সম্প্রতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজাব বাধ্যতামূলক করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার।
হিজাব বাধ্যতামূলক করল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ঢাবির উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজাব বাধ্যতামূলক করেছেন শীর্ষক দাবিটি সঠিক নয় বরং, এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা বলে রিউমর স্ক্যানারকে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে অনুসন্ধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজাব বাধ্যতামূলক করেছেন কিনা জানতে মূলধারার কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও এমন কোনো তথ্য মেলেনি।
এ বিষয়ে জানতে ড. নিয়াজ আহমেদ খানের সাথে যোগাযোগ করা হলে তিনি এমন কোনো মন্তব্য বা ঘোষণা দেননি বলে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন।
সুতরাং, ঢাবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজাব বাধ্যতামূলক করেছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- স্টেটমেন্ট: অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়
- Rumor Scanner’s Own Analysis