কিন্তু, উক্ত ঘটনাকে সম্প্রতি ‘গত সপ্তাহের’ ঘটনা দাবি করে এবং ডিমের ক্রেটগুলো ম্যাচ সেরার পুরস্কার হিসেবে দেয়া হয়েছিলো দাবি করে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে প্রচার করা হচ্ছে, যা সঠিক নয়।
সুতরাং, ২০২২ সালের নভেম্বরে জাম্বিয়ার একটি ফুটবল ক্লাবের খেলোয়াড়কে পাঁচ ক্রেট ডিম উপহার দেওয়ার ঘটনাকে গত সপ্তাহের দাবি এবং অফিশিয়াল পুরস্কারের অতিরিক্ত পুরস্কার হিসেবে ডিম দেওয়ার বিষয়টি উল্লেখ না করে গণমাধ্যম ও ফেসবুকে প্রচার করা হচ্ছে;যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Zambia Reports: POWER DYNAMOS KENNEDY MUSONDA AWARDED WITH 5 TRAYS OF EGGS
- Zambia Reports: Facebook Video
- Statement from Media Officer, Power Dynamos FC.