ভারতের রথযাত্রার ভিডিও বাংলাদেশে শেখ হাসিনা ও বিএনপির সমাবেশ দাবিতে প্রচার

গতবছর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, ভিডিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসমাবেশের। এছাড়া একই ভিডিওটি বিএনপির জনসমাবেশের দাবিতেও প্রচার করা হয়েছে। 

ভারতের রথযাত্রার

শেখ হাসিনার জনসমাবেশের দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

একই দাবিতে গত বছরের পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

একই ভিডিও বিএনপির জনসমাবেশের দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, রাস্তায় জনসমাগমের এই ভিডিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা বিএনপির জনসমাবেশের দৃশ্যের নয়, এমনকি ভিডিওটি বাংলাদেশেরই নয়। প্রকৃতপক্ষে ভারতের ওড়িশা রাজ্যের পুরী জেলায় অনুষ্ঠিত ভগবান জগন্নাথের রথযাত্রার পুরোনো ভিডিওকে উল্লিখিত দুই দাবিতে প্রচার করা হচ্ছে।

অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চ করে Hindutva নামক একটি ফেসবুক পেজে গত বছরের ২২ জুন প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। (আর্কাইভ

উক্ত পোস্টে থাকা ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির স্থানের মিল রয়েছে। 

Video Comparison: Rumor Scanner 

পোস্টটির ক্যাপশনে লেখা, Not a ‘Brahmin’, Not a ‘Kshatriya’, Not a ‘Vaishya’, Not a ‘Shudra’, Just an Ocean of Hindus.

এছাড়া, ভারতীয় গণমাধ্যম abplive এর ওয়েবসাইটে গত বছরের ২১ জুন “Jagannath Yatra 2023: Jagannath Rath Yatra begins in Puri, lakhs of devotees throng” (ইংরেজি অনূদিত) শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফটোস্টোরি পাওয়া যায়। 

উক্ত প্রতিবেদনে থাকা একটি ছবির সাথে আলোচিত ভিডিওর দৃশ্যের মিল খুঁজে পাওয়া যায়।

Video Comparison: Rumor Scanner 

প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের ওড়িশা রাজ্যের পুরী জেলায় অনুষ্ঠিত ভগবান জগন্নাথের রথযাত্রার দৃশ্য এটি।

পরবর্তীতে, ভারতীয় গণমাধ্যম NDTV এর ওয়েব স্টোরি ও The Shillong Times এর ওয়েবসাইটে একই স্থানের ছবি খুঁজে পাওয়া যায়।

Video Comparison: Rumor Scanner 

উভয় গণমাধ্যমেই দৃশ্যটিকে ভগবান জগন্নাথের রথযাত্রা বলে উল্লেখ করা হয়।

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি আওয়ামী লীগ বা বিএনপির জনসমাবেশের নয়।

মূলত, ২০২৩ সালের জুনে ভারতের ওড়িশা রাজ্যের পুরী জেলায় ভগবান জগন্নাথের রথযাত্রা অনুষ্ঠিত হয়। উক্ত রথযাত্রার ভিডিওকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপির জনসমাবেশের দৃশ্য দাবিতে টিকটকে প্রচার করা হচ্ছে। 

সুতরাং, ভারতের রথযাত্রার দৃশ্যকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপির জনসমাবেশের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img